
দীর্ঘ সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের অরাজকতা নিয়েও সরব হয়েছেন বারবার। ফলে নানা ঝামেলায়ও পড়তে হয়েছে তাঁকে।
তবে সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এমনটাই দাবি অভিনেতার। অপপ্রচার না করে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলে তাঁকে গ্রেপ্তার করতে বলেছেন ইলিয়াস কাঞ্চন।
গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা দাবি করেন, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের ভিত্তিতেই নিরাপদ সড়ক নিয়ে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এর আগে নিরাপদ সড়কের জন্য মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না।
এমন বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে সভা বয়কট করে চলে যান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে।
বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়া চক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তাঁরা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। নতুন সরকার এসেছে, কিন্তু চক্রান্ত আজও শেষ হয়নি।’
কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিভিন্ন চক্র আমাকে রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। বলা হচ্ছে আমি আওয়ামী লীগ করি। আমি কোনো দল করি না। এর পরও আমাকে বলা হয় আমি অমুক দল করি তমুক দল করি। তাহলে আমাকে গ্রেপ্তার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবু অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।’

দীর্ঘ সময় ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। সড়কের বিভিন্ন সমস্যা ও পরিবহন মালিকদের অরাজকতা নিয়েও সরব হয়েছেন বারবার। ফলে নানা ঝামেলায়ও পড়তে হয়েছে তাঁকে।
তবে সম্প্রতি ইলিয়াস কাঞ্চনের সঙ্গে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে, এমনটাই দাবি অভিনেতার। অপপ্রচার না করে আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকলে তাঁকে গ্রেপ্তার করতে বলেছেন ইলিয়াস কাঞ্চন।
গতকাল জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা দাবি করেন, ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবির আন্দোলনের ভিত্তিতেই নিরাপদ সড়ক নিয়ে জন-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এর আগে নিরাপদ সড়কের জন্য মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না।
এমন বক্তব্য শুনে সঙ্গে সঙ্গে সভা বয়কট করে চলে যান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে চালিয়ে নেওয়া তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় আজ সরকারিভাবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ পালিত হচ্ছে। কিন্তু একটি মহল বিষয়টি অস্বীকার করছে।
বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নিজ কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন ইলিয়াস কাঞ্চন। সেখানে তিনি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলন করতে গিয়ে আমাকে শাজাহান খান গংদের মতো মাফিয়া চক্রের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। শুধু তাই নয়, আমার ছবি টাঙিয়ে তাঁরা জুতা নিক্ষেপ করেছেন। আমার ছবিতে ঝাড়ু দিয়ে পিটিয়েছেন। নতুন সরকার এসেছে, কিন্তু চক্রান্ত আজও শেষ হয়নি।’
কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন দাবি করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিভিন্ন চক্র আমাকে রাজনৈতিক ট্যাগ দিচ্ছেন। বলা হচ্ছে আমি আওয়ামী লীগ করি। আমি কোনো দল করি না। এর পরও আমাকে বলা হয় আমি অমুক দল করি তমুক দল করি। তাহলে আমাকে গ্রেপ্তার করুন। আপনাদের ক্ষমতা দেখান। তবু অপপ্রচার চালাবেন না। আমি দেশবাসীর কাছে এই অপপ্রচারের বিচার চাই।’

তিনি জানান, কান চলচ্চিত্র উৎসবে সমুদ্রসৈকতে দর্শকেরা চলচ্চিত্র উপভোগ করেন। এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেই সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। এতে সহযোগিতা করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।
১২ ঘণ্টা আগে
বাঙালি মুসলমান নারী জাগরণের অন্যতম পথিকৃৎ বেগম রোকেয়ার ‘সুলতানাস ড্রিম’ উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন স্প্যানিশ নারী নির্মাতা ইসাবেল হারগুয়েরা। ২০২৩ সালে ৮৬ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমার প্রিমিয়ার হয় স্পেনের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে। ওই বছর স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায়...
১ দিন আগে
মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল মেঘদূত নাট্য সম্প্রদায়। নাম ‘শায়েস্তা খাঁর পরী’। এটি দলের ২১তম প্রযোজনা। ১৯ জানুয়ারি রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।
১ দিন আগে
বছরের শুরুতে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৪ জানুয়ারি রাত ১২টায় মুক্তি পাবে ‘আঁতকা’ নামের এই সিরিজ। পারিবারিক প্রেক্ষাপটের আশ্রয়ে নানান টুইস্ট রাখা হয়েছে এতে। রাবা খানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিরিজটি নির্মাণ করেছেন আরাফাত মহসীন নিধি।
১ দিন আগে