Ajker Patrika

রাতাড্ডা উইথ তানভীর

সাবিলা বলবেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা কথা

বিনোদন প্রতিবেদক, ঢাকা
স্টুডিওতে সাবিলা নূর ও তানভীর তারেক। ছবি: সংগৃহীত
স্টুডিওতে সাবিলা নূর ও তানভীর তারেক। ছবি: সংগৃহীত

তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনায় নতুন আঙ্গিকে শুরু হচ্ছে জাগো এফএমের তারকা আড্ডাবিষয়ক অনুষ্ঠান ‘রাতাড্ডা উইথ তানভীর’-এর তৃতীয় সিজন। আগের দুই সিজনে স্টুডিওতে বসে আড্ডা জমলেও নতুন সিজনে পরিবর্তন আসছে ধরনে। এই সিজনে বেশ কিছু পর্বের শুটিং হবে আউটডোরে। এরই মধ্যে বেশ কিছু পর্বের শুটিং হয়েছে। নতুন সিজন প্রচারিত হবে প্রতি শুক্রবার রাত ১০টায়।

আগামী ৫ ডিসেম্বর শুক্রবার নতুন সিজনের প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী সাবিলা নূর। ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়, ব্যক্তিজীবন, সংসার ও চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন সাবিলা। অনুষ্ঠানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক আগে একুশে টিভিতে আমার একটি শোতে তানভীর ভাইকে অতিথি করেছিলাম। এরপর তাঁর একটি অনলাইন শোতেও গিয়েছিলাম। কিন্তু স্টুডিও সেশনে এই প্রথম আমি তাঁর শোতে এলাম। রাতাড্ডা অনুষ্ঠানের একাধিক ক্লিপিংস আমি দেখেছি। উপস্থাপক ডিটেইল আর গভীর বিষয়ে আলোচনা করেন। তাই আমাদের আড্ডাটিও বেশ উপভোগ্য হয়েছে।’

এর আগের দুটি সিজনে তিন শতাধিক পর্ব প্রচার হয়েছে গত ছয় বছরে। নতুন সিজনের রাতাড্ডা কেমন হবে—জানতে চাইলে উপস্থাপক তানভীর তারেক বলেন, ‘অনুষ্ঠানটি নির্দিষ্ট কোনো টাইম ফ্রেমে বাঁধিনি আমরা। সমাজের বিভিন্ন স্তরের তারকা-কুশলীদের নিয়ে রাতাড্ডা মূলত দীর্ঘ ব্যাপ্তির সেলিব্রিটি শো। কোনো কোনোটির ব্যাপ্তি আড়াই থেকে তিন ঘণ্টার বেশি হয়েছে। মূলত আগত অতিথির জীবনদর্শন ও নানান বিষয়ে তাঁর মতামত তুলে ধরাই এই শোয়ের লক্ষ্য। এবারেও এর ব্যতিক্রম থাকবে না। এবারের কিছু পর্ব আউটডোরে বিভিন্ন লোকেশনে করার প্ল্যান রয়েছে। এই শোতে কোনো ভাইরাল টপিককে উৎসাহিত করা হয় না, বরং আর্কাইভাল ভ্যালু তৈরির উদ্দেশ্যে করা হয়।’

অনুষ্ঠানটির প্রযোজক হাসান মোহাম্মদ জুবায়ের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

ভোটের মাঠে: টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ

গোপালগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ছাত্রীর আত্মহত্যা

খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হবে শুক্রবার দুপুরে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