
হলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
গত ২ জানুয়ারি প্রকাশিত মেন’স হেলথ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই অভিনেতা হলিউডে তাঁর ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, বহু বছর ধরে ব্যস্ত শিডিউলে ছিলেন তিনি, তবে বাবা হওয়ার পর তা আর থাকবে না।
জনপ্রিয় ‘আনচার্টেড’ সিনেমার এই তারকা বলেন, ‘যখন আমার সন্তান হবে, তখন আমাকে আর সিনেমায় দেখা যাবে না।’
২০২১ সাল থেকে জেনডায়ার সঙ্গে সম্পর্কে আছেন টম হল্যান্ড। তিনি বলেছেন, সন্তান হওয়ার পর তিনি শুধু গলফ খেলবেন এবং একজন আদর্শ ‘বাবা’ হবেন। ‘তখন আমি যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব,’ যোগ করেন অভিনেতা।
হল্যান্ড অবশ্য এর আগেও অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা বলেছিলেন, তবে সেটি ভিন্ন কারণে। ২০২৩ সালে ঘোষণা করেছিলেন, তিনি অ্যাপল টিভি+এর ‘দ্য ক্রাউডেড রুম’ সিরিজে বিশেষভাবে একটি কঠিন চরিত্রে অভিনয়ের পর এক বছরের জন্য হলিউড থেকে বিরতি নেবেন।
সে সময় ‘এক্সট্রা টিভি’কে সে সময় হল্যান্ড বলেছিলেন, ‘আমি কঠোর পরিশ্রমের সঙ্গে অপরিচিত নই, আমি সব সময় বিশ্বাস করি কঠোর পরিশ্রম উত্তম কাজ। আমি এটা খুব উপভোগ করেছি। তবে আবারও বলছি, এই শো আমাকে ভেঙেচুরে দিয়েছে। এক সময় এমনও ছিল, যখন আমি ভেবেছিলাম, আমাকে একটা বিরতি নিতে হবে। আমি হারিয়ে গিয়েছিলাম। এক সপ্তাহের জন্য মেক্সিকোতে গিয়ে একটা সৈকতে সময় কাটিয়েছি এবং অনেকটা চুপে চুপে। এখন আমি এক বছরের বিরতিতে আছি।’
হল্যান্ড নতুন একটি প্রকল্প নিয়ে কাজে ফিরেছেন, যেখানে প্রেমিকা জেনডায়াও তাঁর সঙ্গে আছেন। গত নভেম্বরে ঘোষণা করা হয়, জেনডায়া ক্রিস্টোফার নোলানের পরবর্তী বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছে। ওই সিনেমায় হল্যান্ড, অ্যান হ্যাথওয়ে, ম্যাট ড্যামন, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করবেন।
চলচ্চিত্রটি ২০২৬ সালের ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য অডিসি’-এর ওপর ভিত্তি করে এই সিনেমা বানাচ্ছেন নোলান। এটিকে মহাকাব্যকে প্রাচীন সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচনা করা হয়। এই মহাকাব্য কবি হোমার রচিত এবং খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে লেখা হয়েছিল বলে ধারণা করা হয়। এটি গ্রিক নায়ক ওডিসিয়াসের কাহিনি, যিনি ট্রোজান যুদ্ধের পর নিজের রাজ্য ইথাকায় ফেরার পথে নানা বিপদসংকুল যাত্রার মধ্য দিয়ে যান।
হল্যান্ড এবং জেনডায়ার একসঙ্গে কাজ করার এটিই প্রথম অভিজ্ঞতা নয়। তাঁরা প্রথমবার ২০১৬ সালে ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ সিনেমার সেটে একে অপরের কাছাকাছি আসেন। এরপর ২০১৯ সালের ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালের ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এ একে অপরের বিপরীতে অভিনয় করেছেন।
গত ডিসেম্বরে ‘ডিশ’ পডকাস্টে দুজনের নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেন হল্যান্ড। সেখানে তিনি মজা করে বলেছিলেন, প্রযোজকেরা দুজনকে সিনেমায় কাস্ট করতে পছন্দ করেন তার পেছনে কিছু কারণ আছে। যেমন—একটি হোটেল রুম হলেই চলে!

হলিউডের টম হল্যান্ড ও জেনডায়া এরই মধ্যে বাগদানের ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই তাঁরা সম্পর্কে আছেন। তবে এ ঘোষণার আগে টম হল্যান্ডের একটি সাক্ষাৎকারে দেওয়া বক্তব্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই সাক্ষাৎকারে তিনি পরিবারের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
গত ২ জানুয়ারি প্রকাশিত মেন’স হেলথ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এই অভিনেতা হলিউডে তাঁর ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি উল্লেখ করেছেন, বহু বছর ধরে ব্যস্ত শিডিউলে ছিলেন তিনি, তবে বাবা হওয়ার পর তা আর থাকবে না।
জনপ্রিয় ‘আনচার্টেড’ সিনেমার এই তারকা বলেন, ‘যখন আমার সন্তান হবে, তখন আমাকে আর সিনেমায় দেখা যাবে না।’
২০২১ সাল থেকে জেনডায়ার সঙ্গে সম্পর্কে আছেন টম হল্যান্ড। তিনি বলেছেন, সন্তান হওয়ার পর তিনি শুধু গলফ খেলবেন এবং একজন আদর্শ ‘বাবা’ হবেন। ‘তখন আমি যেন পৃথিবীর বুক থেকে হারিয়ে যাব,’ যোগ করেন অভিনেতা।
হল্যান্ড অবশ্য এর আগেও অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা বলেছিলেন, তবে সেটি ভিন্ন কারণে। ২০২৩ সালে ঘোষণা করেছিলেন, তিনি অ্যাপল টিভি+এর ‘দ্য ক্রাউডেড রুম’ সিরিজে বিশেষভাবে একটি কঠিন চরিত্রে অভিনয়ের পর এক বছরের জন্য হলিউড থেকে বিরতি নেবেন।
সে সময় ‘এক্সট্রা টিভি’কে সে সময় হল্যান্ড বলেছিলেন, ‘আমি কঠোর পরিশ্রমের সঙ্গে অপরিচিত নই, আমি সব সময় বিশ্বাস করি কঠোর পরিশ্রম উত্তম কাজ। আমি এটা খুব উপভোগ করেছি। তবে আবারও বলছি, এই শো আমাকে ভেঙেচুরে দিয়েছে। এক সময় এমনও ছিল, যখন আমি ভেবেছিলাম, আমাকে একটা বিরতি নিতে হবে। আমি হারিয়ে গিয়েছিলাম। এক সপ্তাহের জন্য মেক্সিকোতে গিয়ে একটা সৈকতে সময় কাটিয়েছি এবং অনেকটা চুপে চুপে। এখন আমি এক বছরের বিরতিতে আছি।’
হল্যান্ড নতুন একটি প্রকল্প নিয়ে কাজে ফিরেছেন, যেখানে প্রেমিকা জেনডায়াও তাঁর সঙ্গে আছেন। গত নভেম্বরে ঘোষণা করা হয়, জেনডায়া ক্রিস্টোফার নোলানের পরবর্তী বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছে। ওই সিনেমায় হল্যান্ড, অ্যান হ্যাথওয়ে, ম্যাট ড্যামন, রবার্ট প্যাটিনসন, লুপিতা নিয়ং’ও এবং শার্লিজ থেরনের মতো তারকারা অভিনয় করবেন।
চলচ্চিত্রটি ২০২৬ সালের ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রাচীন গ্রিক মহাকাব্য ‘দ্য অডিসি’-এর ওপর ভিত্তি করে এই সিনেমা বানাচ্ছেন নোলান। এটিকে মহাকাব্যকে প্রাচীন সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ বলে বিবেচনা করা হয়। এই মহাকাব্য কবি হোমার রচিত এবং খ্রিষ্টপূর্ব অষ্টম শতকে লেখা হয়েছিল বলে ধারণা করা হয়। এটি গ্রিক নায়ক ওডিসিয়াসের কাহিনি, যিনি ট্রোজান যুদ্ধের পর নিজের রাজ্য ইথাকায় ফেরার পথে নানা বিপদসংকুল যাত্রার মধ্য দিয়ে যান।
হল্যান্ড এবং জেনডায়ার একসঙ্গে কাজ করার এটিই প্রথম অভিজ্ঞতা নয়। তাঁরা প্রথমবার ২০১৬ সালে ‘স্পাইডার ম্যান: হোমকামিং’ সিনেমার সেটে একে অপরের কাছাকাছি আসেন। এরপর ২০১৯ সালের ‘স্পাইডার ম্যান: ফার ফ্রম হোম’ এবং ২০২১ সালের ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এ একে অপরের বিপরীতে অভিনয় করেছেন।
গত ডিসেম্বরে ‘ডিশ’ পডকাস্টে দুজনের নতুন প্রকল্প নিয়ে আলোচনা করেন হল্যান্ড। সেখানে তিনি মজা করে বলেছিলেন, প্রযোজকেরা দুজনকে সিনেমায় কাস্ট করতে পছন্দ করেন তার পেছনে কিছু কারণ আছে। যেমন—একটি হোটেল রুম হলেই চলে!

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে