
নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।
মনোজ ও তিশা এ সময়ের টিভি পর্দায় জনপ্রিয় মুখ। টিভি ছাপিয়ে ওয়েব কনটেন্টেও তাঁদের গ্রহণযোগ্যতা ভালো। তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ নামের টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার মনোজ-তিশা পাশাপাশি দাঁড়াচ্ছেন ‘লোহার তরি’তে।
নির্মাতা সঞ্চয় সমদ্দারের তৃতীয় ওয়েব ফিল্ম এটি। তিনি বলেন, ‘লোহার তরি হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চেই শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই ঘটবে অনেক ঘটনা। একটি মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ ঘটনা নিয়েই সিরিজের গল্প।’
এই মেয়ের চরিত্রে অভিনয় করবেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মের গল্পটা হচ্ছে নারীকেন্দ্রিক। আমি যে চরিত্রটা করছি, সেই চরিত্রটা ধরেই এগিয়েছে গল্প। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে নানা প্রতিকূলতা থেকে সারভাইভ করে, তা-ই দেখানো হবে এই সিরিজে।’
আজ থেকে সদরঘাটে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে বরিশালের দিকে। পথে চলতে চলতেই হবে শুটিং। টানা সাত দিন লঞ্চেই শুটিং হবে। মাঝেমধ্যে লঞ্চ থামিয়ে নদীর দুই তীরের নির্দিষ্ট কিছু লোকেশনেও চলবে কাজ।
সাত দিনের শুটিং শেষে সম্পাদনা পর্ব পেরিয়ে ‘লোহার তরি’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে আরও অভিনয় করবেন শাহজাহান সম্রাট, শাহেদ আলী সুজনসহ অনেকে।

নদীতে ভেসে চলা একটি লঞ্চ, একটা রাত, অনেক রকম সংকট আর কয়েকটি চরিত্র—এ নিয়েই ‘লোহার তরি’ সিরিজ। নির্মাতা সঞ্জয় সমদ্দারের আগামী ওয়েব সিরিজ এটি। থ্রিলার ঘরানার এই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনোজ প্রামাণিক ও তানজিন তিশা।
মনোজ ও তিশা এ সময়ের টিভি পর্দায় জনপ্রিয় মুখ। টিভি ছাপিয়ে ওয়েব কনটেন্টেও তাঁদের গ্রহণযোগ্যতা ভালো। তানিম রহমান অংশুর ‘সাহসিকা’ নামের টেলিফিল্মে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। এর আগেও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এবার মনোজ-তিশা পাশাপাশি দাঁড়াচ্ছেন ‘লোহার তরি’তে।
নির্মাতা সঞ্চয় সমদ্দারের তৃতীয় ওয়েব ফিল্ম এটি। তিনি বলেন, ‘লোহার তরি হচ্ছে একটি লঞ্চ ও এক রাতের গল্প। লঞ্চেই শুরু, লঞ্চেই শেষ হবে। এর মধ্যেই ঘটবে অনেক ঘটনা। একটি মেয়ের সঙ্গে ঘটা দুর্বিষহ ঘটনা নিয়েই সিরিজের গল্প।’
এই মেয়ের চরিত্রে অভিনয় করবেন তানজিন তিশা। তিনি বলেন, ‘এই ওয়েব ফিল্মের গল্পটা হচ্ছে নারীকেন্দ্রিক। আমি যে চরিত্রটা করছি, সেই চরিত্রটা ধরেই এগিয়েছে গল্প। একটি মেয়ের উত্থান-পতনের গল্প। নিজের অবস্থান থেকে মেয়েটি কীভাবে নানা প্রতিকূলতা থেকে সারভাইভ করে, তা-ই দেখানো হবে এই সিরিজে।’
আজ থেকে সদরঘাটে শুরু হচ্ছে এই ওয়েব ফিল্মের শুটিং। সদরঘাট থেকে লঞ্চ ছেড়ে যাবে বরিশালের দিকে। পথে চলতে চলতেই হবে শুটিং। টানা সাত দিন লঞ্চেই শুটিং হবে। মাঝেমধ্যে লঞ্চ থামিয়ে নদীর দুই তীরের নির্দিষ্ট কিছু লোকেশনেও চলবে কাজ।
সাত দিনের শুটিং শেষে সম্পাদনা পর্ব পেরিয়ে ‘লোহার তরি’ ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। এতে আরও অভিনয় করবেন শাহজাহান সম্রাট, শাহেদ আলী সুজনসহ অনেকে।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
১১ ঘণ্টা আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
১৮ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
১৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
১৮ ঘণ্টা আগে