বিনোদন ডেস্ক

মারা গেছেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তাঁর, খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তাঁর বাবা।
আশি ও নব্বইয়ের দশকে হলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৮৬ সালে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে তাঁর ঝুলিতে জড়ো হয় ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরেউ’, ‘রিয়েল জিনিয়াস’, ‘দ্য সেন্ট’, ‘টম্বস্টোন’-এর মতো সিনেমা।
১৯৯১ সালে ‘দ্য ডোরস’ সিনেমায় রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন কিলমার। অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করে, প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ভ্যাল। এই একটি মাত্র সিনেমাতেই ব্যাটম্যান হয়েছিলেন তিনি।
১৯৮৮ সালে ভ্যাল কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে কিলমারের।
বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন ভ্যাল কিলমার। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালের জুলাইয়ে তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল কিলমারকে।

মারা গেছেন মার্কিন অভিনেতা ভ্যাল কিলমার। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয় তাঁর, খবরটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। ‘ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতার বয়স হয়েছিল ৬৫ বছর। বেশ কয়েক বছর ধরে তিনি গলার ক্যানসারে ভুগছিলেন। ভ্যাল কিলমারের মেয়ে মার্সিডিজ কিলমার জানিয়েছেন, নিউমোনিয়ার কারণে শেষের দিকে আর লড়াই চালিয়ে যেতে পারছিলেন না তাঁর বাবা।
আশি ও নব্বইয়ের দশকে হলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন ভ্যাল কিলমার। ১৯৮৪ সালের ‘টপ সিক্রেট’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন তিনি। ১৯৮৬ সালে টম ক্রুজের সঙ্গে অভিনয় করেন ‘টপ গান’ সিনেমায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একে একে তাঁর ঝুলিতে জড়ো হয় ‘হিট’, ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরেউ’, ‘রিয়েল জিনিয়াস’, ‘দ্য সেন্ট’, ‘টম্বস্টোন’-এর মতো সিনেমা।
১৯৯১ সালে ‘দ্য ডোরস’ সিনেমায় রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় করেন কিলমার। অডিশনের আগে মরিসনের সব গানের কথা মুখস্থ করে, প্রায় এক বছর ধরে গায়কের মতো পোশাক পরে তিনি এই চরিত্রে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। ১৯৯৫ সালের ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেন ভ্যাল। এই একটি মাত্র সিনেমাতেই ব্যাটম্যান হয়েছিলেন তিনি।
১৯৮৮ সালে ভ্যাল কিলমার বিয়ে করেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ানে হোলিকে। ১৯৯৬ সালে বিচ্ছেদ হয় তাঁদের। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৫ সালে কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে কিলমারের।
বিরতি ভেঙে ২০২১ সালের ‘টপ গান: ম্যাভেরিক’-এ অভিনয় করেছিলেন ভ্যাল কিলমার। তবে গলার ক্যানসারের কারণে তখন তিনি কথা বলতে পারতেন না। ২০২১ সালের জুলাইয়ে তাঁর জীবন নিয়ে তৈরি তথ্যচিত্র ‘ভাল’ দেখানো হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। সেই সময় ব্রিদিং টিউব (শ্বাস নেওয়ার বিশেষ যন্ত্র) নিয়ে প্রিমিয়ারে যোগ দিতে দেখা গিয়েছিল কিলমারকে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৮ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৮ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৮ ঘণ্টা আগে