
মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।

মারভেল স্টুডিওর ‘এটারনালস’ মুভিটি গত সপ্তাহে মুক্তি পেয়েছে। মুক্তির পর দ্বিতীয় উইকেন্ডে ব্যবসায় কিছুটা মন্দাভাব এলেও বক্স অফিসে এখনো শীর্ষেই রয়েছে।
গত রোববার মারভেল জানিয়েছে, তাদের হিসাবে, শেষ সপ্তাহে মুভিটি ২ কোটি ৭৫ লাখ ডলার আয় করেছে। এ নিয়ে শুধু যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আয় দাঁড়াল ১১ কোটি ৮৮ লাখ ডলার।
অস্কার বিজয়ী নির্মাতা ক্লো ঝাও পরিচালিত ‘এটারনালস’ মুভিটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি, কুমাইল নানজিয়ানি এবং জেমা চ্যান। মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসে ছবিটি ৬১ শতাংশ কম আয় করেছে। অবশ্য সুপারহিরো মুভির জন্য এমন ঘটনা বিরল নয়। এর আগেও ডিজনি ও মারভেলের ‘শ্যাং চাই’ ও ‘দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ মুক্তির দ্বিতীয় সপ্তাহে আয় ৫২ শতাংশ কমে গিয়েছিল।
দুটো মুভিই বক্স অফিসে একচেটিয়া ব্যবসা করেছে। দুটির অর্জনের মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে, শ্যাং চাই দর্শকদের কাছ থেকে ভালো রেটিং পেয়েছে।
শ্যাং চাই মূলত এশিয়ান সুপারহিরো মুভিটি। এই সপ্তাহান্তে ছবিটি ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে। আন্তর্জাতিকভাবে এটারনালস এরই মধ্যে ২৮ কোটি ১৪ লাখ ডলার আয় করেছে। যা ছবিটিকে বক্স অফিসে প্রথমে নিয়ে গেছে।
আয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ক্লিফোর্ড দ্য বিগ রেড ডগ’। এটি একই সঙ্গে দর্শকদের জন্য প্যারামাউন্ট প্লাসে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত সপ্তাহে ৩ হাজার ৭০০টি থিয়েটার থেকে মাত্র পাঁচ দিনে আয় করেছে প্রায় ১ কোটি ৬৪ লাখ ডলার। আর মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যে আয় করেছে ২ কোটি ২০ লাখ ডলার।
এ দুটিসহ বক্স অফিসে শীর্ষ পাঁচটি ব্লকবাস্টার মুভির তালিকায় রয়েছে-ডিউন, নো টাইম টু ডাই, ভেনম: লেট দেয়ার বি কারনেজ।
উল্লেখ্য, ভেনম-২ হলো মহামারি সময়ের দ্বিতীয় ছবি যেটি যুক্তরাষ্ট্রের বক্স অফিসে এই সপ্তাহে ২০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে। প্রথম ছবিটি ‘শ্যাং চাই’।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
২ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
২ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে