Ajker Patrika

‘সবই ভুল’ নিয়ে চাঁদ রাতে আসছেন জেমস

আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৬: ১৮
‘সবই ভুল’ নিয়ে চাঁদ রাতে আসছেন জেমস

ঈদুল ফিতরের চাঁদ রাতে আসছে নগরবাউল খ্যাত সংগীতশিল্পী জেমসের নতুন গান, যেটির শিরোনাম ‘সবই ভুল’। জেমস এবং বিশু শিকদারের যৌথভাবে কথায় গানটির সুর করেছেন জেমস নিজেই। 

এ উপলক্ষে আজ সোমবার বসুন্ধরার প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে গানটি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেমস। অনুষ্ঠানে জেমসের আসন্ন গানটির স্মারক বসুন্ধরা ডিজিটালের পক্ষ থেকে জেমসের হাতে তুলে দেওয়া হয়। একই সঙ্গে গানটির আনুষ্ঠানিক প্রকাশের তারিখও ঘোষণা করা হয়। 

চাঁদ রাতে আসছে জেমসের নতুন গান ‘সবই ভুল’। বসুন্ধরা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে জানানো হয় গুণগতমানের দিকে ছাড় না দিতেই নতুন গানটির জন্য জেমস প্রায় বছর খানেক সময় নিয়েছেন। জেমসের সঙ্গে তাদের আরও কিছু গান আসছে, সেগুলো সম্পর্কেও শিগগিরই জানানো হবে। 

নতুন এই গানটি প্রসঙ্গে মাহ্‌ফুজ আনাম জেমস বলেন, ‘প্রথম গানের শ্রোতাদের প্রতিক্রিয়ার কথা মাথায় রেখে সময় নিয়ে দ্বিতীয় গানটি করা হয়েছে। ভবিষ্যতে আরও কিছু একক গান তাদের সঙ্গে করব।’ 

নগরবাউলের সামনে কোনো গান আসবে কিনা জানতে চাইলে জেমস বলেন, ‘সামনে নতুন কয়েকটি গান আনার পরিকল্পনা আছে।’

বসুন্ধরা ডিজিটালের ইউটিউব প্ল্যাটফর্মে চাঁদরাতে মুক্তি পাবে গানটি। গেল বছরে এই প্ল্যাটফর্মের ব্যানারেই দীর্ঘ দিন পর নতুন গানে কণ্ঠ দিয়েছিলেন জেমস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়ল সর্বোচ্চ ২১৪ টাকা

সিরাজগঞ্জে ‘মিছিল নিয়ে’ ওয়াজ মাহফিলে জামায়াত নেতা, হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওয়ার্নার ব্রাদার্স বিক্রি: নেটফ্লিক্সের বিপরীতে প্যারামাউন্টের আকাশছোঁয়া প্রস্তাব, নেপথ্যে ট্রাম্প-কুশনার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১২: ৪৪
হলিউডের ইতিহাসে অন্যতম বৃহৎ চুক্তিতে বাগড়া দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
হলিউডের ইতিহাসে অন্যতম বৃহৎ চুক্তিতে বাগড়া দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওয়ার্নার ব্র’স বা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি কিনতে বাজারে নেটফ্লিক্সের নতুন প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছে। তারা আর কেউই না, প্যারামাউন্ট স্কাইড্যান্স। নেটফ্লিক্স ওয়ার্নার ব্রাদার্স কেনার জন্য দাম হাঁকিয়েছিল ৭২ বিলিয়ন ডলার। তবে বিপরীতে প্যারামাউন্ট হাঁকিয়েছে ১০৮ বিলিয়ন ডলারের বেশি। বিশ্লেষকেরা বলছেন, স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্সের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এবং শক্তিশালী মিডিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে এটি তাদের শেষ চেষ্টা।

সপ্তাহজুড়ে প্যারামাউন্ট এবং কমকাস্টের সঙ্গে দর-কষাকষির শেষে গত শুক্রবারই নেটফ্লিক্স ৭২ বিলিয়ন ডলারের ইক্যুইটি চুক্তিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি, ফিল্ম স্টুডিও ও স্ট্রিমিং সম্পত্তি নিজেদের দখলে নিতে চলেছে বলে খবর রটেছিল। তবে প্যারামাউন্টের এই নতুন চালে স্পষ্ট যে, ওয়ার্নার ব্রাদার্স এবং তাদের অমূল্য সম্পদ এইচবিও ও ডিসি কমিকসের দখল নিয়ে এই দড়ি টানাটানি এত সহজে শেষ হবে না।

ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির পরিচালকমণ্ডলী সোমবার বিকেলে জানান, তাঁরা প্যারামাউন্টের প্রস্তাবটি খতিয়ে দেখবেন। তবে নেটফ্লিক্সের ব্যাপারে তাঁদের আগের সুপারিশে কোনো বদল আসছে না। তাঁরা নিজ কোম্পানিকে পরামর্শ দিয়েছেন, প্যারামাউন্ট স্কাইড্যান্সের প্রস্তাবের বিষয়ে আপাতত ‘কোনো পদক্ষেপ না নিতে।’

প্যারামাউন্টের শেয়ারপ্রতি ৩০ ডলারের এই নগদ প্রস্তাবে অর্থ জোগান দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বিনিয়োগ সংস্থা অ্যাফিনিটি পার্টনার্স, কয়েকটি মধ্যপ্রাচ্যের রাষ্ট্র পরিচালিত বিনিয়োগ তহবিল এবং এলিসন পরিবার। প্যারামাউন্টের কর্ণধার ডেভিড এলিসনের বাবা ল্যারি এলিসন বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এবং হোয়াইট হাউসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

হোয়াইট হাউসের এক কর্তা ও এই বিষয়ে ওয়াকিবহাল এক ব্যক্তির সূত্র ধরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, নেটফ্লিক্সের চুক্তির খবর প্রকাশিত হওয়ার পর ল্যারি এলিসন ট্রাম্পকে ফোন করে জানিয়েছিলেন যে এই লেনদেন প্রতিযোগিতার ক্ষেত্রটিকে ক্ষতিগ্রস্ত করবে।

প্যারামাউন্টের দাবি, গোটা ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির জন্য তাদের দর নেটফ্লিক্সের চেয়ে অনেক বেশি সুবিধাজনক। এটি শেয়ারহোল্ডারদের ১৮ বিলিয়ন ডলার বেশি নগদ অর্থ দেবে এবং আইনি অনুমোদন পেতেও সুবিধা হবে। তাদের মতে, প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের জোট, যা কিনা ইতিহাসের অন্যতম বৃহত্তম মিডিয়া চুক্তি হতে চলেছে, তা শিল্পী সমাজ, সিনেমা হল এবং সাধারণ গ্রাহকদের জন্য মঙ্গলজনক হবে। কারণ, এতে প্রতিযোগিতা বাড়বে।

প্যারামাউন্টের সিইও ডেভিড এলিসন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের বিশ্বাস—এই প্রস্তাব হলিউডকে আরও শক্তিশালী করে তুলবে।’ আলাদাভাবে তিনি আরও জানান, প্যারামাউন্টের প্রস্তাবে ‘উচ্চতর হেডলাইন ভ্যালু, সেই ভ্যালুর ক্ষেত্রে বর্ধিত নিশ্চয়তা, আইনি অনুমোদনের বৃহত্তর নিশ্চয়তা, এবং হলিউড, গ্রাহক ও প্রতিযোগিতা-বান্ধব এক ভবিষ্যৎ’ দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, প্যারামাউন্টের প্রস্তাবে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির কেবল টেলিভিশন সম্পত্তিগুলোও অন্তর্ভুক্ত, যেখানে নেটফ্লিক্সের দর শুধু ওয়ার্নার ব্রাদার্স ফিল্ম ও টেলিভিশন স্টুডিও, এইচবিও এবং এইচবিও ম্যাক্স স্ট্রিমিং পরিষেবার জন্য সীমিত।

এদিকে এক সম্মেলনে নেটফ্লিক্সের কো-সিইও টেড স্যান্ডোস জানালেন, ওয়ার্নার ব্রাদার্সের জন্য প্যারামাউন্টের এই ‘শত্রুতামূলক’ দর ‘সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না।’ তবে তিনি এই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে আত্মবিশ্বাসী। স্যান্ডোস বলেন, ‘প্যারামাউন্ট আজ যে প্রস্তাব নিয়ে কথা বলছে, তাতে এলিসনরা ৬ বিলিয়ন ডলারের সিনার্জির কথা বলছেন। আপনার কী মনে হয় এই সিনার্জি কোথা থেকে আসবে? কর্মী ছাঁটাই করে? আমরা কিন্তু চাকরি কাটছি না, বরং কাজের সুযোগ তৈরি করছি।’

নিয়ন্ত্রক সংস্থায় দেওয়া নথিতে প্যারামাউন্ট জানিয়েছে, প্যারামাউন্টের মালিক এলিসন পরিবার এবং বেসরকারি ইক্যুইটি সংস্থা রেডবার্ড ক্যাপিটাল ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ইক্যুইটি মূলধনের জোগান দিতে রাজি হয়েছে। এই প্রস্তাবে আরও অর্থ জোগান আসছে কুশনারের অ্যাফিনিটি পার্টনার্স, সৌদি ও কাতারের সভরেন ওয়েলথ ফান্ড এবং আবুধাবি সরকারের মালিকানাধীন এল’ইমাদ হোল্ডিং কোং-এর থেকে।

ওয়ার্নার ব্রাদার্স প্যারামাউন্টের প্রস্তাব মেনে নিলে তাদের নেটফ্লিক্সকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্রেকআপ ফি দিতে হবে। অন্যদিকে যদি নেটফ্লিক্সের চুক্তি ভেস্তে যায়, তবে এই স্ট্রিমিং সংস্থাকে ৫ দশমিক ৮ বিলিয়ন ডলার জরিমানা দিতে হবে। নেটফ্লিক্সের দর ইতিমধ্যে কড়া অ্যান্টিট্রাস্ট তদন্তের মুখোমুখি হতে পারে, এবং ট্রাম্পও তাদের প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন।

ট্রাম্প সোমবার বলেন, দরদাতা উভয় পক্ষই ‘আমার বন্ধু নন’, এবং তিনি ‘যা ঠিক তাই করতে চান।’ তিনি আরও যোগ করেন যে প্যারামাউন্টের দর নিয়ে তিনি কুশনারের সঙ্গে কথা বলেননি। তবে গতকাল সোমবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড এলিসন বলেছিলেন, এই দর-কষাকষিতে একটি ‘স্বাভাবিক পক্ষপাতিত্ব’ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়ল সর্বোচ্চ ২১৪ টাকা

সিরাজগঞ্জে ‘মিছিল নিয়ে’ ওয়াজ মাহফিলে জামায়াত নেতা, হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নিরব-পরীর ‘গোলাপ’ সিনেমা

নতুন করে সাজানো হয়েছে গল্প, ফেব্রুয়ারিতে শুরু হবে শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯: ০৯
নিরব ও পরীমণি। ছবি: সংগৃহীত
নিরব ও পরীমণি। ছবি: সংগৃহীত

এ বছরের প্রথম মাসেই ঘোষণা এসেছিল ‘গোলাপ’ সিনেমার। প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন নিরব হোসেন ও পরীমণি। সিনেমার পরিচালক সামছুল হুদা। গত ফেব্রুয়ারিতে শুটিং শুরুর কথা জানিয়েছিলেন নির্মাতা। তবে ঘোষণার ১১ মাস পেরিয়ে গেলেও এই সিনেমার কোনো খবর পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেল, এখনো শুরু হয়নি সিনেমার শুটিং। পরিচালক সামছুল হুদা জানালেন, নানা জটিলতায় এ বছর গোলাপের শুটিং শুরু হয়নি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন করে শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি।

কেন এখনো শুরু হয়নি শুটিং—জানতে চাইলে নির্মাতা সামছুল হুদা বলেন, ‘গল্প নিয়ে একটু ঝামেলা ছিল। তাই এ বছর শুটিংয়ে যেতে পারি নাই। পুরো টিমের সঙ্গে কথা বলে গল্প পরিমার্জন শেষে নতুন করে সাজানো হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরুর পরিকল্পনা করছি।’

নতুন শিডিউল নিয়ে অভিনয়শিল্পীদের সঙ্গে কথা বলেছেন নির্মাতা। আলোচনা হয়েছে গল্প নিয়েও। আশা করছেন এবার আর কোনো জটিলতা হবে না। সামছুল হুদা বলেন, ‘অভিনয়শিল্পীদের সঙ্গে সব সময় যোগাযোগ আছে আমাদের। নতুন গল্প ও শুটিং পরিকল্পনা নিয়েও আমাদের কথা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সবুজসংকেত পেলেই শুটিং শুরুর সময় জানিয়ে দেওয়া হবে।’

