
সিক্যুয়েল আসতে চলেছে ‘জোকার’-এর। এতে মুখ্য চরিত্রে আবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। যদিও এ খবর অনেক পুরোনো। তবে ভক্তদের জন্য দারুণ খবর। ভ্যারাইটি জানিয়েছে, বিশ্বখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগাও অভিনয় করছেন সিনেমাটিতে। হার্লে কুইনের চরিত্রটিতে দেখা যাবে তাঁকে।
গত ভালোবাসা দিবসে সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসার পরই জল্পনার শুরু। আর এবার সিনেমাটি নিয়ে বেশ কিছু নতুন তথ্য ভক্তদের উন্মাদনা বাড়িয়েছে।
ভ্যারাইটি জানিয়েছে, মিউজিক্যাল থ্রিলারটির বাজেট ২০০ মিলিয়ন ডলার। ১৫টা পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে এতে। এর সঙ্গে কিছু অরিজিনাল গানও থাকবে বলে শোনা যাচ্ছে। পুরোনো গানের পাশাপাশি নতুন গান থাকবে। তবে পুরোটাই এখনো মিস্ট্রি। কারণ এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।
অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী কম্পোজার হিলডুর গানেডটেয়ার সিনেমাটির মিউজিক কম্পোজ করতে পারেন। তবে নির্মাতাদের এ নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি এড়িয়ে গেছেন। কোনো জবাব দিতে অস্বীকার করেছেন।
যেখানে ‘জোকার’-এর প্রথম ভাগ শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এর সিক্যুয়েল। লেডি গাগা আর হোয়াকিন ফিনিক্স ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে—জ্যাজি বিটজ, ক্যাথরিন কিনা, ব্রেন্ডান গ্লিসনকে। এর চিত্রনাট্য লিখেছেন ফিলিপস আর স্কট সিলভার।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় ‘আর্থার ফ্লেক’ নামের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড জিতে নেন ফিনিক্স। ওই সিনেমায় গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা।
শোনা যাচ্ছে, সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ অক্টোবর। তবে নির্মাতাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি এ বিষয়ে। তবে যতক্ষণ না কোনো কিছুর ঘোষণা আসছে, জল্পনার ওপর ভর করেই চলতে হবে।

সিক্যুয়েল আসতে চলেছে ‘জোকার’-এর। এতে মুখ্য চরিত্রে আবারও দেখা যাবে হোয়াকিন ফিনিক্সকে। যদিও এ খবর অনেক পুরোনো। তবে ভক্তদের জন্য দারুণ খবর। ভ্যারাইটি জানিয়েছে, বিশ্বখ্যাত মার্কিন গায়িকা লেডি গাগাও অভিনয় করছেন সিনেমাটিতে। হার্লে কুইনের চরিত্রটিতে দেখা যাবে তাঁকে।
গত ভালোবাসা দিবসে সিনেমাটির পোস্টার প্রকাশ্যে আসার পরই জল্পনার শুরু। আর এবার সিনেমাটি নিয়ে বেশ কিছু নতুন তথ্য ভক্তদের উন্মাদনা বাড়িয়েছে।
ভ্যারাইটি জানিয়েছে, মিউজিক্যাল থ্রিলারটির বাজেট ২০০ মিলিয়ন ডলার। ১৫টা পরিচিত গানকে নতুনভাবে পরিবেশন করা হবে এতে। এর সঙ্গে কিছু অরিজিনাল গানও থাকবে বলে শোনা যাচ্ছে। পুরোনো গানের পাশাপাশি নতুন গান থাকবে। তবে পুরোটাই এখনো মিস্ট্রি। কারণ এ বিষয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।
অ্যাকাডেমি পুরস্কার বিজয়ী কম্পোজার হিলডুর গানেডটেয়ার সিনেমাটির মিউজিক কম্পোজ করতে পারেন। তবে নির্মাতাদের এ নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা বিষয়টি এড়িয়ে গেছেন। কোনো জবাব দিতে অস্বীকার করেছেন।
যেখানে ‘জোকার’-এর প্রথম ভাগ শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে এর সিক্যুয়েল। লেডি গাগা আর হোয়াকিন ফিনিক্স ছাড়া সিনেমাটিতে আরও দেখা যাবে—জ্যাজি বিটজ, ক্যাথরিন কিনা, ব্রেন্ডান গ্লিসনকে। এর চিত্রনাট্য লিখেছেন ফিলিপস আর স্কট সিলভার।
২০১৯ সালে মুক্তি পাওয়া ‘জোকার’ সিনেমায় ‘আর্থার ফ্লেক’ নামের এক ব্যর্থ কমেডিয়ানের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেতার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড জিতে নেন ফিনিক্স। ওই সিনেমায় গোথাম শহরে হঠাৎ করে উঠে আসা এক কমেডিয়ান একের পর এক অপরাধের সঙ্গে জড়িয়ে যান। ‘জোকার’ চরিত্রটির মাধ্যমে তুলে ধরা হয় সমাজের নিপীড়িত মানুষের যন্ত্রণা।
শোনা যাচ্ছে, সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ অক্টোবর। তবে নির্মাতাদের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি এ বিষয়ে। তবে যতক্ষণ না কোনো কিছুর ঘোষণা আসছে, জল্পনার ওপর ভর করেই চলতে হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৬ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৬ ঘণ্টা আগে