বিনোদন প্রতিবেদক, ঢাকা

ওপার বাংলায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের দুই অভিনয়শিল্পী। চলতি মাসেই মুক্তি পাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর প্রথম টালিউড সিনেমা ‘চালচিত্র’। এ ছাড়া, আগামী জানুয়ারিতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’।
প্রতিম ডি গুপ্তর চালচিত্র সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
চালচিত্র সিনেমায় আরও আছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে আসবে মানসী সিনহার ‘৫নং স্বপ্নময় লেন’। এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারিন জাহান। এটি তারিনের দ্বিতীয় টালিউড সিনেমা।
এদিকে, থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে ফেলুবক্সী বানিয়েছেন দেবরাজ সিনহা। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই ফেলুবক্সী ভীষণ আধুনিক। সব সময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। খেতে খুব ভালোবাসে। যেকোনো রহস্যের সমাধান করা তার সবচেয়ে পছন্দের কাজ।
ফেলুবক্সী সিনেমায় পরীমণি অভিনীত চরিত্রের নাম লাবণ্য। চরিত্রটি নিয়ে পরীমণি বলেন, ‘মুক্তির আগে সিনেমা বা আমার চরিত্র নিয়ে বেশি বলতে চাই না। তবে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, লাবণ্য চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। এ কারণেই ফেলুবক্সীর সঙ্গে জড়িত হওয়া।’
সোহম-পরীমণি ছাড়া ফেলুবক্সী সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার। গত মার্চ-এপ্রিলে শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। গত শুক্রবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। সিনেমার প্রচারে যোগ দিতে ভারতে যাওয়ার ইচ্ছা আছে পরীমণির। তবে ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কা। এর আগেও ভিসা জটিলতায় তিনি সিনেমার প্রচারে থাকতে পারেননি ফেলুবক্সী টিমের সঙ্গে।

ওপার বাংলায় অভিষেকের অপেক্ষায় বাংলাদেশের দুই অভিনয়শিল্পী। চলতি মাসেই মুক্তি পাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর প্রথম টালিউড সিনেমা ‘চালচিত্র’। এ ছাড়া, আগামী জানুয়ারিতে পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে দেখা যাবে চিত্রনায়িকা পরীমণি অভিনীত ‘ফেলুবক্সী’।
প্রতিম ডি গুপ্তর চালচিত্র সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হচ্ছে অপূর্বর। সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার এ সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদ্ঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।
চালচিত্র সিনেমায় আরও আছেন টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু, রাইমা সেন, স্বস্তিকা দত্ত প্রমুখ। ২০ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে আসবে মানসী সিনহার ‘৫নং স্বপ্নময় লেন’। এ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের তারিন জাহান। এটি তারিনের দ্বিতীয় টালিউড সিনেমা।
এদিকে, থ্রিলার ঘরানার গোয়েন্দা গল্পে ফেলুবক্সী বানিয়েছেন দেবরাজ সিনহা। নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এই ফেলুবক্সী ভীষণ আধুনিক। সব সময় প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলে। সে মধ্যবিত্ত বাঙালি পরিবারের সন্তান। খেতে খুব ভালোবাসে। যেকোনো রহস্যের সমাধান করা তার সবচেয়ে পছন্দের কাজ।
ফেলুবক্সী সিনেমায় পরীমণি অভিনীত চরিত্রের নাম লাবণ্য। চরিত্রটি নিয়ে পরীমণি বলেন, ‘মুক্তির আগে সিনেমা বা আমার চরিত্র নিয়ে বেশি বলতে চাই না। তবে চিত্রনাট্য পড়ার পর মনে হয়েছে, লাবণ্য চরিত্রটি আমি ফুটিয়ে তুলতে পারব। এ কারণেই ফেলুবক্সীর সঙ্গে জড়িত হওয়া।’
সোহম-পরীমণি ছাড়া ফেলুবক্সী সিনেমায় আরও আছেন মধুমিতা সরকার। গত মার্চ-এপ্রিলে শুটিং হয়েছে পশ্চিমবঙ্গে। গত শুক্রবার সিনেমার ফার্স্টলুক পোস্টার শেয়ার করে ঘোষণা করা হয় মুক্তির তারিখ। তবে সিনেমার প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। সিনেমার প্রচারে যোগ দিতে ভারতে যাওয়ার ইচ্ছা আছে পরীমণির। তবে ভিসা পাওয়া নিয়ে আছে শঙ্কা। এর আগেও ভিসা জটিলতায় তিনি সিনেমার প্রচারে থাকতে পারেননি ফেলুবক্সী টিমের সঙ্গে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে