
‘শহরজুড়ে বৃষ্টি। তার মধ্যেই, নাকি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসঙ্গে।’ গতকাল নিজের ফেসবুকে এমনই এক পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। চলতি বছর থেকেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে শুরু করে তাঁর। ছেলে সহজের কথা ভেবে আইনি জটিলতা কাটিয়ে এক হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা।
ছেলে সহজের কথা ভেবেই নিজেদের মধ্যকার সমস্যা দূর করে আবারও একসঙ্গে সিদ্ধান্ত নেন টালিউডের জনপ্রিয় এই জুটি। এটাকে রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস বলাই যায়।
এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অভিনেতা রাহুল বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। দুই পক্ষেই কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হলো। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা সবাই একসঙ্গেই সময় কাটাই।’
তা হলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’
২০১৮ সাল থেকে তাঁদের এই মামলাটি আদালতে চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনো মেলেনি।

‘শহরজুড়ে বৃষ্টি। তার মধ্যেই, নাকি ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসঙ্গে।’ গতকাল নিজের ফেসবুকে এমনই এক পোস্ট দিয়েছেন টালিউড অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। চলতি বছর থেকেই অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে সম্পর্কে উন্নতি হতে শুরু করে তাঁর। ছেলে সহজের কথা ভেবে আইনি জটিলতা কাটিয়ে এক হয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা।
ছেলে সহজের কথা ভেবেই নিজেদের মধ্যকার সমস্যা দূর করে আবারও একসঙ্গে সিদ্ধান্ত নেন টালিউডের জনপ্রিয় এই জুটি। এটাকে রাহুল-প্রিয়াঙ্কার সংসারের দ্বিতীয় ইনিংস বলাই যায়।
এই প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে অভিনেতা রাহুল বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। খুব শিগগিরই প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনছি। দুই পক্ষেই কিছু আইনি জটিলতা ছিল, সেটার মিটমাট হলো। আমরা অনেক দিন একসঙ্গে থাকছি। তবে আপাতত আমি বেশির ভাগটা আমার মায়ের সঙ্গে থাকি। প্রিয়াঙ্কার বাড়িতে ওর বাবা-মা আছেন। সপ্তাহান্তে আমরা সবাই একসঙ্গেই সময় কাটাই।’
তা হলে কি এখন দম্পতি রাহুল-প্রিয়াঙ্কা? এই প্রসঙ্গে অভিনেতার সাফ উত্তর, ‘স্বামী-স্ত্রী ছিলাম, আমরা সেটাই আছি।’
২০১৮ সাল থেকে তাঁদের এই মামলাটি আদালতে চলছিল। মাঝে অনেকটা সময় চলে গেছে। ২০২৩ সালে জানুয়ারি মাসে ছিল মামলার তারিখ। আদালতে কেউ হাজিরা না দেওয়ায় পর মামলার শুনানির তারিখ ধার্য হয় মার্চ, এপ্রিল ও জুলাইতে। তার পরই বিরোধ মিটিয়ে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন দু’পক্ষ। যদিও এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া এখনো মেলেনি।

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
১৬ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
১৭ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
১৭ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
১৭ ঘণ্টা আগে