আনিকা কবির শখ অনেক দিন অভিনয়ে ছিলেন না। বিয়ে, সংসার আর সন্তানের দিকেই দিয়েছিলেন পুরো মনোযোগ। দুই বছরের বেশি সময়ের বিরতির পর এবার ঈদের নাটকে দেখা যাবে শখকে। অভিনেত্রী জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে শখকে।
জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ নাটক দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফেরেন শখ। এতে তাঁর নায়ক যাহের আলভী। এ ছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন শখ। এ দুই নাটকে শখের নায়ক শামীম হাসান সরকার।
ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা যাবে তিনটি গানের সঙ্গে পারফর্ম করতে। এটিএন বাংলা ও বিটিভিতেও থাকছে শখের পারফরম্যান্স। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তা ছাড়া, এবারের ঈদ আমার কাছে খুব স্পেশাল। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদ্যাপন করতে যাচ্ছি।’
আনিকা কবির শখ অনেক দিন অভিনয়ে ছিলেন না। বিয়ে, সংসার আর সন্তানের দিকেই দিয়েছিলেন পুরো মনোযোগ। দুই বছরের বেশি সময়ের বিরতির পর এবার ঈদের নাটকে দেখা যাবে শখকে। অভিনেত্রী জানিয়েছেন, এবার ঈদ উপলক্ষে তিনটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠান এবং একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও দেখা যাবে শখকে।
জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ নাটক দিয়ে অনেক দিন পর অভিনয়ে ফেরেন শখ। এতে তাঁর নায়ক যাহের আলভী। এ ছাড়া বিশ্বজিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন শখ। এ দুই নাটকে শখের নায়ক শামীম হাসান সরকার।
ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা যাবে তিনটি গানের সঙ্গে পারফর্ম করতে। এটিএন বাংলা ও বিটিভিতেও থাকছে শখের পারফরম্যান্স। আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে।
শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। ঈদের তিনটি নাচের অনুষ্ঠানেও অংশ নিয়েছি। সবমিলিয়ে এবারের ঈদ উৎসবে আমি আছি বেশ ভালোভাবেই। তা ছাড়া, এবারের ঈদ আমার কাছে খুব স্পেশাল। কারণ এবারই প্রথম আমি আমার মেয়ের সঙ্গে প্রথম ঈদ উদ্যাপন করতে যাচ্ছি।’
বিনোদনজগতে এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে ডিপফেক। ডিপফেকের মাধ্যমে তারকাদের ছবি ও ভিডিও কারসাজি করে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্টারনেটে। এত সূক্ষ্মভাবে এসব তৈরি করা হচ্ছে যে বেশির ভাগ ক্ষেত্রে আসল-নকলের পার্থক্য করা কঠিন হয়ে পড়ে।
৫ ঘণ্টা আগেমুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির কবলে পড়ে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘তাণ্ডব’। এ নিয়ে সিনেমার প্রযোজক ও নির্মাতা প্রতিবাদ জানালেও চুপ ছিলেন শাকিব খান। অবশেষে নীরবতা ভেঙে পাইরেসির বিরুদ্ধে কথা বললেন ঢাকাই সিনেমার এই নায়ক।
৫ ঘণ্টা আগেজিসু, জেনি, রোজে ও লিসা—চার সদস্যের দল ‘ব্ল্যাকপিঙ্ক’। দক্ষিণ কোরিয়ার এ নারী ব্যান্ডের শুরু ২০১৬ সালে। মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে তাদের গান। ব্ল্যাকপিঙ্কের কনসার্ট ঘিরে বাড়তে থাকে ভক্তদের উন্মাদনা।
৫ ঘণ্টা আগেকাজের নির্দিষ্ট সময়সীমা নিয়ে প্রশ্ন উঠেছে বলিউডে। অনেকে এই দাবির সঙ্গে একমত পোষণ করলেও কেউ কেউ এমন দাবিকে অযৌক্তিক বলছেন। এবার এ নিয়ে কথা বললেন সোনাক্ষী সিনহা।
১৮ ঘণ্টা আগে