বিনোদন প্রতিবেদক, ঢাকা

পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বয়সের কারণে এখন কমিয়ে দিয়েছেন কাজ। মাঝেমধ্যে ছোট পর্দায় দেখা গেলেও সিনেমায় একেবারেই দেখা যায় না তাঁকে। এক দশকের বেশি সময় আগে সিনেমা থেকে সরে আসা এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা। অনেক সিনেমায় তাঁকে ঠিকমতো দেওয়া হতো না পারিশ্রমিক! পরিচালকদের কাছে এখনো পাওনা রয়েছে ৩৪ লাখ টাকা।
গত ৩০ জুলাই সাংবাদিকদের সঙ্গে উত্তরার নিজ বাসভবনে কথা বলেছেন ডলি জহুর। সে সময় তিনি আক্ষেপ প্রকাশ করেন সিনেমার বকেয়া পারিশ্রমিক নিয়ে। ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি, এটা সত্যি কথা। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারা জীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না! ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।’
ডলি জহুরের স্বামী যখন ক্যানসারে আক্রান্ত, সেই সময়েও পরিচালকদের কাছ থেকে নিজের পাওনা টাকা পাননি তিনি। সেই সময়টাতে অনেক চেষ্টা করেছিলেন পাওনা টাকা তোলার। কিন্তু কেউ টাকা পরিশোধ করেননি। ডলি জহুর বলেন, ‘আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে, সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে। স্বামীর অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি, “কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব।” আমার পাওনা টাকা, যাঁকে দায়িত্ব দিলাম, তাঁর কাছেও টাকা পেতাম। এরপর ওই লোক তো আর যোগাযোগই করেননি, নিজেও কোনো টাকা দেননি। এমন দুঃসময়ে ইন্ডাস্ট্রি থেকে এক টাকাও পাইনি।’
আক্ষেপ করে ডলি জহুর জানান, যাঁদের কাছে তিনি টাকা পেতেন, তাঁদের মধ্যে কেউ কেউ বেঁচে নেই, আবার কেউ কেউ খুবই অসুস্থ। তাই এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জহুর। তাঁদের নাম প্রকাশ করে অসম্মানও করেননি কখনো।

পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—সব মাধ্যমেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। অভিনয় করে একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বয়সের কারণে এখন কমিয়ে দিয়েছেন কাজ। মাঝেমধ্যে ছোট পর্দায় দেখা গেলেও সিনেমায় একেবারেই দেখা যায় না তাঁকে। এক দশকের বেশি সময় আগে সিনেমা থেকে সরে আসা এই অভিনেত্রী জানালেন আক্ষেপের কথা। অনেক সিনেমায় তাঁকে ঠিকমতো দেওয়া হতো না পারিশ্রমিক! পরিচালকদের কাছে এখনো পাওনা রয়েছে ৩৪ লাখ টাকা।
গত ৩০ জুলাই সাংবাদিকদের সঙ্গে উত্তরার নিজ বাসভবনে কথা বলেছেন ডলি জহুর। সে সময় তিনি আক্ষেপ প্রকাশ করেন সিনেমার বকেয়া পারিশ্রমিক নিয়ে। ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি, এটা সত্যি কথা। মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারা জীবন শুনতে হয়েছে, আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না! ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।’
ডলি জহুরের স্বামী যখন ক্যানসারে আক্রান্ত, সেই সময়েও পরিচালকদের কাছ থেকে নিজের পাওনা টাকা পাননি তিনি। সেই সময়টাতে অনেক চেষ্টা করেছিলেন পাওনা টাকা তোলার। কিন্তু কেউ টাকা পরিশোধ করেননি। ডলি জহুর বলেন, ‘আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে, সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে। স্বামীর অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি, “কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে নিয়ে ব্যাংককে যাব।” আমার পাওনা টাকা, যাঁকে দায়িত্ব দিলাম, তাঁর কাছেও টাকা পেতাম। এরপর ওই লোক তো আর যোগাযোগই করেননি, নিজেও কোনো টাকা দেননি। এমন দুঃসময়ে ইন্ডাস্ট্রি থেকে এক টাকাও পাইনি।’
আক্ষেপ করে ডলি জহুর জানান, যাঁদের কাছে তিনি টাকা পেতেন, তাঁদের মধ্যে কেউ কেউ বেঁচে নেই, আবার কেউ কেউ খুবই অসুস্থ। তাই এই টাকার আশা ছেড়ে দিয়েছেন ডলি জহুর। তাঁদের নাম প্রকাশ করে অসম্মানও করেননি কখনো।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে