বিনোদন প্রতিবেদক, ঢাকা

নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পরে নতুন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে রেট্রো কনসার্ট।
ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে ঢাকা রেট্রো কনসার্ট। পূর্বঘোষিত চার ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ পরিবেশনা। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের কয়েকজন সদস্য।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমনি। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করেছি। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি আয়োজন থাকছে। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
১৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। টিকিট বিক্রি হয়েছে দুই ক্যাটাগরিতে—ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।

নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পরে নতুন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে রেট্রো কনসার্ট।
ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে ঢাকা রেট্রো কনসার্ট। পূর্বঘোষিত চার ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ পরিবেশনা। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের কয়েকজন সদস্য।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমনি। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করেছি। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি আয়োজন থাকছে। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
১৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। টিকিট বিক্রি হয়েছে দুই ক্যাটাগরিতে—ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৮ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
২০ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
২০ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
২০ ঘণ্টা আগে