একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।
ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।
এরইমধ্যে ছবির শুটিংয়ের তারিখ ও লোকেশন ঠিক হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ ছবির শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন।
ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।
নির্মাতা বলেন, ‘নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে– তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এটাই গলুই ছবির দার্শনিক জায়গা।’
‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি হবে ভিন্নধারার বাণিজ্যিক ছবি। সাধারণত অনুদানের ছবিতে বাজেট কম থাকে, এ ধারণা থেকে বেরিয়ে আসছি আমরা। বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি।’
এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।

দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে আবারও নেমে এল শোকের ছায়া। জনপ্রিয় কোরিয়ান গায়িকা মো সু-জিন মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। তাঁর পরিবার মৃত্যুর কারণ প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর এজেন্সি ‘প্যানিক বাটন’ এক বিবৃতিতে এই দুঃসংবাদ নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে
বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক নতুন ম্যাগাজিন অনুষ্ঠান ‘অভিনন্দন’। আজ ৩০ জানুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। উপস্থাপনায় রশিদ সাগর। একক গান, লোকগান, পুঁথিপাঠ, নাচ, নাটিকা, নৃত্যনাট্য, তারকা আড্ডাসহ নানা বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতি মাসেই ম্যাগাজিন অনুষ্ঠানটির নতুন
১১ ঘণ্টা আগে
বর্তমান যুগ যেখানে অবিরাম কাজ, ক্রমাগত কন্টেন্ট উৎপাদন এবং সারাক্ষণ নিজেকে জাহির করার নেশায় মত্ত, সেখানে দাঁড়িয়ে হুট করে ‘না’ বলাটা অনেকটা বৈপ্লবিক সিদ্ধান্তের মতো শোনায়। ঠিক এই কাজটিই করে দেখালেন ভারতীয় সংগীত জগতের রাজপুত্র অরিজিৎ সিং এবং জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান।
১৪ ঘণ্টা আগে
গতকাল নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামের ৫৫তম আসর। এবারের আসরে জায়গা করে নিয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’। উৎসবের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বিভাগ বিগ স্ক্রিন কম্পিটিশনে লড়বে সিনেমাটি।
২০ ঘণ্টা আগে