একটি চর। সেখানে বসবাস করা কিছু মানুষ আর তাঁদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘গাঙচিল’। ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে। আনিসুর রহমান মিলন, তারিক আনাম খানও আছেন ‘গাঙচিল’-এ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীতে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। এ ছবি দিয়ে কয়েক বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস-পূর্ণিমা। টানা কাজ শেষ করে ওই বছরই সিনেমা হলে দেখা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু দুই বছর গড়িয়ে গেলেও কিছুতেই শেষ হচ্ছিল না ‘গাঙচিল’-এর কাজ। গতকাল দুপুরে ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এত দিন পর ছবির শুটিং শেষ করতে পেরেছি। গত শুক্রবার পুবাইলে শেষ দৃশ্যের কাজ করেছি আমরা।’
শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস আহমেদ। তবে পূর্ণিমা সেদিন ছিলেন না। কয়েক দিন আগেই তাঁর দৃশ্যগুলোর কাজ শেষ হয়। এ ছবিতে ফেরদৌস আছেন সাংবাদিক চরিত্রে। আর এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। ফেরদৌস বলেন, ‘আমি সাংবাদিকতা নিয়ে পড়েছি। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। সাংবাদিকতার কৌশল, তাঁদের চলাফেরা-আচরণ সবই আমার জানা। তাই এ চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সহজই হয়েছে।’
নির্মাতা নেয়ামুল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আমরা কাজ করতে পারিনি। বিভিন্ন সময় শিল্পীদের অসুস্থতার কারণেও কয়েকবার শুটিং পেছাতে হয়েছে। সব মিলিয়ে বেশ
সময় লাগল ছবিটি শেষ হতে। এবার ঠিকঠাকভাবে এডিটিং, ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই।’
এ বছর ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন নির্মাতা নেয়ামুল। তিনি আশা করছেন, আগামী বছরের শুরুর দিকে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে পর্দায় আনতে পারবেন।

সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে অরুণ চৌধুরী বানিয়েছেন ‘জলে জ্বলে তারা’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত বছর ফেব্রুয়ারিতে। এবার সেটি মুক্তি পেল ইউটিউবে। তবে বদলে গেছে নাম। টেন স্টুডিওস নামের ইউটিউব চ্যানেলে ‘তারার সার্কাস’ নামে দেখা যাচ্ছে সিনেমাটি।
৬ ঘণ্টা আগে
গত নভেম্বরে খবর ছড়িয়েছিল, আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শাকিব খানের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে এমন খবরের কোনো নিশ্চয়তা দেননি নির্মাতা। শুধু জানিয়েছিলেন, বাংলাদেশের পাশাপাশি এই সিনেমায় দেখা যাবে ভারতের একজন নায়িকাকে।
১০ ঘণ্টা আগে
এই সময়ের অন্যতম সেরা কমেডিয়ানের নাম জাকির খান। ভারতীয় এই স্ট্যান্ডআপ কমেডিয়ানের জনপ্রিয়তা ছড়িয়ে আছে সারা বিশ্বে। আমাজন প্রাইমে প্রচারিত হয়েছে তাঁর একাধিক কমেডি শো। প্রথম ভারতীয় কমেডিয়ান হিসেবে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে পারফর্ম করেছেন জাকির। বেশ কিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।
১৬ ঘণ্টা আগে
মারা গেছেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ। অনেক দিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
১ দিন আগে