বিনোদন প্রতিবেদক

ঢাকা: ‘এটি মাটির গল্প নয়, পানির গল্প’। নতুন ছবি ‘হাওয়া’ নিয়ে জানতে চাইলে এভাবেই বলেছিলেন মেজবাউর রহমান সুমন। দীর্ঘ বছর ধরে তিনি নির্মাণের সঙ্গে আছেন। শুরুর দিকে টিভি নাটক বানালেও পরবর্তী সময়ে সরে আসেন। বানাতেন শুধুই বিজ্ঞাপন।
প্রশংসিত এই পরিচালকের প্রথম ছবি ‘হাওয়া’। গভীর সমুদ্রের গল্প। শুটিংও হয়েছে গভীর সমুদ্রে। সেন্ট মার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করা হতো। সেখানেই সারা দিন চলত শুটিং।
২০১৯ সালের শেষদিকে কক্সবাজার ও সেন্ট মার্টিনে টানা ৪০ দিন শুটিং করেছে ‘হাওয়া’ টিম। এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য চঞ্চল চৌধুরী। ছবির অন্যতম প্রধান অভিনেতা তিনি।
‘হাওয়া’ নিয়ে চঞ্চলের বক্তব্য, ‘শুটিংয়ের ৪০ দিনের পুরো বিষয়টা ছিল আমার কাছে যুদ্ধের মতো। ৪০টা দিন সমুদ্রের মাঝখানে, বিষয়টা খুব সহজ নয়। অনেক কষ্টসাধ্য ছিল। প্রতিকূল পরিবেশ ছিল। টিমের প্রত্যেকে অমানুষিক পরিশ্রম করেছেন, যেটা বলে বোঝানো যাবে না।’
এত কষ্টের ছবি ‘হাওয়া’ অনেক দিন ধরেই আটকে আছে। ২০১৯ সালে শুটিং শেষ করে, সম্পাদনা, কালার, মিউজিক শেষ করে মেজবাউর রহমান সুমন তাকিয়ে আছেন সময়ের দিকে। করোনার প্রকোপে গত বছর মুক্তি দেওয়া হলো না। এ বছরও মুক্তি পাবে তেমন সম্ভাবনার গল্প বলতে পারছেন না কেউ।
শনিবার রাতের ফেসবুকে নতুন একটি ছবি পোস্ট করেছেন ‘হাওয়া’ অভিনেতা চঞ্চল চৌধুরী। সাদাকালো ছবি। কাঁচাপাকা দাড়ি। অপরিষ্কার দাঁত। অনেকটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের চরিত্রের মতো। ক্যাপশনে লিখেছেন, ‘এক চরিত্র থেকে আরেক চরিত্র। তারপর সব হাওয়া। নতুন কিছুর অপেক্ষায়।’
তাঁর পোস্টে ‘হাওয়া’ মুক্তির ইঙ্গিত। কিন্তু বিষয়টি নিয়ে আলাপকালে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সিনেমাটি নিয়ে যেখানে আটকে ছিলাম সেখানেই আটকে আছি। নতুন কোনো পরিকল্পনা করতে পারছি না। সিনেমাটি কবে সিনেমা হলে মুক্তি দিতে পারব জানি না।’
মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনি। গভীর সমুদ্রে ১০-১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। ছবিটি সেই জার্নির গল্পই বলবে। জেলেজীবনে চালু আছে জলকেন্দ্রিক অনেক মিথ। সেসব ঘটনা-দুর্ঘটনা, বিশ্বাস-অবিশ্বাসের আধুনিক উপস্থাপনা ‘হাওয়া’।
চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু। ‘হাওয়া’ প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ঢাকা: ‘এটি মাটির গল্প নয়, পানির গল্প’। নতুন ছবি ‘হাওয়া’ নিয়ে জানতে চাইলে এভাবেই বলেছিলেন মেজবাউর রহমান সুমন। দীর্ঘ বছর ধরে তিনি নির্মাণের সঙ্গে আছেন। শুরুর দিকে টিভি নাটক বানালেও পরবর্তী সময়ে সরে আসেন। বানাতেন শুধুই বিজ্ঞাপন।
প্রশংসিত এই পরিচালকের প্রথম ছবি ‘হাওয়া’। গভীর সমুদ্রের গল্প। শুটিংও হয়েছে গভীর সমুদ্রে। সেন্ট মার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করা হতো। সেখানেই সারা দিন চলত শুটিং।
২০১৯ সালের শেষদিকে কক্সবাজার ও সেন্ট মার্টিনে টানা ৪০ দিন শুটিং করেছে ‘হাওয়া’ টিম। এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য চঞ্চল চৌধুরী। ছবির অন্যতম প্রধান অভিনেতা তিনি।
‘হাওয়া’ নিয়ে চঞ্চলের বক্তব্য, ‘শুটিংয়ের ৪০ দিনের পুরো বিষয়টা ছিল আমার কাছে যুদ্ধের মতো। ৪০টা দিন সমুদ্রের মাঝখানে, বিষয়টা খুব সহজ নয়। অনেক কষ্টসাধ্য ছিল। প্রতিকূল পরিবেশ ছিল। টিমের প্রত্যেকে অমানুষিক পরিশ্রম করেছেন, যেটা বলে বোঝানো যাবে না।’
এত কষ্টের ছবি ‘হাওয়া’ অনেক দিন ধরেই আটকে আছে। ২০১৯ সালে শুটিং শেষ করে, সম্পাদনা, কালার, মিউজিক শেষ করে মেজবাউর রহমান সুমন তাকিয়ে আছেন সময়ের দিকে। করোনার প্রকোপে গত বছর মুক্তি দেওয়া হলো না। এ বছরও মুক্তি পাবে তেমন সম্ভাবনার গল্প বলতে পারছেন না কেউ।
শনিবার রাতের ফেসবুকে নতুন একটি ছবি পোস্ট করেছেন ‘হাওয়া’ অভিনেতা চঞ্চল চৌধুরী। সাদাকালো ছবি। কাঁচাপাকা দাড়ি। অপরিষ্কার দাঁত। অনেকটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের চরিত্রের মতো। ক্যাপশনে লিখেছেন, ‘এক চরিত্র থেকে আরেক চরিত্র। তারপর সব হাওয়া। নতুন কিছুর অপেক্ষায়।’
তাঁর পোস্টে ‘হাওয়া’ মুক্তির ইঙ্গিত। কিন্তু বিষয়টি নিয়ে আলাপকালে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সিনেমাটি নিয়ে যেখানে আটকে ছিলাম সেখানেই আটকে আছি। নতুন কোনো পরিকল্পনা করতে পারছি না। সিনেমাটি কবে সিনেমা হলে মুক্তি দিতে পারব জানি না।’
মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনি। গভীর সমুদ্রে ১০-১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। ছবিটি সেই জার্নির গল্পই বলবে। জেলেজীবনে চালু আছে জলকেন্দ্রিক অনেক মিথ। সেসব ঘটনা-দুর্ঘটনা, বিশ্বাস-অবিশ্বাসের আধুনিক উপস্থাপনা ‘হাওয়া’।
চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু। ‘হাওয়া’ প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৫ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৬ ঘণ্টা আগে