আজকের পত্রিকা ডেস্ক

হলিউডের অন্যতম আলোচিত জুটি টম ক্রুজ ও আনা ডি আরমাস ৯ মাসের কম সময় প্রেম করার পর সম্পর্ক ভেঙে দিলেন। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, দুই তারকাই পারস্পরিক সম্মতিতে ‘শুধুই বন্ধু’ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমন খবর এল যখন তাঁদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা চলছে। এমনকি তাঁদের ‘স্পেস ওয়েডিং’ বা মহাকাশে বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, টম (৬১) এবং আনা (৩৬) দুজনেই বুঝতে পেরেছিলেন, তাঁদের সম্পর্কের ‘রোমান্টিক আকর্ষণ’ কমে গেছে।
সূত্রের ভাষ্যমতে, টম এবং আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। তাঁরা ভালো বন্ধু হিসেবেই থাকবেন। দুজনেই অত্যন্ত সচেতনভাবে বিষয়টি সামলেছেন এবং মেনে নিয়েছেন যে তাঁরা আর বেশি দূর এগোবেন না।
এই বিচ্ছেদ সত্ত্বেও টম ক্রুজ এবং আনার পেশাগত সহযোগিতা বজায় থাকবে বলে জানা গেছে। তাঁরা দুজনেই থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’ (Deeper) নিয়ে কাজ করবেন।
সম্পর্ক ভাঙার কারণে এই ছবির কাজ থমকে গেছে—এমন গুজব উড়িয়ে দিয়ে ওই সূত্র জানায়, আনা ইতিমধ্যে টম ক্রুজের পরবর্তী ছবিতে কাস্ট হয়েছেন, তাই তাঁরা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।
ভারমন্টে হাত ধরাধরি করে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর টম ক্রুজ এবং আনা ডি আরমাসের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ভ্রমণেও তাঁদের দেখা যায়। হেলিকপ্টারের ড্রাইভিং সিটে টম ক্রুজ আর সহযাত্রী আনা ডি আরমাস—এই রোমাঞ্চকর ভ্রমণ নজর কেড়েছিল সবার। সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে এবং ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ওয়েসিস’ কনসার্টেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
‘নাইভস আউট’, ‘নো টাইম টু ডাই’ এবং ‘ব্যালেরিনা’ ছবির জন্য পরিচিত আনা ডি আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রায় ১০ মাসের সম্পর্কে ছিলেন। অন্যদিকে, আনা ডি আরমাসের সঙ্গে এই সম্পর্ক ছিল কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের প্রথম কোনো হাই-প্রোফাইল সম্পর্ক। এর আগে তিনি মিমি রজার্স এবং নিকোল কিডম্যানকে বিয়ে করেছিলেন।

হলিউডের অন্যতম আলোচিত জুটি টম ক্রুজ ও আনা ডি আরমাস ৯ মাসের কম সময় প্রেম করার পর সম্পর্ক ভেঙে দিলেন। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, দুই তারকাই পারস্পরিক সম্মতিতে ‘শুধুই বন্ধু’ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমন খবর এল যখন তাঁদের একসঙ্গে একটি সিনেমায় কাজ করার কথা চলছে। এমনকি তাঁদের ‘স্পেস ওয়েডিং’ বা মহাকাশে বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল।
ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, টম (৬১) এবং আনা (৩৬) দুজনেই বুঝতে পেরেছিলেন, তাঁদের সম্পর্কের ‘রোমান্টিক আকর্ষণ’ কমে গেছে।
সূত্রের ভাষ্যমতে, টম এবং আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। তাঁরা ভালো বন্ধু হিসেবেই থাকবেন। দুজনেই অত্যন্ত সচেতনভাবে বিষয়টি সামলেছেন এবং মেনে নিয়েছেন যে তাঁরা আর বেশি দূর এগোবেন না।
এই বিচ্ছেদ সত্ত্বেও টম ক্রুজ এবং আনার পেশাগত সহযোগিতা বজায় থাকবে বলে জানা গেছে। তাঁরা দুজনেই থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’ (Deeper) নিয়ে কাজ করবেন।
সম্পর্ক ভাঙার কারণে এই ছবির কাজ থমকে গেছে—এমন গুজব উড়িয়ে দিয়ে ওই সূত্র জানায়, আনা ইতিমধ্যে টম ক্রুজের পরবর্তী ছবিতে কাস্ট হয়েছেন, তাই তাঁরা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।
ভারমন্টে হাত ধরাধরি করে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর টম ক্রুজ এবং আনা ডি আরমাসের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ ও লন্ডনে রোমান্টিক ভ্রমণেও তাঁদের দেখা যায়। হেলিকপ্টারের ড্রাইভিং সিটে টম ক্রুজ আর সহযাত্রী আনা ডি আরমাস—এই রোমাঞ্চকর ভ্রমণ নজর কেড়েছিল সবার। সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহামের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে এবং ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ওয়েসিস’ কনসার্টেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।
‘নাইভস আউট’, ‘নো টাইম টু ডাই’ এবং ‘ব্যালেরিনা’ ছবির জন্য পরিচিত আনা ডি আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে প্রায় ১০ মাসের সম্পর্কে ছিলেন। অন্যদিকে, আনা ডি আরমাসের সঙ্গে এই সম্পর্ক ছিল কেটি হোমসের সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের প্রথম কোনো হাই-প্রোফাইল সম্পর্ক। এর আগে তিনি মিমি রজার্স এবং নিকোল কিডম্যানকে বিয়ে করেছিলেন।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৩ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৩ ঘণ্টা আগে