
শানারেই দেবী শানু, মৌটুসী বিশ্বাস ও শর্মিমালা–তিনজনই টিভি পর্দার নিয়মিত মুখ। এরই মধ্যে টিভি নাটকের গণ্ডি থেকে বেরিয়ে তাঁরা অভিনয় করেছেন চলচ্চিত্রে। পেয়েছেন সাফল্য। এবার এই তিনজনকে দেখা যাবে একই ছবিতে। ছবির নাম ‘ঢেউ’। বানিয়েছেন সুবর্ণা সেঁজুতি টুসি।
শানারেই দেবী শানু ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। ২০০৫ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। ২০১৮ সালে প্রথমবার খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেন শানু।
আর মৌটুসী বিশ্বাস অভিনীত প্রথম ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’। এরপর মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’ নামের দুটি ছবিতে কাজ করেন মৌটুসী।
অন্যদিকে শর্মিমালা টিভি নাটক ও চলচ্চিত্রে তেমন নিয়মিত নন। মঞ্চনাটক নিয়েই তাঁর ব্যস্ততা বেশি। তবে চলচ্চিত্রে হাজির হয়ে এরই মধ্যে দেখিয়েছেন চমক। গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার।
শানু, মৌটুসী ও শর্মিমালা–এই তিনজনের এক ছবিতে এক হওয়ার ঘটনা এই প্রথম। তাঁদের এক করেছে ‘ঢেউ’। ছবির শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানিয়েছেন, বাংলাদেশি কবি, গল্পকার ও বিজ্ঞানী পূরবী বসুর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘ঢেউ’ ছবির চিত্রনাট্য।
নির্মাতা টুসি বলেন, ‘এখনই এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। যতটুকু বলতে পারি, নারীর গল্পই উঠে এসেছে এই ছবিতে।’
৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘ঢেউ’ তৈরি হয়েছে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব টার্গেট করে। শুটিং শেষে এখন চলছে ‘ঢেউ’-এর সম্পাদনা। কাজ শেষে চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শনের জন্য পাঠানো হবে ছবিটি।
কী নিয়ে ‘ঢেউ’ ছবির গল্প? জানা গেছে, বাংলাদেশে নারীদের সংকট ও আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে এতে। ছবিতে মূলত নারীর পাঁচটি সত্তা বা পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিভিন্ন বয়সের অধ্যায়ে। শানু, মৌটুসী ও শর্মিমালা অভিনয় করেছেন তিনটি অধ্যায়ে। বাকি দুটি চরিত্রে কাজ করেছেন আদৃতা ও মৌসুমী মালেক।

শানারেই দেবী শানু, মৌটুসী বিশ্বাস ও শর্মিমালা–তিনজনই টিভি পর্দার নিয়মিত মুখ। এরই মধ্যে টিভি নাটকের গণ্ডি থেকে বেরিয়ে তাঁরা অভিনয় করেছেন চলচ্চিত্রে। পেয়েছেন সাফল্য। এবার এই তিনজনকে দেখা যাবে একই ছবিতে। ছবির নাম ‘ঢেউ’। বানিয়েছেন সুবর্ণা সেঁজুতি টুসি।
শানারেই দেবী শানু ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়ন। ২০০৫ সাল থেকে তিনি নিয়মিত অভিনয় করছেন টিভি নাটকে। ২০১৮ সালে প্রথমবার খিজির হায়াত খানের ‘মিস্টার বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করেন শানু।
আর মৌটুসী বিশ্বাস অভিনীত প্রথম ছবি ছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’। এরপর মেহের আফরোজ শাওনের ‘কৃষ্ণপক্ষ’ ও আলভী আহমেদের ‘ইউটার্ন’ নামের দুটি ছবিতে কাজ করেন মৌটুসী।
অন্যদিকে শর্মিমালা টিভি নাটক ও চলচ্চিত্রে তেমন নিয়মিত নন। মঞ্চনাটক নিয়েই তাঁর ব্যস্ততা বেশি। তবে চলচ্চিত্রে হাজির হয়ে এরই মধ্যে দেখিয়েছেন চমক। গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ ছবিতে অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার।
শানু, মৌটুসী ও শর্মিমালা–এই তিনজনের এক ছবিতে এক হওয়ার ঘটনা এই প্রথম। তাঁদের এক করেছে ‘ঢেউ’। ছবির শুটিং শেষ হয়েছে এরই মধ্যে। পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসি জানিয়েছেন, বাংলাদেশি কবি, গল্পকার ও বিজ্ঞানী পূরবী বসুর একটি গল্প থেকে অনুপ্রাণিত হয়ে লেখা হয়েছে ‘ঢেউ’ ছবির চিত্রনাট্য।
নির্মাতা টুসি বলেন, ‘এখনই এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাতে চাচ্ছি না। যতটুকু বলতে পারি, নারীর গল্পই উঠে এসেছে এই ছবিতে।’
৪৫ মিনিট দৈর্ঘ্যের ‘ঢেউ’ তৈরি হয়েছে মূলত পৃথিবীর বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব টার্গেট করে। শুটিং শেষে এখন চলছে ‘ঢেউ’-এর সম্পাদনা। কাজ শেষে চলচ্চিত্র উৎসবগুলোয় প্রদর্শনের জন্য পাঠানো হবে ছবিটি।
কী নিয়ে ‘ঢেউ’ ছবির গল্প? জানা গেছে, বাংলাদেশে নারীদের সংকট ও আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে এতে। ছবিতে মূলত নারীর পাঁচটি সত্তা বা পরিস্থিতি তুলে ধরা হয়েছে বিভিন্ন বয়সের অধ্যায়ে। শানু, মৌটুসী ও শর্মিমালা অভিনয় করেছেন তিনটি অধ্যায়ে। বাকি দুটি চরিত্রে কাজ করেছেন আদৃতা ও মৌসুমী মালেক।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৯ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৯ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৯ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৯ ঘণ্টা আগে