
এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়ক জায়েদ খান। দেশটির বিভিন্ন রাজ্যে স্টেজ অনুষ্ঠানটিতে পারফর্ম করতে দেখা যায় তাঁকে। এবার যুক্তরাষ্ট্র থেকে নতুন কাজের খবর দিলেন এই নায়ক। যুক্তরাষ্ট্রের বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’তে উপস্থাপক হিসেবে দেখা যাবে জায়েদ খানকে। ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের অনুষ্ঠানের মাধ্যমে উপস্থাপক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তাঁর।
ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানটিতে থাকবে তারকাদের গভীর ও অন্তরঙ্গ আলাপচারিতা, প্রবাসজীবনের নানা জানা-অজানা গল্প, নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনা, সমাজ-বাস্তবতার আলোচনাসহ আরও অনেক কিছু। ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, ‘এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। আমরা গর্বিত যে জায়েদ খান আমাদের এই যাত্রায় সঙ্গী হয়েছেন।’

নতুন এই অনুষ্ঠান নিয়ে জায়েদ খান বলেন, ‘উপস্থাপনা আমার জন্য এক নতুন যাত্রা। এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে।’
ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানের প্রথম পর্ব প্রচার হবে আগামী ৪ জুলাই ঠিকানা টিভির ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সময় সম্ভাব্য রাত ৮টায়। তবে এতে অতিথি হিসেবে কারা থাকবেন তা এখনো জানানো হয়নি। প্রতি শুক্রবার প্রচারিত হবে অনুষ্ঠানটির নতুন পর্ব।

৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে রেকর্ড গড়ল রায়ান কুগলার পরিচালিত ‘সিনারস’। সেরা সিনেমা, সেরা অভিনেতা, পরিচালক, চিত্রনাট্য, সংগীত, চিত্র গ্রহণসহ মোট ১৬টি বিভাগে মনোনয়ন পেল হরর সিনেমাটি।
৮ ঘণ্টা আগে
সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
১৯ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১ দিন আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১ দিন আগে