এ বিষয়ে জানতে যোগাযোগ হয় নিরবের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা একটি ভালো সিনেমা উপহার দিতে চাই দর্শকদের। তাই গল্প নিয়ে আমরা বেশ খুঁতখুঁতে ছিলাম। এ নিয়ে বিভিন্ন সময়ে নির্মাতার সঙ্গে আলোচনা হয়েছে। কিছু পরিমার্জনের বিষয় ছিল, সেগুলো করা হয়েছে। নতুন কিছু দৃশ্যের সংযোজনও হয়েছে। সবার মতামতের ভিত্তিতেই এসব পরিমার্জন হয়েছে। আমিও এ বছর অনেকটা সময় দেশের বাইরে ছিলাম। সব মিলিয়ে সিনেমার কাজ শুরু করা যায়নি। গল্প এখন চূড়ান্ত হয়েছে। চিত্রনাট্যের কাজও প্রায় শেষ। আশা করছি নতুন বছরে শুটিংয়ে যেতে পারব। দারুণ একটি সিনেমা উপহার দিতে পারব দর্শকদের।’

গল্পওয়ালা প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে গোলাপ। এটি তৈরি হবে থ্রিলার গল্পে। সঙ্গে থাকছে অ্যাকশন। নির্মাতা জানান, এটি মূলত পলিটিক্যাল থ্রিলার। ছোট একটি শহরের রাজনৈতিক দৃশ্যপট উঠে আসবে এতে। সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়ল সর্বোচ্চ ২১৪ টাকা

সিরাজগঞ্জে ‘মিছিল নিয়ে’ ওয়াজ মাহফিলে জামায়াত নেতা, হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

যৌথ আয়োজনে হবে আতিফ আসলামের কনসার্ট

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত
আতিফ আসলাম। ছবি: সংগৃহীত

অনুমতি না পাওয়ায় একের পর এক স্থগিত হচ্ছে বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজন করা কনসার্ট। এই তালিকায় রয়েছে পাকিস্তানের সংগীতশিল্পী আলী আজমত, ব্যান্ড জাল, কাভিশ এবং ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈনের কনসার্ট। স্বাভাবিকভাবেই শঙ্কা জেগেছিল এই মাসে আয়োজন করা পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের দুটি কনসার্ট নিয়ে। সেই শঙ্কা কাটাতে আলাদা আয়োজন বাতিল করে দুটির পরিবর্তে যৌথভাবে আতিফের একটি কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ও স্পিরিটস অব জুলাই।

১৩ ডিসেম্বর পূর্বাচলের নিউ প্রজেক্ট টাউনের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে আতিফ আসলামের এই কনসার্ট। এদিন আতিফের সঙ্গে আরও পারফর্ম করবে বাংলাদেশের নেমেসিস ব্যান্ড এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস।

বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানিয়েছেন, কিছু বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও অবশেষে স্পিরিটস অব জুলাই এবং মেইন স্টেজ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে এ বছরের অন্যতম কাঙ্ক্ষিত এই কনসার্ট।

কনসার্টটি থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ দেওয়া হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। সংস্থাটির চলমান শহীদদের পরিবার এবং আহতদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে এই অর্থ। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে গত বছরও ‘ইকোস অব রেভল্যুশন’ নামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল স্পিরিটস অব জুলাই।

এই প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে, ‘আমাদের লক্ষ্য শুধু একটি কনসার্ট আয়োজন করা নয়; বরং সংগীতের শক্তিকে সবার হৃদয়ে পৌঁছে দেওয়া, যেখানে আনন্দের পাশাপাশি থাকবে দায়িত্ববোধ, ভালোবাসা আর মানুষের প্রতি মানুষের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি। এই আয়োজন থেকে যা আয় হবে, তার বড় একটি অংশ জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাহায্যার্থে ব্যয় করা হবে। তাই এই কনসার্ট শুধু বিনোদনের অনুষ্ঠান নয়, এটি এক মানবিক প্রয়াস।’

কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন টিকিট প্ল্যাটফর্ম চলোঘুড়ি ওয়েবসাইটে। আতিফের গানের শিরোনামের সঙ্গে মিল রেখে তিন ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে টিকিট। দাম নির্ধারণ করা হয়েছে দুরি এরিয়ায় ২ হাজার ৪৯৯ টাকা, আদাত এরিয়ায় ৪ হাজার ৯৯৯ টাকা এবং পেহলি নাজার এরিয়ায় ৯ হাজার ৯৯৯ টাকা। ইতিমধ্যে শেষ হয়েছে আদাত এরিয়ার টিকিট বিক্রি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়ল সর্বোচ্চ ২১৪ টাকা

সিরাজগঞ্জে ‘মিছিল নিয়ে’ ওয়াজ মাহফিলে জামায়াত নেতা, হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিগ বসের শিরোপা জিতলেন গৌরব খান্না

বিনোদন ডেস্ক
গৌরব খান্না। ছবি: সংগৃহীত
গৌরব খান্না। ছবি: সংগৃহীত

কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছিল, রিয়েলিটি শো বিগ বসের শিরোপা জিতে নিয়েছেন ভারতের ছোট পর্দার অভিনেতা গৌরব খান্না। তবে ফাইনাল পর্ব প্রচারের আগে সংশ্লিষ্ট সবাই ছিলেন চুপ। অবশেষে অপেক্ষার অবসান! গুঞ্জন সত্যি করে বিগ বসের ১৯তম সিজনের চ্যাম্পিয়ন হলেন গৌরব। প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হয়েছেন অভিনেত্রী ফারহানা ভাট এবং সেকেন্ড রানারআপ হয়েছেন প্রণিত মোর।

বিগ বসের ঘরে প্রথম দিকে অতটা সুবিধা করতে পারছিলেন না গৌরব। অনেক দর্শকই ভেবেছিলেন, গৌরব খান্না এই প্রতিযোগিতায় অত্যধিক নিষ্ক্রিয়। তবে শান্ত স্বভাব, তীক্ষ্ণ বুদ্ধি তাঁকে প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। সংযত আচরণ গৌরবকে জনপ্রিয় করে তুলেছিল দর্শকের কাছে। শেষ পর্যন্ত তিন মাসের টান টান উত্তেজনা, অ্যালায়েন্স, আবেগঘন মুহূর্ত ও বিনোদনে ভরা মৌসুম শেষে গৌরব খান্নাই উঠে এলেন বিগ বস ১৯-এর বিজয়ী হিসেবে। পুরস্কার হিসেবে গৌরব পেয়েছেন ৫০ লাখ রুপি। এটি গৌরবের দ্বিতীয় রিয়েলিটি শো জয়। এর আগে ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ প্রতিযোগিতায় জয়ী হয়েছিলেন তিনি।

বিগ বস শিরোপা জেতার পর গৌরব বলেন, ‘আমি বিশ্বাস করি, যদি আপনি সঠিক মানুষ হন, তবে মানুষ আপনাকে বুঝবে। আমি প্রতিটি দিনকে ফাইনাল হিসেবে খেলেছি। বিগ বস হলো একটা ম্যারাথন, আপনাকে প্রথম দিন থেকেই দৌড়াতে হবে; এমন নয়, মন ও মেজাজকে শান্ত করে স্থিরভাবে খেললে জয় আসবে।’

গত রোববার রাতে প্রচার হওয়া বিগ বস গ্র্যান্ড ফিনালের সঞ্চালনায় ছিলেন বলিউড তারকা সালমান খান। এদিন সালমান স্মরণ করেন সদ্য প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রকে। বিগ বসের প্রায় প্রতি সিজনেই আসতেন ধর্মেন্দ্র। এবারের গ্র্যান্ড ফিনালেতে প্রচার করা হয় বিগ বসের মঞ্চে অভিনেতার একটি ক্লিপস। সেখানে ধর্মেন্দ্রকে বলতে শোনা যায়, সালমানকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। নিজের স্বভাবের অনেক কিছুই সালমানের মধ্যে দেখতে পান। ধর্মেন্দ্র বলেছিলেন, ‘সালমানের শোতে আমি আসব না? আর কেউ আসুক বা না আসুক, আমি আসব।’ ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সালমান, চোখ ভরে ওঠে পানিতে।

সালমান বলেন, ‘আমরা হিম্যানকে হারিয়েছি। ধর্মেন্দ্রজি অসাধারণ মানুষ। আমার মনে হয় না, তাঁর চেয়ে ভালো কোনো মানুষ আছেন। উনি যেন রাজার মতো জীবন কাটিয়েছেন। প্রাণ খুলে বেঁচেছেন। সবচেয়ে বড় কথা, উনি জীবনের শুরু থেকে শুধু বি-টাউনকে দিয়েই গেছেন। আমিও নিজের ক্যারিয়ারে ধর্মেন্দ্রজিকে অনুসরণ করেছি। আমরা তাঁকে মিস করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খুনের পর মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট, ‘গৃহকর্মী আয়েশা’র পরিচয় মেলেনি

পূর্বাঞ্চলে ট্রেনের ভাড়া বাড়ল সর্বোচ্চ ২১৪ টাকা

সিরাজগঞ্জে ‘মিছিল নিয়ে’ ওয়াজ মাহফিলে জামায়াত নেতা, হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি গৃহকর্মী

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত