বিনোদন প্রতিবেদক, ঢাকা

নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পরে নতুন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে রেট্রো কনসার্ট।
ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে ঢাকা রেট্রো কনসার্ট। পূর্বঘোষিত চার ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ পরিবেশনা। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের কয়েকজন সদস্য।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমনি। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করেছি। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি আয়োজন থাকছে। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
১৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। টিকিট বিক্রি হয়েছে দুই ক্যাটাগরিতে—ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।

নব্বইয়ের দশকের চার ব্যান্ড মাইলস, নগর বাউল, আর্ক ও দলছুটকে নিয়ে ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টের ঘোষণা দিয়েছিল ব্লু ব্রিক কমিউনিকেশন। গত ১৮ অক্টোবর রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। আয়োজকেরা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে নির্ধারিত তারিখের তিন সপ্তাহ পরে নতুন ভেন্যুতে আয়োজন করা হচ্ছে রেট্রো কনসার্ট।
ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, ১৫ নভেম্বর ঢাকার সেনা প্রাঙ্গণে বসবে ঢাকা রেট্রো কনসার্ট। পূর্বঘোষিত চার ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়ারফেজের সাবেক সদস্য গিটারিস্ট অনি হাসান। এ ছাড়া থাকছে রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মরণে একটি বিশেষ পরিবেশনা। আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে মিজান অ্যান্ড ব্রাদার্স আইয়ুব বাচ্চুর চারটি গান পরিবেশন করবে। এতে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের কয়েকজন সদস্য।
ব্লু ব্রিক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী রিয়াসাত নাদিদ বলেন, ‘ব্যান্ডসংগীতের সোনালি যুগ বলা হয় নব্বইয়ের দশককে। এখনো সেই সময়ের ব্যান্ডগুলোর কদর কমনি। সেই ব্যান্ডগুলোকে এক মঞ্চে এখন খুব একটা দেখা যায় না। অনেকেই তাদের পারফরম্যান্স উপভোগ করতে চান। সেই ভাবনা থেকেই আমরা ঢাকা রেট্রো কনসার্টের পরিকল্পনা করেছি। এ ছাড়া এই কনসার্টে নব্বইয়ের দশকের লিজেন্ড প্রয়াত আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে একটি আয়োজন থাকছে। আশা করছি, এই কনসার্ট সবার জন্য দারুণ এক অভিজ্ঞতা হয়ে থাকবে।’
১৫ নভেম্বর বিকেল ৫টায় শুরু হবে আয়োজন। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ৩টায়। টিকিট বিক্রি হয়েছে দুই ক্যাটাগরিতে—ভিআইপি ২ হাজার ৪০০ টাকা ও সাধারণ ১ হাজার ৪০০ টাকা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৭ ঘণ্টা আগে