
একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।
ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।
এরইমধ্যে ছবির শুটিংয়ের তারিখ ও লোকেশন ঠিক হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ ছবির শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন।
ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।
নির্মাতা বলেন, ‘নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে– তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এটাই গলুই ছবির দার্শনিক জায়গা।’
‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি হবে ভিন্নধারার বাণিজ্যিক ছবি। সাধারণত অনুদানের ছবিতে বাজেট কম থাকে, এ ধারণা থেকে বেরিয়ে আসছি আমরা। বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি।’
এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।

একটি গ্রামীণ জনপদ, ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, আর মানুষের সাধারণ জীবনযাপন— এ নিয়েই তৈরি হচ্ছে সিনেমা ‘গলুই’। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে শাকিব খান অভিনয় করবেন, এ খবরটি যেন ‘গলুই’ নিয়ে আকর্ষণ বাড়িয়েছে আরও। এ ছবিতে শাকিব খান হবেন নৌকার মাঝি। যিনি নৌকা বাইচ প্রতিযোগিতায় নেতৃত্ব দেবেন।
ক্যারিয়ারের প্রথম দিকে বেশ কিছু ছবিতে শাকিব খান চেষ্টা করেছিলেন, গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে ভিন্ন ধরনের চরিত্রে হাজির হওয়ার। তবে যত দিন গেছে, শাকিব খান অ্যাকশন-রোমান্টিক-ক্রাইম এসব প্রচলিত বাণিজ্যিক ঘরানায় আটকে গিয়েছিলেন। শাকিব খানের ‘মাঝি’ চরিত্রে হাজির হওয়ার খবরটি তাই ভক্তদের মাঝে উৎসাহ জুগিয়েছে।
এরইমধ্যে ছবির শুটিংয়ের তারিখ ও লোকেশন ঠিক হয়ে গেছে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ‘গলুই’ ছবির শুটিং শুরু হবে। সংশ্লিষ্টরা সেভাবে প্রস্তুতি নিচ্ছেন।
ছবির পরিচালক এস এ হক অলিক জানিয়েছেন, অনেকটা দুর্গম এলাকায় শুটিং হবে। যে সব অঞ্চলে আগে কখনো কোনো ছবির শুটিং হয়নি, এমন লোকেশনই নির্বাচন করা হয়েছে। ছবির বড় অংশ জুড়ে থাকবে নৌকা বাইচ। শুটিং হবে জামালপুর ও টাঙ্গাইলে।
নির্মাতা বলেন, ‘নৌকার একপ্রান্তে থাকে মাঝির আসন, অন্যপ্রান্তের নিশানা যদি ঠিক না থাকে– তাহলে নৌকা কিন্তু এদিক সেদিক করবে। জীবনটাও তাই। পরিবারে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাহলে সংসারটা কিন্তু ঠিকঠাক চলে না। এটাই গলুই ছবির দার্শনিক জায়গা।’
‘গলুই’ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। তিনি বলেন, ‘এটি হবে ভিন্নধারার বাণিজ্যিক ছবি। সাধারণত অনুদানের ছবিতে বাজেট কম থাকে, এ ধারণা থেকে বেরিয়ে আসছি আমরা। বড় আয়োজনে নির্মিত হচ্ছে ছবিটি।’
এ ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করবেন পূজা চেরী—এমনটাই শোনা যাচ্ছে।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৫ মিনিট আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৬ মিনিট আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
২০ মিনিট আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
২৪ মিনিট আগে