
গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।

গত সপ্তাহে জানা গিয়েছিল, প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে পপসংগীতশিল্পী ম্যাডোনার। কিন্তু সপ্তাহ না পেরোতেই আবারও নতুন প্রেমে পড়েছেন ম্যাডোনা (৬৪), এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পেজ সিক্স।
আন্তর্জাতিক গণমাধ্যম পেজ সিক্স ম্যাডোনার সঙ্গে তাঁর নতুন প্রেমিকের কিছু ছবি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জসুয়া পপার নামের এক বক্সারের প্রেমে মজেছেন এ গায়িকা।
ম্যাডোনার জন্ম ১৯৫৮ সালের ১৬ আগস্ট। আমেরিকান গায়িকা, গীতিকার এবং অভিনেত্রী ম্যাডোনাকে বলা হয় ‘কুইন অব পপ’।
গত শুক্রবার রাতে আমেরিকার একটি বক্সিং প্রতিযোগিতায় অংশ নেন জসুয়া। সেদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন ম্যাডোনাও। সেই বক্সিং ম্যাচে জয়লাভের পর জসুয়ার কাছে ছুটে যান ম্যাডোনা। পরে ক্যামেরায় একসঙ্গে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হন তাঁরা। সেখানে উপস্থিত বিভিন্ন সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক জানান, জসুয়ার জয়লাভে ম্যাডোনার আনন্দ সীমা ছাড়িয়েছিল।
ম্যাডোনার সর্বশেষ প্রেমিক ছিলেন ২৩ বছর বয়সী অ্যান্ড্রু ডারনেল। গত সপ্তাহে প্রেমিক অ্যান্ড্রু ডারনেলের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ম্যাডোনার। মাত্র পাঁচ মাসেই বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। আত্মবিশ্বাসের সংকট থাকায় এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন বলে জানিয়েছেন গায়িকা। প্রায় পাঁচ মাস ডেটিং করেছেন তাঁরা।
এখন পর্যন্ত দুবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তাঁর প্রথম স্বামী কারলোস লিওন ও দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।
এ ছাড়া ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন পপগায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৬ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৭ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
৭ ঘণ্টা আগে