
গত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ২.৫৫ কোটি রুপি। ২০০৯ সালের পর এটি অক্ষয়ের সর্বনিম্ন ওপেনিং। ব্যর্থতার দায় এবার নিজের কাঁধে নিলেন অক্ষয় কুমার। টেলিভিশন শো ‘আজতক’ এ দেওয়া অক্ষয়ের সাক্ষাৎকারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
অক্ষয় কুমার বলেন ‘এমনটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ হয়েছিল আমার। এরপর এমন একটা সময় গেছে যখন আমার পরপর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা কয়েকটি ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গেছে। ফলে সেই অনুযায়ী নিজেকেও বদলাতে হবে। নতুন করে সব শুরু করতে হবে, কারণ দর্শকেরা নতুন কিছু দেখতে চাইছে।’
এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে অক্ষয় বলেন, ‘এটা একটা বড় অ্যালার্ম। যদি আপনার সিনেমা না চলে, তাহলে সেটা আপনার ভুল। যখন একটানা আপনার ছবি ফ্লপ হতে থাকে, তখন এর অর্থ হল আপনার নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করছি আমাকে বদলানোর। আমি তো এখন এটাই করতে পারি।’
সিনেমা ফ্লপের দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় বলেন, ‘কেউ দর্শকদের দায়ী করবেন না। এটা শতভাগ আমার দোষ। আমি ভুল সিনেমা বাছাই করেছি, এখানে দর্শকদের কোনো দোষ নেই।’
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ছাড়াও আরও অভিনয় করেছেন–ইমরান হাশমি, নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘ওএমজি: ওহ মাই গড ২ ’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া, ‘ক্যাপসুল গিল’ এবং হেরা ফেরি সিরিজের পরবর্তী সিরিজের চলচ্চিত্র রয়েছে। দেখা যাক অক্ষয় কুমার তাঁর ভাগ্য ফেরাতে পারেন কিনা।

গত শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সিনেমা ‘সেলফি’। কিন্তু বক্স অফিসে হতাশ করছে সিনেমাটি। প্রথম দিনে ‘সেলফি’ আয় করেছে মাত্র ২.৫৫ কোটি রুপি। ২০০৯ সালের পর এটি অক্ষয়ের সর্বনিম্ন ওপেনিং। ব্যর্থতার দায় এবার নিজের কাঁধে নিলেন অক্ষয় কুমার। টেলিভিশন শো ‘আজতক’ এ দেওয়া অক্ষয়ের সাক্ষাৎকারের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
অক্ষয় কুমার বলেন ‘এমনটা আমার সঙ্গে প্রথমবার হচ্ছে না। ক্যারিয়ারের একটা সময় এক টানা ১৬টা ছবি ফ্লপ হয়েছিল আমার। এরপর এমন একটা সময় গেছে যখন আমার পরপর ৮টা ছবি বক্স অফিসে চলেনি। এখন আবার টানা কয়েকটি ছবি বক্স অফিসে চলল না। এটা সম্পূর্ণ আমার ভুলের জন্যই হচ্ছে। দর্শক বদলে গেছে। ফলে সেই অনুযায়ী নিজেকেও বদলাতে হবে। নতুন করে সব শুরু করতে হবে, কারণ দর্শকেরা নতুন কিছু দেখতে চাইছে।’
এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বিষয়ে অক্ষয় বলেন, ‘এটা একটা বড় অ্যালার্ম। যদি আপনার সিনেমা না চলে, তাহলে সেটা আপনার ভুল। যখন একটানা আপনার ছবি ফ্লপ হতে থাকে, তখন এর অর্থ হল আপনার নিজেকে বদলাতে হবে। আমি চেষ্টা করছি আমাকে বদলানোর। আমি তো এখন এটাই করতে পারি।’
সিনেমা ফ্লপের দায় নিজের কাঁধে নিয়ে অক্ষয় বলেন, ‘কেউ দর্শকদের দায়ী করবেন না। এটা শতভাগ আমার দোষ। আমি ভুল সিনেমা বাছাই করেছি, এখানে দর্শকদের কোনো দোষ নেই।’
রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ মালায়লাম ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক। এই সিনেমায় অক্ষয়–ছাড়াও আরও অভিনয় করেছেন–ইমরান হাশমি, নুসরাত ভরুচা, ডায়না পেন্টি প্রমুখ। এ ছাড়াও অতিথি চরিত্রে দেখা গেছে ম্রুনাল ঠাকুরকে। সিনেমাটির প্রযোজনা করেছে ধর্ম প্রোডাকশন, পৃথ্বীরাজ প্রোডাকশন, ম্যাজিক ফ্রেম এবং কেপ অফ গুড ফিল্মস।
সামনে মুক্তির অপেক্ষায় আছে ‘ওএমজি: ওহ মাই গড ২ ’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া, ‘ক্যাপসুল গিল’ এবং হেরা ফেরি সিরিজের পরবর্তী সিরিজের চলচ্চিত্র রয়েছে। দেখা যাক অক্ষয় কুমার তাঁর ভাগ্য ফেরাতে পারেন কিনা।

প্রতি বছর শীতের মৌসুমে নতুনভাবে জেগে ওঠে সংগীতাঙ্গন। এ সময়ে শহরে গ্রামে আয়োজিত হয় গানের অনুষ্ঠান। শিল্পীরা ব্যস্ত সময় কাটান ইনডোর ও আউটডোরে আয়োজিত এসব কনসার্টে। শ্রোতারাও সামনাসামনি প্রিয় শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স উপভোগের সুযোগ পান।
২১ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ প্রিমিয়ার হবে আহমেদ হাসান সানি পরিচালিত বাংলাদেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক...
২১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দুই শুক্রবার মুক্তি পায়নি কোনো সিনেমা। অবশেষে তৃতীয় শুক্রবার থেকে নতুন সিনেমার পোস্টার পড়ল প্রেক্ষাগৃহে। দেশের সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’র সঙ্গে মুক্তি পাচ্ছে স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা পরিচালিত অ্যানিমেশন সিনেমা ‘সুলতানাস ড্রিম’।
২১ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে