
শ্যাম বেনেগালের পরিচালনায় বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান। এই ছবিতে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন। আজ সোমবার এফডিসিতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান।
মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খানসেনাদের বর্বর সামরিক হামলা পরিচালনা করেন। এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়ে থাকে।
আর এই চরিত্রে দেখা যাবে জায়েদকে। ছবিটির জন্য মুম্বাইতে অডিশন দিয়েছেন বলে জানান জায়েদ। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্নের অংশ হতে পারছেন বলে এটাকে অভিনয় ক্যারিয়ারে সেরা প্রাপ্তি বলে মনে করেন।
তিনি বলেন, ‘অডিশনের জন্য বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলাম। সেখানেই অডিশন দিয়েছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। যে চরিত্রই হোক। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই আমার জন্য অনেক বড় কিছু। এ জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক না নিয়ে মাত্র ১ টাকায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’
বাংলাদেশে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শেষ দফার কাজ। গতকাল ২১ নভেম্বর শুরু হয় এই শুটিং। জানা যায়, আজ (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ। তিনি আগামী ৫ ডিসেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্য ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।
বর্তমানে ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগালসহ পুরো টিম। আগামী বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।

শ্যাম বেনেগালের পরিচালনায় বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান। এই ছবিতে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন। আজ সোমবার এফডিসিতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান।
মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খানসেনাদের বর্বর সামরিক হামলা পরিচালনা করেন। এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়ে থাকে।
আর এই চরিত্রে দেখা যাবে জায়েদকে। ছবিটির জন্য মুম্বাইতে অডিশন দিয়েছেন বলে জানান জায়েদ। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্নের অংশ হতে পারছেন বলে এটাকে অভিনয় ক্যারিয়ারে সেরা প্রাপ্তি বলে মনে করেন।
তিনি বলেন, ‘অডিশনের জন্য বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলাম। সেখানেই অডিশন দিয়েছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। যে চরিত্রই হোক। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই আমার জন্য অনেক বড় কিছু। এ জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক না নিয়ে মাত্র ১ টাকায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’
বাংলাদেশে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শেষ দফার কাজ। গতকাল ২১ নভেম্বর শুরু হয় এই শুটিং। জানা যায়, আজ (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ। তিনি আগামী ৫ ডিসেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।
২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্য ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।
বর্তমানে ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগালসহ পুরো টিম। আগামী বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৬ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৬ ঘণ্টা আগে