বিনোদন প্রতিবেদক

ঈদুল আজহার বাকি আর কিছুদিন। এরই মধ্যে কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও বন্ধ। কবে খুলবে সে সিদ্ধান্তও হয়নি। তবু শাকিব খানের সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ ঈদে মুক্তি দেওয়ার জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছেন পরিচালক তপু খান। শেষ কয়েক দিনের শুটিং চলমান থাকলেও লকডাউনের কারণে আপাতত স্থগিত রেখেছেন।
যদিও সরকারি প্রজ্ঞাপনে শুটিং নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবু লকডাউনের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা শুটিং স্থগিত রাখার পক্ষে। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সিনেমার টিমের সঙ্গে বসেছি আমরা। আমরা চাইছি না এখন শুটিং হোক। সব ধরনের চলচ্চিত্রের শুটিংই স্থগিত রাখার জন্য বলেছি।’
‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান বলেন, ‘পরিচালক সমিতি অনুরোধ জানিয়েছে আপাতত শুটিং না করার জন্য। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করেছি। ওনারা বলেছেন, দুই–এক দিন পর পরিস্থিতি বুঝে শুটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যদি অনুমতি দেন, আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব। ঈদের তিন সপ্তাহও বাকি নেই। যদি প্রেক্ষাগৃহ খোলে, শুটিং শেষ করে ঈদেই মুক্তি দিতে পারব সিনেমাটি। আমাদের শুটিংয়েরও বেশি বাকি নেই। আর মাত্র দু-একদিন শুটিং করলে গল্প শেষ। শুধু একটা গান বাকি থাকবে। পাশাপাশি সিনেমার পোস্ট প্রডাকশনও চলছে সমানতালে।’
অন্যদিকে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় আছে। ‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। গত ঈদে মুক্তির প্রতীক্ষিত ছিল সিনেমাটি। ভারতে সিনেমাটির পোস্ট প্রডাকশন হয়েছে।
সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, একসঙ্গে দুটি সিনেমা মুক্তি দিলেও সমস্যা নেই। দুই সিনেমাতেই নতুন শাকিব খানের দেখা পাবেন দর্শক। একটা সিনেমা সামাজিক দায়বদ্ধতা নিয়ে, যেখানে সমাজের অনেক অসংগতি তুলে ধরা হবে বলে আমি জেনেছি। আর আমার সিনেমাটি প্রেম ও পারিবারিক গল্পের, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প।’

ঈদুল আজহার বাকি আর কিছুদিন। এরই মধ্যে কঠোর লকডাউন শুরু হয়েছে। প্রেক্ষাগৃহও বন্ধ। কবে খুলবে সে সিদ্ধান্তও হয়নি। তবু শাকিব খানের সিনেমা ‘লিডার : আমিই বাংলাদেশ’ ঈদে মুক্তি দেওয়ার জন্য সব রকম প্রস্তুতিই নিয়ে রেখেছেন পরিচালক তপু খান। শেষ কয়েক দিনের শুটিং চলমান থাকলেও লকডাউনের কারণে আপাতত স্থগিত রেখেছেন।
যদিও সরকারি প্রজ্ঞাপনে শুটিং নিয়ে নির্দিষ্ট কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। তবু লকডাউনের ব্যাপারে সরকারি সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে চলচ্চিত্র পরিচালক সমিতির নেতারা শুটিং স্থগিত রাখার পক্ষে। সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সিনেমার টিমের সঙ্গে বসেছি আমরা। আমরা চাইছি না এখন শুটিং হোক। সব ধরনের চলচ্চিত্রের শুটিংই স্থগিত রাখার জন্য বলেছি।’
‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার পরিচালক তপু খান বলেন, ‘পরিচালক সমিতি অনুরোধ জানিয়েছে আপাতত শুটিং না করার জন্য। আমরা ওনাদের সঙ্গে আলোচনা করেছি। ওনারা বলেছেন, দুই–এক দিন পর পরিস্থিতি বুঝে শুটিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনারা যদি অনুমতি দেন, আমরা প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করব। ঈদের তিন সপ্তাহও বাকি নেই। যদি প্রেক্ষাগৃহ খোলে, শুটিং শেষ করে ঈদেই মুক্তি দিতে পারব সিনেমাটি। আমাদের শুটিংয়েরও বেশি বাকি নেই। আর মাত্র দু-একদিন শুটিং করলে গল্প শেষ। শুধু একটা গান বাকি থাকবে। পাশাপাশি সিনেমার পোস্ট প্রডাকশনও চলছে সমানতালে।’
অন্যদিকে শাকিব খানের আরেক আলোচিত সিনেমা ‘অন্তরাত্মা’ মুক্তির অপেক্ষায় আছে। ‘সত্তা’ খ্যাত প্রযোজক সোহানী হোসেনের প্রযোজনায় সিনেমাটির শুটিং আগেই শেষ হয়েছে। গত ঈদে মুক্তির প্রতীক্ষিত ছিল সিনেমাটি। ভারতে সিনেমাটির পোস্ট প্রডাকশন হয়েছে।
সিনেমাটির পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, একসঙ্গে দুটি সিনেমা মুক্তি দিলেও সমস্যা নেই। দুই সিনেমাতেই নতুন শাকিব খানের দেখা পাবেন দর্শক। একটা সিনেমা সামাজিক দায়বদ্ধতা নিয়ে, যেখানে সমাজের অনেক অসংগতি তুলে ধরা হবে বলে আমি জেনেছি। আর আমার সিনেমাটি প্রেম ও পারিবারিক গল্পের, মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প।’

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
২ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
২ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
২ ঘণ্টা আগে