বিনোদন প্রতিবেদক

ঢাকা: ‘এটি মাটির গল্প নয়, পানির গল্প’। নতুন ছবি ‘হাওয়া’ নিয়ে জানতে চাইলে এভাবেই বলেছিলেন মেজবাউর রহমান সুমন। দীর্ঘ বছর ধরে তিনি নির্মাণের সঙ্গে আছেন। শুরুর দিকে টিভি নাটক বানালেও পরবর্তী সময়ে সরে আসেন। বানাতেন শুধুই বিজ্ঞাপন।
প্রশংসিত এই পরিচালকের প্রথম ছবি ‘হাওয়া’। গভীর সমুদ্রের গল্প। শুটিংও হয়েছে গভীর সমুদ্রে। সেন্ট মার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করা হতো। সেখানেই সারা দিন চলত শুটিং।
২০১৯ সালের শেষদিকে কক্সবাজার ও সেন্ট মার্টিনে টানা ৪০ দিন শুটিং করেছে ‘হাওয়া’ টিম। এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য চঞ্চল চৌধুরী। ছবির অন্যতম প্রধান অভিনেতা তিনি।
‘হাওয়া’ নিয়ে চঞ্চলের বক্তব্য, ‘শুটিংয়ের ৪০ দিনের পুরো বিষয়টা ছিল আমার কাছে যুদ্ধের মতো। ৪০টা দিন সমুদ্রের মাঝখানে, বিষয়টা খুব সহজ নয়। অনেক কষ্টসাধ্য ছিল। প্রতিকূল পরিবেশ ছিল। টিমের প্রত্যেকে অমানুষিক পরিশ্রম করেছেন, যেটা বলে বোঝানো যাবে না।’
এত কষ্টের ছবি ‘হাওয়া’ অনেক দিন ধরেই আটকে আছে। ২০১৯ সালে শুটিং শেষ করে, সম্পাদনা, কালার, মিউজিক শেষ করে মেজবাউর রহমান সুমন তাকিয়ে আছেন সময়ের দিকে। করোনার প্রকোপে গত বছর মুক্তি দেওয়া হলো না। এ বছরও মুক্তি পাবে তেমন সম্ভাবনার গল্প বলতে পারছেন না কেউ।
শনিবার রাতের ফেসবুকে নতুন একটি ছবি পোস্ট করেছেন ‘হাওয়া’ অভিনেতা চঞ্চল চৌধুরী। সাদাকালো ছবি। কাঁচাপাকা দাড়ি। অপরিষ্কার দাঁত। অনেকটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের চরিত্রের মতো। ক্যাপশনে লিখেছেন, ‘এক চরিত্র থেকে আরেক চরিত্র। তারপর সব হাওয়া। নতুন কিছুর অপেক্ষায়।’
তাঁর পোস্টে ‘হাওয়া’ মুক্তির ইঙ্গিত। কিন্তু বিষয়টি নিয়ে আলাপকালে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সিনেমাটি নিয়ে যেখানে আটকে ছিলাম সেখানেই আটকে আছি। নতুন কোনো পরিকল্পনা করতে পারছি না। সিনেমাটি কবে সিনেমা হলে মুক্তি দিতে পারব জানি না।’
মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনি। গভীর সমুদ্রে ১০-১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। ছবিটি সেই জার্নির গল্পই বলবে। জেলেজীবনে চালু আছে জলকেন্দ্রিক অনেক মিথ। সেসব ঘটনা-দুর্ঘটনা, বিশ্বাস-অবিশ্বাসের আধুনিক উপস্থাপনা ‘হাওয়া’।
চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু। ‘হাওয়া’ প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

ঢাকা: ‘এটি মাটির গল্প নয়, পানির গল্প’। নতুন ছবি ‘হাওয়া’ নিয়ে জানতে চাইলে এভাবেই বলেছিলেন মেজবাউর রহমান সুমন। দীর্ঘ বছর ধরে তিনি নির্মাণের সঙ্গে আছেন। শুরুর দিকে টিভি নাটক বানালেও পরবর্তী সময়ে সরে আসেন। বানাতেন শুধুই বিজ্ঞাপন।
প্রশংসিত এই পরিচালকের প্রথম ছবি ‘হাওয়া’। গভীর সমুদ্রের গল্প। শুটিংও হয়েছে গভীর সমুদ্রে। সেন্ট মার্টিন থেকে ট্রলারে দেড় ঘণ্টা চলার পর সাগরের নির্ধারিত স্থানে গিয়ে নোঙর করা হতো। সেখানেই সারা দিন চলত শুটিং।
২০১৯ সালের শেষদিকে কক্সবাজার ও সেন্ট মার্টিনে টানা ৪০ দিন শুটিং করেছে ‘হাওয়া’ টিম। এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য চঞ্চল চৌধুরী। ছবির অন্যতম প্রধান অভিনেতা তিনি।
‘হাওয়া’ নিয়ে চঞ্চলের বক্তব্য, ‘শুটিংয়ের ৪০ দিনের পুরো বিষয়টা ছিল আমার কাছে যুদ্ধের মতো। ৪০টা দিন সমুদ্রের মাঝখানে, বিষয়টা খুব সহজ নয়। অনেক কষ্টসাধ্য ছিল। প্রতিকূল পরিবেশ ছিল। টিমের প্রত্যেকে অমানুষিক পরিশ্রম করেছেন, যেটা বলে বোঝানো যাবে না।’
এত কষ্টের ছবি ‘হাওয়া’ অনেক দিন ধরেই আটকে আছে। ২০১৯ সালে শুটিং শেষ করে, সম্পাদনা, কালার, মিউজিক শেষ করে মেজবাউর রহমান সুমন তাকিয়ে আছেন সময়ের দিকে। করোনার প্রকোপে গত বছর মুক্তি দেওয়া হলো না। এ বছরও মুক্তি পাবে তেমন সম্ভাবনার গল্প বলতে পারছেন না কেউ।
শনিবার রাতের ফেসবুকে নতুন একটি ছবি পোস্ট করেছেন ‘হাওয়া’ অভিনেতা চঞ্চল চৌধুরী। সাদাকালো ছবি। কাঁচাপাকা দাড়ি। অপরিষ্কার দাঁত। অনেকটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের চরিত্রের মতো। ক্যাপশনে লিখেছেন, ‘এক চরিত্র থেকে আরেক চরিত্র। তারপর সব হাওয়া। নতুন কিছুর অপেক্ষায়।’
তাঁর পোস্টে ‘হাওয়া’ মুক্তির ইঙ্গিত। কিন্তু বিষয়টি নিয়ে আলাপকালে মেজবাউর রহমান সুমন বলেন, ‘সিনেমাটি নিয়ে যেখানে আটকে ছিলাম সেখানেই আটকে আছি। নতুন কোনো পরিকল্পনা করতে পারছি না। সিনেমাটি কবে সিনেমা হলে মুক্তি দিতে পারব জানি না।’
মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ ছবির কাহিনি। গভীর সমুদ্রে ১০-১৫ দিনের জন্য মাছ ধরতে যান জেলেরা। ছবিটি সেই জার্নির গল্পই বলবে। জেলেজীবনে চালু আছে জলকেন্দ্রিক অনেক মিথ। সেসব ঘটনা-দুর্ঘটনা, বিশ্বাস-অবিশ্বাসের আধুনিক উপস্থাপনা ‘হাওয়া’।
চঞ্চল চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন নাজিফা তুশি, সুমন আনোয়ার, শরিফুল রাজ, রিজভি, নাসির, মাহমুদ প্রমুখ। চিত্রগ্রহণে ছিলেন কামরুল হাসান খসরু। ‘হাওয়া’ প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

প্রতিষ্ঠিত শিল্পীরা এখন কনসার্ট নিয়েই ব্যস্ত থাকেন বেশি। নতুন গান প্রকাশ থেকে অনেকেই সরে এসেছেন। তবে ব্যতিক্রম ফাহমিদা নবী। নিয়মিতই গান প্রকাশ করছেন তিনি। সম্প্রতি ফাহমিদা নবী নতুন তিনটি গান রেকর্ড করেছেন।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে নকলের অভিযোগ নতুন কিছু নয়। সিনেমার গল্প থেকে শুরু করে পোস্টার, অভিনয়শিল্পীদের লুক, অ্যাকশন ও ভায়োলেন্সের দৃশ্য অনুকরণের অভিযোগ প্রায়ই ওঠে। এ নিয়ে সমালোচনাও চলে বিস্তর। গত মাসে ‘রাক্ষস’ সিনেমার টিজার প্রকাশের পরও উঠেছিল নকলের অভিযোগ।
৪ ঘণ্টা আগে
এ আর রাহমানের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ভারতীয় চলচ্চিত্র তো বটেই, হলিউডেও রয়েছে তাঁর চাহিদা। ভারতের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। বর্তমানে ১৫টির বেশি সিনেমার সংগীতের কাজ রয়েছে রাহমানের হাতে।
৫ ঘণ্টা আগে
চার বছর পর আবারও বিশ্বসংগীতের দুনিয়ায় পা রাখছে বিটিএস। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এই ব্যান্ডের সাত সদস্য ছিলেন বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে। গত বছরের জুন নাগাদ সবাই ফিরে আসেন প্রশিক্ষণ থেকে। বিটিএসের সাত সদস্য—আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাংকুক, সুগা; মিলিত হন তিন বছর পর।
৫ ঘণ্টা আগে