
বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।

বাংলাদেশের অভিনয়শিল্পীরা যেমন ওপার বাংলায় ছবি করে জনপ্রিয়তা পেয়েছেন, তেমনি কলকাতার অনেক অভিনেতাকে নিয়ে বাংলাদেশের দর্শকদের উন্মাদনা রয়েছে। তাই দেব থেকে শুরু করে অঙ্কুশ—সবাই বাংলাদেশের ছবিতে কাজ করেছেন। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে আসছেন টালিউডের কৌশানী মুখোপাধ্যায়।
শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় এর মধ্যে ‘ছুটি’, ‘ধাঁধা’ ও নাম ঠিক না হওয়া একটি ছবিতে অভিনয় করেছেন কলকাতার ‘পারব না আমি ছাড়তে তোকে’-খ্যাত কৌশানী মুখোপাধ্যায়। সব ছবিতেই তাঁর নায়ক কলকাতার বনি সেনগুপ্ত। দুজনের প্রেমের সম্পর্কও বহুল চর্চিত। এবার বাংলাদেশের শান্ত খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন কৌশানী। ছবির নাম ‘প্রিয়া রে’। ছবিটি পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক পুজন মজুমদার। নাম শুনলেই আন্দাজ হয় রোমান্টিক ঘরানার ছবি এটি। গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। গান রেকর্ডিং শেষ হয়েছে। এর আগে কলকাতার শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে ‘বিক্ষোভ’, নেহা আমানদীপের সঙ্গে ‘প্রেম চোর’ ও রূপসা মুখোপাধ্যায়ের সঙ্গে ‘গ্যাংস্টার’ করেছেন শান্ত খান। ১৯ সেপ্টেম্বর ঢাকায় ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। শুটিংয়ের কয়েক দিন আগেই বাংলাদেশে আসবেন কৌশানী।
ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ শান্ত খান। ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশোরের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। শান্ত বলেন, ‘শুটিংয়ের আগে একটি অনুষ্ঠানে ছবি নিয়ে বিস্তারিত বলব। তার আগে এতটুকু বলতে পারি অ্যাকশন-রোমান্টিক ছবি হবে এটি। চরাঞ্চলে ক্ষমতার টানাপোড়েন ও ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই ছবি।’
‘প্রিয়া রে’ প্রসঙ্গে পরিচালক পুজন বলেন, ‘শান্তর সঙ্গে কৌশানীর পর্দা রসায়নটা ভালো জমবে বলে মনে হয়েছে। তা ছাড়া শান্ত ও কৌশানীর সঙ্গে আমাদের আগে আলাদা আলাদা কাজের অভিজ্ঞতা আছে। সে জন্যই দুজনকে একসঙ্গে একটি ছবিতে কাস্ট করলাম। একটা ফ্রেশ জুটি পাবে দর্শক।’
ওপার বাংলায় বনির সঙ্গে কৌশানীকে বেশি কাজ করতে দেখেছেন দর্শক, তবে এবার বাংলাদেশের নায়ক শান্ত খানের সঙ্গে কেমন জমে রসায়ন, সেটাই দেখার।

উপস্থাপক রাফসান সাবাবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেফার রহমান। গতকাল বুধবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করলেন জেফার ও রাফসান। জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
৭ ঘণ্টা আগে
বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষে গত বছর একত্র হন বিটিএসের সাত সদস্য আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা। ফিরেই ঘোষণা দেন নতুন অ্যালবাম এবং ওয়ার্ল্ড ট্যুর কনসার্টের। এ মাসের শুরুতে বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে বিটিএসের নতুন অ্যালবাম। এবার কে-পপ ব্যান্ডটি প্রকাশ করল...
৭ ঘণ্টা আগে
মুক্তির পর সিনেমা বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ দর্শকদের তোপের মুখে পড়ে অ্যাভাটার সিরিজের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। গল্প নিয়ে তীব্র সমালোচনা আর অগোছালো প্লটের অভিযোগ—এসব নিয়েই বক্স অফিসে ঝড় তোলে অ্যাভাটারের তৃতীয় কিস্তি। দর্শকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করলেও মুক্তির...
৯ ঘণ্টা আগে