খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিংয়ে পাওয়া গেল চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ১ অক্টোবর তাঁর নতুন ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। এ ছবি দিয়ে অনেক দিন পর খুলছে দেশের বেশ কিছু সিনেমা হল। বুবলীর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
প্রায় দুই বছর পর আপনার নতুন ছবি আসছে। কী আশা করছেন? ‘চোখ’ কি সিনেমা হলে দর্শক আনতে পারবে?
‘চোখ’ খুবই ভালো গল্পের একটি ছবি। আসিফ ইকবাল জুয়েল নতুন নির্মাতা হলেও খুব যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমরা লকডাউনের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করেছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সিনেমা হল খুলতে শুরু করেছে। দর্শকেরা হলে আসবেন কি আসবেন না, সেটা পরের ব্যাপার। অন্তত তাঁরা তো এটা জানতে পারছেন যে হল খুলছে। দর্শক এখন নতুন ছবি দেখতে পাবেন—এ খবরটি পজিটিভ।
চোখ নাকি মনের কথা বলে। এই ‘চোখ’ কিসের কথা বলছে?
চোখ দিয়ে তো অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয়, চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে, সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা—সবকিছু নিয়েই ‘চোখ’ ছবিটি। আমার মনে হয়, ছবিটি দর্শকের ভালোই লাগবে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করছে, আপনি নাকি প্রচারণায় সময় দিচ্ছেন না?
এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দুই সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এর বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে অবশ্যই আমি যাব। আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক-দেড় মাস আগেই ডেট দেওয়া। আর ‘চোখ’ ছবিটি যে আগামী ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমার কিছু দায়িত্ব আছে। সে জায়গা থেকে আমি ২৬ সেপ্টেম্বর সারা দিন প্রমোশনের জন্য সময় রেখেছিলাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাইনি। এখন তাঁরা যদি অভিযোগ করেন, আমার কী-ইবা বলার আছে!
এখন পর্যন্ত আপনার যত ছবি মুক্তি পেয়েছে, সবই শাকিব খানের সঙ্গে। এই প্রথম সিনেমা হলে আপনার নায়ক অন্য কেউ। টেনশন হচ্ছে কি?
একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। সেটা আমি করছি। শাকিব খান ছাড়াও অনেক নতুন নায়কের সঙ্গে অভিনয় করছি। এখন যে ছবির শুটিং করছি ‘তালাশ’ নামে, এখানে দুই নায়কের দুজনই নতুন।
‘তালাশ’ ছবির শুটিং তো শেষ পর্যায়ে। কেমন হলো কাজ?
তালাশের শেষ দিনের শুটিং করছি। সৈকত নাসির গুণী নির্মাতা। খুব স্মার্টলি কাজ করছেন। এত রেসপেক্ট নিয়ে কাজ করেন, খুব ভালো লাগে। তালাশের গল্পে একেবারেই নতুন বুবলীকে দেখা যাবে। এটা মিউজিক্যাল একটা ফিল্ম। নভেম্বরের মধ্যে ছবিটি মুক্তি পাবে।

২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় এফডিসিতে সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির শুটিংয়ে পাওয়া গেল চিত্রনায়িকা শবনম বুবলীকে। আগামী ১ অক্টোবর তাঁর নতুন ছবি ‘চোখ’ মুক্তি পাচ্ছে। এ ছবি দিয়ে অনেক দিন পর খুলছে দেশের বেশ কিছু সিনেমা হল। বুবলীর সাক্ষাৎকার নিয়েছেন খায়রুল বাসার নির্ঝর।
প্রায় দুই বছর পর আপনার নতুন ছবি আসছে। কী আশা করছেন? ‘চোখ’ কি সিনেমা হলে দর্শক আনতে পারবে?
