বিনোদন ডেস্ক
বলিউডের ‘লাপাতা লেডিস’ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। গল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুটি সিনেমার মধ্যে মিলের বিষয়টি তাঁকে ‘হতবাক ও দুঃখিত’ করেছে।
ফ্যাব্রিস ব্র্যাক জানান, বোরকা সিটি ও লাপাতা লেডিসের গল্পের মিলের বিষয়টি আলোচনায় আসার পর লাপাতা লেডিস দেখেছেন তিনি। এ সিনেমার মূল গল্প ছাড়াও একাধিক চরিত্রের সঙ্গে তাঁর স্বল্পদৈর্ঘ্যের হুবহু মিল লক্ষ করেছেন ফ্যাব্রিস। তিনি বলেন, শেষের দিকে গল্পের টুইস্টও মিলে গেছে, যেখানে পুলিশের সহায়তায় মেয়েটি তাঁর নির্যাতনকারী স্বামীর হাত থেকে রেহাই পান। পরিচালক আরও জানান, ২০১৭ সালে গল্পটি লিখেছিলেন তিনি। শুটিং হয়েছিল পরের বছর। ২০১৯ সাল থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বোরকা সিটি প্রদর্শিত হয়। ২০২০ সালে ভারতের কলকাতা ও অরোভিল শহরে দেখানো হয়েছিল স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
ফ্যাব্রিস ব্র্যাক বলেন, ‘বোরকা সিটির গল্প নিয়ে সিনেমা তৈরি হওয়ার ঘটনাটি আমাকে হতবাক ও দুঃখিত করেছে। বিশেষ করে যখন জানতে পারি, সিনেমাটি ভারতে ব্যাপক সাফল্য পেয়েছে এবং অস্কারেও পাঠানো হয়েছে। আমি বোরকা সিটির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে চেয়েছিলাম। সেটা নিয়ে আলোচনাও চলছিল। কিন্তু এখন কি তা আর সম্ভব?’
তবে গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, আরবি ভাষার সিনেমাটি তৈরি হওয়ার বেশ কয়েক বছর আগে লাপাতা লেডিসের গল্প লিখেছিলেন তিনি।
বিপ্লব গোস্বামী বিবৃতিতে বলেন, ‘২০১৪ সালের ৩ জুলাই চিত্রনাট্যকার সমিতিতে ‘‘টু ব্রাইডস’’ শিরোনামে সিনেমাটি নিবন্ধন করি। ২০১৮ সালের ৩০ জুন ফুল লেন্থ সিনেমা হিসেবে টু ব্রাইডস সিনেমার চিত্রনাট্য জমা দিই। ওই বছর সিনেস্টান স্টোরিটেলার প্রতিযোগিতায় এটি রানারআপ নির্বাচিত হয়। আমাদের গল্প, চরিত্র ও সংলাপ শতভাগ মৌলিক। চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ বিপ্লব গোস্বামীর এই দাবি সমর্থন করে পরিচালক কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতিটি শেয়ার করেছেন।
বলিউডের ‘লাপাতা লেডিস’ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। গল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুটি সিনেমার মধ্যে মিলের বিষয়টি তাঁকে ‘হতবাক ও দুঃখিত’ করেছে।
ফ্যাব্রিস ব্র্যাক জানান, বোরকা সিটি ও লাপাতা লেডিসের গল্পের মিলের বিষয়টি আলোচনায় আসার পর লাপাতা লেডিস দেখেছেন তিনি। এ সিনেমার মূল গল্প ছাড়াও একাধিক চরিত্রের সঙ্গে তাঁর স্বল্পদৈর্ঘ্যের হুবহু মিল লক্ষ করেছেন ফ্যাব্রিস। তিনি বলেন, শেষের দিকে গল্পের টুইস্টও মিলে গেছে, যেখানে পুলিশের সহায়তায় মেয়েটি তাঁর নির্যাতনকারী স্বামীর হাত থেকে রেহাই পান। পরিচালক আরও জানান, ২০১৭ সালে গল্পটি লিখেছিলেন তিনি। শুটিং হয়েছিল পরের বছর। ২০১৯ সাল থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বোরকা সিটি প্রদর্শিত হয়। ২০২০ সালে ভারতের কলকাতা ও অরোভিল শহরে দেখানো হয়েছিল স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
ফ্যাব্রিস ব্র্যাক বলেন, ‘বোরকা সিটির গল্প নিয়ে সিনেমা তৈরি হওয়ার ঘটনাটি আমাকে হতবাক ও দুঃখিত করেছে। বিশেষ করে যখন জানতে পারি, সিনেমাটি ভারতে ব্যাপক সাফল্য পেয়েছে এবং অস্কারেও পাঠানো হয়েছে। আমি বোরকা সিটির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে চেয়েছিলাম। সেটা নিয়ে আলোচনাও চলছিল। কিন্তু এখন কি তা আর সম্ভব?’
তবে গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, আরবি ভাষার সিনেমাটি তৈরি হওয়ার বেশ কয়েক বছর আগে লাপাতা লেডিসের গল্প লিখেছিলেন তিনি।
বিপ্লব গোস্বামী বিবৃতিতে বলেন, ‘২০১৪ সালের ৩ জুলাই চিত্রনাট্যকার সমিতিতে ‘‘টু ব্রাইডস’’ শিরোনামে সিনেমাটি নিবন্ধন করি। ২০১৮ সালের ৩০ জুন ফুল লেন্থ সিনেমা হিসেবে টু ব্রাইডস সিনেমার চিত্রনাট্য জমা দিই। ওই বছর সিনেস্টান স্টোরিটেলার প্রতিযোগিতায় এটি রানারআপ নির্বাচিত হয়। আমাদের গল্প, চরিত্র ও সংলাপ শতভাগ মৌলিক। চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ বিপ্লব গোস্বামীর এই দাবি সমর্থন করে পরিচালক কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতিটি শেয়ার করেছেন।
কয়েক দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তাঁরা। এরপরেও ঠেকানো গেল না। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত তাণ্ডব।
৮ ঘণ্টা আগেআজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।
৮ ঘণ্টা আগেদীর্ঘ সময় পর ঈদ উৎসবে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জয়া আহসান। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। সেই আমেজ না কাটতেই টালিউডে নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া। গতকাল মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর
৮ ঘণ্টা আগেঅভিনেত্রী ওয়ামিকা গাব্বি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার রাওয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর দেখা সেরা পাঁচ সিনেমার নাম। যাতে তাঁর ভক্তরাও এসব সিনেমা দেখে সমৃদ্ধ হতে পারেন। রাজকুমার রাও পাঁচটি নয়, জানালেন তাঁর প্রিয় আটটি সিনেমার নাম। এর মধ্যে পাঁচটিই বাংলা সিনেমা।
৮ ঘণ্টা আগে