
১৯৮৬ সালের কথা। মাসুম পারভেজ রুবেলের বয়স তখন ২৪ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করতে এলেন রুবেল। শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবি দিয়ে শুরু হলো তাঁর নায়কজীবন।
এরপর ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘ঘাতক’সহ দুই শরও বেশি ছবির নায়ক হয়েছেন রুবেল। কিন্তু অনেক দর্শক তাঁকে মনে রেখেছে ‘লড়াকু’ নায়ক হিসেবেই।
এত বছর পর সেই ‘লড়াকু’ ছবি রিমেক করতে যাচ্ছেন রুবেল। এবার শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করবেন তিনি। রুবেল জানিয়েছেন, ছবির নায়ক-নায়িকা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নভেম্বরের শেষদিকে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
রুবেল বলেন, ‘বাংলা ছবির ইতিহাসে “লড়াকু” খুবই গুরুত্বপূর্ণ ছবি। আমার ক্ষেত্রে তো অবশ্যই, আরও কয়েকজন অভিনেতার ক্যারিয়ার তৈরি হয়েছিল এ ছবি দিয়ে। শহিদুল ইসলাম খোকনও এ ছবির মাধ্যমে গ্রহণযোগ্যতা পান। তাই নতুন করে নির্মাণের আগে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।’
এত বছর আগের গল্পকে এ সময়ের প্রেক্ষাপটে আধুনিকভাবে উপস্থাপন করাটাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে রুবেলের। ছবির অ্যাকশনে মার্শাল আর্টের ব্যবহার থাকবে বলে জানিয়েছেন তিনি।
পরিচালনায় অবশ্য রুবেল এবারই প্রথম নন। এর আগে ‘বাঘের থাবা’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘অন্ধকারে চিতা’সহ ১৭টি ছবি বানিয়েছেন তিনি।
২০১৬ সালে একবার ‘লড়াকু’ রিমেকের উদ্যোগ নিয়েছিলেন রুবেল। তখন ছবির নির্মাতা হিসেবে ঘোষণা করা হয়েছিল ইফতেখার চৌধুরীর নাম। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণাতেই আটকে গিয়েছিল ছবিটি।

১৯৮৬ সালের কথা। মাসুম পারভেজ রুবেলের বয়স তখন ২৪ বছর। বিশ্ববিদ্যালয়ে পড়েন। বড় ভাই সোহেল রানার হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করতে এলেন রুবেল। শহিদুল ইসলাম খোকনের ‘লড়াকু’ ছবি দিয়ে শুরু হলো তাঁর নায়কজীবন।
এরপর ‘উদ্ধার’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘ঘাতক’সহ দুই শরও বেশি ছবির নায়ক হয়েছেন রুবেল। কিন্তু অনেক দর্শক তাঁকে মনে রেখেছে ‘লড়াকু’ নায়ক হিসেবেই।
এত বছর পর সেই ‘লড়াকু’ ছবি রিমেক করতে যাচ্ছেন রুবেল। এবার শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনা ও পরিচালনাও করবেন তিনি। রুবেল জানিয়েছেন, ছবির নায়ক-নায়িকা এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে। নভেম্বরের শেষদিকে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি।
রুবেল বলেন, ‘বাংলা ছবির ইতিহাসে “লড়াকু” খুবই গুরুত্বপূর্ণ ছবি। আমার ক্ষেত্রে তো অবশ্যই, আরও কয়েকজন অভিনেতার ক্যারিয়ার তৈরি হয়েছিল এ ছবি দিয়ে। শহিদুল ইসলাম খোকনও এ ছবির মাধ্যমে গ্রহণযোগ্যতা পান। তাই নতুন করে নির্মাণের আগে অনেক হিসাব-নিকাশ করতে হচ্ছে।’
এত বছর আগের গল্পকে এ সময়ের প্রেক্ষাপটে আধুনিকভাবে উপস্থাপন করাটাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে হচ্ছে রুবেলের। ছবির অ্যাকশনে মার্শাল আর্টের ব্যবহার থাকবে বলে জানিয়েছেন তিনি।
পরিচালনায় অবশ্য রুবেল এবারই প্রথম নন। এর আগে ‘বাঘের থাবা’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘অন্ধকারে চিতা’সহ ১৭টি ছবি বানিয়েছেন তিনি।
২০১৬ সালে একবার ‘লড়াকু’ রিমেকের উদ্যোগ নিয়েছিলেন রুবেল। তখন ছবির নির্মাতা হিসেবে ঘোষণা করা হয়েছিল ইফতেখার চৌধুরীর নাম। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণাতেই আটকে গিয়েছিল ছবিটি।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৯ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৯ ঘণ্টা আগে