
আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে আজ সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। এ বছরের ৭ জানুয়ারি ‘শান’ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
সিনেমাটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
‘শান’ বানিয়েছেন, তরুণ নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাহিম। টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর।
নির্মাতা এম রাহিম বলেন, “বিগ বাজেটের ছবি ‘শান’। এটি আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই সিনেমা। আগে কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এবার সব ঠিক থাকলে ঈদে ‘শান’ দেখতে পাবেন দর্শক।”
‘শান’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান প্রমুখ।
‘শান’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণার খবরে খুশি সিয়াম। তিনি বলেন, “অনেক এফোর্ট দিয়ে পুরো টিম কাজ করেছি এই সিনেমায়। দর্শকদেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখেছি। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়ছিলাম, কবে ‘শান’ মুক্তি পাবে। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেবে।”
‘শান’ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘হেইট স্টোরি’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।
দেখুন ‘শান’ সিনেমার ট্রেলার:

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে পুলিশি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘শান’। প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যানের পক্ষ থেকে আজ সিনেমাটির নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। এ বছরের ৭ জানুয়ারি ‘শান’ মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়।
সিনেমাটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর পর ফের একসঙ্গে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।
‘শান’ বানিয়েছেন, তরুণ নির্মাতা এম রাহিম। এটি তাঁর প্রথম সিনেমা। এর আগে ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এ সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাহিম। টালিউড নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজের অভিজ্ঞতা আছে তাঁর।
নির্মাতা এম রাহিম বলেন, “বিগ বাজেটের ছবি ‘শান’। এটি আসলে উৎসবে মুক্তি দেওয়ার মতোই সিনেমা। আগে কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এবার সব ঠিক থাকলে ঈদে ‘শান’ দেখতে পাবেন দর্শক।”
‘শান’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। সিয়াম-পূজা ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান প্রমুখ।
‘শান’-এর নতুন মুক্তির তারিখ ঘোষণার খবরে খুশি সিয়াম। তিনি বলেন, “অনেক এফোর্ট দিয়ে পুরো টিম কাজ করেছি এই সিনেমায়। দর্শকদেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখেছি। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়ছিলাম, কবে ‘শান’ মুক্তি পাবে। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরও বাড়িয়ে দেবে।”
‘শান’ সিনেমার অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলি মোঘল। যিনি কলকাতার ‘হেইট স্টোরি’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।
দেখুন ‘শান’ সিনেমার ট্রেলার:

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৭ ঘণ্টা আগে