বিনোদন ডেস্ক

বলিউডের ‘লাপাতা লেডিস’ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। গল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুটি সিনেমার মধ্যে মিলের বিষয়টি তাঁকে ‘হতবাক ও দুঃখিত’ করেছে।
ফ্যাব্রিস ব্র্যাক জানান, বোরকা সিটি ও লাপাতা লেডিসের গল্পের মিলের বিষয়টি আলোচনায় আসার পর লাপাতা লেডিস দেখেছেন তিনি। এ সিনেমার মূল গল্প ছাড়াও একাধিক চরিত্রের সঙ্গে তাঁর স্বল্পদৈর্ঘ্যের হুবহু মিল লক্ষ করেছেন ফ্যাব্রিস। তিনি বলেন, শেষের দিকে গল্পের টুইস্টও মিলে গেছে, যেখানে পুলিশের সহায়তায় মেয়েটি তাঁর নির্যাতনকারী স্বামীর হাত থেকে রেহাই পান। পরিচালক আরও জানান, ২০১৭ সালে গল্পটি লিখেছিলেন তিনি। শুটিং হয়েছিল পরের বছর। ২০১৯ সাল থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বোরকা সিটি প্রদর্শিত হয়। ২০২০ সালে ভারতের কলকাতা ও অরোভিল শহরে দেখানো হয়েছিল স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
ফ্যাব্রিস ব্র্যাক বলেন, ‘বোরকা সিটির গল্প নিয়ে সিনেমা তৈরি হওয়ার ঘটনাটি আমাকে হতবাক ও দুঃখিত করেছে। বিশেষ করে যখন জানতে পারি, সিনেমাটি ভারতে ব্যাপক সাফল্য পেয়েছে এবং অস্কারেও পাঠানো হয়েছে। আমি বোরকা সিটির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে চেয়েছিলাম। সেটা নিয়ে আলোচনাও চলছিল। কিন্তু এখন কি তা আর সম্ভব?’
তবে গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, আরবি ভাষার সিনেমাটি তৈরি হওয়ার বেশ কয়েক বছর আগে লাপাতা লেডিসের গল্প লিখেছিলেন তিনি।

বিপ্লব গোস্বামী বিবৃতিতে বলেন, ‘২০১৪ সালের ৩ জুলাই চিত্রনাট্যকার সমিতিতে ‘‘টু ব্রাইডস’’ শিরোনামে সিনেমাটি নিবন্ধন করি। ২০১৮ সালের ৩০ জুন ফুল লেন্থ সিনেমা হিসেবে টু ব্রাইডস সিনেমার চিত্রনাট্য জমা দিই। ওই বছর সিনেস্টান স্টোরিটেলার প্রতিযোগিতায় এটি রানারআপ নির্বাচিত হয়। আমাদের গল্প, চরিত্র ও সংলাপ শতভাগ মৌলিক। চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ বিপ্লব গোস্বামীর এই দাবি সমর্থন করে পরিচালক কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতিটি শেয়ার করেছেন।

বলিউডের ‘লাপাতা লেডিস’ নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। গল্প চুরির অভিযোগ উঠেছে কিরণ রাও পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে। আরবি ভাষায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বোরকা সিটি’র গল্প, একাধিক দৃশ্য ও চরিত্রের সঙ্গে লাপাতা লেডিসের মিল পাওয়া গেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি বানিয়েছিলেন ফরাসি পরিচালক ফ্যাব্রিস ব্র্যাক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, দুটি সিনেমার মধ্যে মিলের বিষয়টি তাঁকে ‘হতবাক ও দুঃখিত’ করেছে।
ফ্যাব্রিস ব্র্যাক জানান, বোরকা সিটি ও লাপাতা লেডিসের গল্পের মিলের বিষয়টি আলোচনায় আসার পর লাপাতা লেডিস দেখেছেন তিনি। এ সিনেমার মূল গল্প ছাড়াও একাধিক চরিত্রের সঙ্গে তাঁর স্বল্পদৈর্ঘ্যের হুবহু মিল লক্ষ করেছেন ফ্যাব্রিস। তিনি বলেন, শেষের দিকে গল্পের টুইস্টও মিলে গেছে, যেখানে পুলিশের সহায়তায় মেয়েটি তাঁর নির্যাতনকারী স্বামীর হাত থেকে রেহাই পান। পরিচালক আরও জানান, ২০১৭ সালে গল্পটি লিখেছিলেন তিনি। শুটিং হয়েছিল পরের বছর। ২০১৯ সাল থেকে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে বোরকা সিটি প্রদর্শিত হয়। ২০২০ সালে ভারতের কলকাতা ও অরোভিল শহরে দেখানো হয়েছিল স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি।
ফ্যাব্রিস ব্র্যাক বলেন, ‘বোরকা সিটির গল্প নিয়ে সিনেমা তৈরি হওয়ার ঘটনাটি আমাকে হতবাক ও দুঃখিত করেছে। বিশেষ করে যখন জানতে পারি, সিনেমাটি ভারতে ব্যাপক সাফল্য পেয়েছে এবং অস্কারেও পাঠানো হয়েছে। আমি বোরকা সিটির গল্প নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাতে চেয়েছিলাম। সেটা নিয়ে আলোচনাও চলছিল। কিন্তু এখন কি তা আর সম্ভব?’
তবে গল্প চুরির অভিযোগ অস্বীকার করেছেন লাপাতা লেডিসের গল্পকার বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, অভিযোগটি পুরোপুরি মিথ্যা।
এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন বিপ্লব গোস্বামী। জানিয়েছেন, আরবি ভাষার সিনেমাটি তৈরি হওয়ার বেশ কয়েক বছর আগে লাপাতা লেডিসের গল্প লিখেছিলেন তিনি।

বিপ্লব গোস্বামী বিবৃতিতে বলেন, ‘২০১৪ সালের ৩ জুলাই চিত্রনাট্যকার সমিতিতে ‘‘টু ব্রাইডস’’ শিরোনামে সিনেমাটি নিবন্ধন করি। ২০১৮ সালের ৩০ জুন ফুল লেন্থ সিনেমা হিসেবে টু ব্রাইডস সিনেমার চিত্রনাট্য জমা দিই। ওই বছর সিনেস্টান স্টোরিটেলার প্রতিযোগিতায় এটি রানারআপ নির্বাচিত হয়। আমাদের গল্প, চরিত্র ও সংলাপ শতভাগ মৌলিক। চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’ বিপ্লব গোস্বামীর এই দাবি সমর্থন করে পরিচালক কিরণ রাও তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বিবৃতিটি শেয়ার করেছেন।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৫ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২১ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
২১ ঘণ্টা আগে