আজকের পত্রিকা ডেস্ক

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে আজ বুধবার হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাঁকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তাঁর লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিএ-এর তথ্যমতে, ঘটনাগুলোর আগে ওয়াটসন ও ওয়ানামেকার—উভয়ের লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন তিনটি পয়েন্ট যুক্ত হওয়ায় যুক্তরাজ্যের আইন অনুযায়ী তাঁদের ছয় মাসের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।
সিএনএন এমা ওয়াটসনের প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে ওয়ানামেকারের পক্ষ থেকে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।
‘হ্যারি পটার’ সিরিজের মাধ্যমে একসঙ্গে অভিনয় করা দুই তারকার এই সমান্তরাল শাস্তি কাকতালীয়। সিনেমার পর এমা ওয়াটসন একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে মনোযোগ দিয়েছেন, তেমনি নারীর অধিকার এবং চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটল উইমেন’–এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে।

জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিনেমার অভিনেত্রী এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ করা হয়েছে। গত বছরের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে ৩০ মাইল গতি-সীমার রাস্তায় তিনি ৩৮ মাইল প্রতি ঘণ্টা গতিতে গাড়ি চালাচ্ছিলেন।
সিএনএন জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেত্রী ও অধিকারকর্মী ঘটনাটির জন্য আদালতে হাজির হননি। তবে আজ বুধবার হাই উইকম ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত সংক্ষিপ্ত শুনানিতে তাঁকে ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা করা হয় এবং তাঁর লাইসেন্সে আরও তিনটি পেনাল্টি পয়েন্ট যোগ করে স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই দিনে ওয়াটসনের সহ-অভিনেত্রী ও বিখ্যাত থিয়েটার শিল্পী জোয়ে ওয়ানামেকারেরও একটি পৃথক গতিসীমা লঙ্ঘনের মামলার শুনানি হয় আদালতে। গত বছরের আগস্টে বার্কশায়ারে ৪০ মাইল গতি-সীমার সড়কে তিনি ৪৬ মাইল গতিতে গাড়ি চালিয়েছিলেন। এই কারণে ওয়ানামেকারকেও একই ধরনের শাস্তি দেওয়া হয়।
সংবাদ সংস্থা পিএ-এর তথ্যমতে, ঘটনাগুলোর আগে ওয়াটসন ও ওয়ানামেকার—উভয়ের লাইসেন্সে ৯টি করে পেনাল্টি পয়েন্ট ছিল। নতুন তিনটি পয়েন্ট যুক্ত হওয়ায় যুক্তরাজ্যের আইন অনুযায়ী তাঁদের ছয় মাসের নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়।
সিএনএন এমা ওয়াটসনের প্রতিনিধিদের কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে ওয়ানামেকারের পক্ষ থেকে মন্তব্য জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে।
‘হ্যারি পটার’ সিরিজের মাধ্যমে একসঙ্গে অভিনয় করা দুই তারকার এই সমান্তরাল শাস্তি কাকতালীয়। সিনেমার পর এমা ওয়াটসন একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে মনোযোগ দিয়েছেন, তেমনি নারীর অধিকার এবং চলচ্চিত্র নির্মাণেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এ ছাড়া ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং গ্রেটা গারউইগ পরিচালিত ‘লিটল উইমেন’–এ তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৫ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
২১ ঘণ্টা আগে