‘চোখ’ খুবই ভালো গল্পের একটি ছবি। আসিফ ইকবাল জুয়েল নতুন নির্মাতা হলেও খুব যত্ন নিয়ে বানিয়েছেন ছবিটি। আমরা লকডাউনের মধ্যে অনেক সীমাবদ্ধতা নিয়ে শুটিং করেছি। দীর্ঘ দিন বন্ধ থাকার পর এখন আস্তে আস্তে সিনেমা হল খুলতে শুরু করেছে। দর্শকেরা হলে আসবেন কি আসবেন না, সেটা পরের ব্যাপার। অন্তত তাঁরা তো এটা জানতে পারছেন যে হল খুলছে। দর্শক এখন নতুন ছবি দেখতে পাবেন—এ খবরটি পজিটিভ।
চোখ নাকি মনের কথা বলে। এই ‘চোখ’ কিসের কথা বলছে?
চোখ দিয়ে তো অনেক কিছুরই বহিঃপ্রকাশ হয়। আমার মনে হয়, চোখ দিয়ে আমরা সবার আগে ভালোবাসাটাই দেখি। একটি মানুষের চোখ কী বলছে, সুখের কথা বলছে নাকি দুঃখের কথা বলছে, নাকি প্রেমের কথা—সবকিছু নিয়েই ‘চোখ’ ছবিটি। আমার মনে হয়, ছবিটি দর্শকের ভালোই লাগবে।
এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অভিযোগ করছে, আপনি নাকি প্রচারণায় সময় দিচ্ছেন না?
এখন তো সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সরব। আমার যেটি ভ্যারিফাইড পেজ, সেখানে গত দুই সপ্তাহের পোস্ট দেখলেই বুঝতে পারবেন, ‘চোখ’ নিয়ে আমি একের পর এক পোস্ট দিচ্ছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলছি। ইন্টারভিউ দিচ্ছি। এর বাইরে যদি শাপলা মিডিয়ার আলাদা কোনো প্রমোশনাল প্ল্যান থাকে, সেখানে ডাকলে অবশ্যই আমি যাব। আমার এখন যে ছবিগুলোর শুটিং চলছে, সেগুলো কিন্তু এক-দেড় মাস আগেই ডেট দেওয়া। আর ‘চোখ’ ছবিটি যে আগামী ১ অক্টোবর আসবে, সেটা আমরা এ মাসের মাঝামাঝি এসে জেনেছি। এ পরিস্থিতিতে অন্য সবাইকে ফাঁসিয়ে আলাদা করে সময় দেব, এটা তো সম্ভব না। তবে অবশ্যই আমার কিছু দায়িত্ব আছে। সে জায়গা থেকে আমি ২৬ সেপ্টেম্বর সারা দিন প্রমোশনের জন্য সময় রেখেছিলাম। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের কাউকে পাইনি। এখন তাঁরা যদি অভিযোগ করেন, আমার কী-ইবা বলার আছে!
এখন পর্যন্ত আপনার যত ছবি মুক্তি পেয়েছে, সবই শাকিব খানের সঙ্গে। এই প্রথম সিনেমা হলে আপনার নায়ক অন্য কেউ। টেনশন হচ্ছে কি?
একদমই না। ছবি ভালো হলে দর্শক অবশ্যই গ্রহণ করবে। আমি কখনো বলিনি শাকিব খান ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয় করব না। একজন শিল্পী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। সেটা আমি করছি। শাকিব খান ছাড়াও অনেক নতুন নায়কের সঙ্গে অভিনয় করছি। এখন যে ছবির শুটিং করছি ‘তালাশ’ নামে, এখানে দুই নায়কের দুজনই নতুন।
‘তালাশ’ ছবির শুটিং তো শেষ পর্যায়ে। কেমন হলো কাজ?
তালাশের শেষ দিনের শুটিং করছি। সৈকত নাসির গুণী নির্মাতা। খুব স্মার্টলি কাজ করছেন। এত রেসপেক্ট নিয়ে কাজ করেন, খুব ভালো লাগে। তালাশের গল্পে একেবারেই নতুন বুবলীকে দেখা যাবে। এটা মিউজিক্যাল একটা ফিল্ম। নভেম্বরের মধ্যে ছবিটি মুক্তি পাবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে