Ajker Patrika

বর্বর টিক্কা খানের চরিত্রে জায়েদ খান, ১ টাকা পারিশ্রমিক

আপডেট : ২২ নভেম্বর ২০২১, ২২: ৩৫
বর্বর টিক্কা খানের চরিত্রে জায়েদ খান, ১ টাকা পারিশ্রমিক

শ্যাম বেনেগালের পরিচালনায় বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করছেন চিত্রনায়ক জায়েদ খান। এই ছবিতে তিনি টিক্কা খানের চরিত্রে অভিনয় করবেন। আজ সোমবার এফডিসিতে ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খান।

মুক্তিযুদ্ধের সময় টিক্কা খান পূর্ব পাকিস্তানের প্রধান সামরিক শাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তখন তিনি নিরস্ত্র নিরীহ বাঙালিদের ওপর খানসেনাদের বর্বর সামরিক হামলা পরিচালনা করেন। এ জন্য তাকে ‘বাংলার কসাই’ বলা হয়ে থাকে।

আর এই চরিত্রে দেখা যাবে জায়েদকে। ছবিটির জন্য মুম্বাইতে অডিশন দিয়েছেন বলে জানান জায়েদ। তিনি মনে করেন, বঙ্গবন্ধুর বায়োপিক একটা স্বপ্নের প্রকল্প। সেই স্বপ্নের অংশ হতে পারছেন বলে এটাকে অভিনয় ক্যারিয়ারে সেরা প্রাপ্তি বলে মনে করেন।

তিনি বলেন, ‘অডিশনের জন্য বেশ কিছুদিন মুম্বাইয়ে ছিলাম। সেখানেই অডিশন দিয়েছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। যে চরিত্রই হোক। এই ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়াই আমার জন্য অনেক বড় কিছু। এ জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক না নিয়ে মাত্র ১ টাকায় এতে চুক্তিবদ্ধ হয়েছি।’

টিক্কা খানবাংলাদেশে শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শেষ দফার কাজ। গতকাল ২১ নভেম্বর শুরু হয় এই শুটিং। জানা যায়, আজ (২২ নভেম্বর) রাজধানীর বিএফডিসিতে এই চলচ্চিত্রের ডিরেক্টর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছেন জায়েদ। তিনি আগামী ৫ ডিসেম্বর ছবিটির শুটিংয়ে অংশ নেবেন।

২০২০ সালের জানুয়ারি থেকে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় দৃশ্য ধারণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ ছবিতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। এ ছাড়া শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে এতে অভিনয় করছেন।

বর্তমানে ছবির পরবর্তী অংশের শুটিংয়ের জন্য বাংলাদেশে রয়েছেন শ্যাম বেনেগালসহ পুরো টিম। আগামী বছর ছবিটি মুক্তির কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত