
একটি চর। সেখানে বসবাস করা কিছু মানুষ আর তাঁদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘গাঙচিল’। ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে। আনিসুর রহমান মিলন, তারিক আনাম খানও আছেন ‘গাঙচিল’-এ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীতে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। এ ছবি দিয়ে কয়েক বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস-পূর্ণিমা। টানা কাজ শেষ করে ওই বছরই সিনেমা হলে দেখা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু দুই বছর গড়িয়ে গেলেও কিছুতেই শেষ হচ্ছিল না ‘গাঙচিল’-এর কাজ। গতকাল দুপুরে ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এত দিন পর ছবির শুটিং শেষ করতে পেরেছি। গত শুক্রবার পুবাইলে শেষ দৃশ্যের কাজ করেছি আমরা।’
শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস আহমেদ। তবে পূর্ণিমা সেদিন ছিলেন না। কয়েক দিন আগেই তাঁর দৃশ্যগুলোর কাজ শেষ হয়। এ ছবিতে ফেরদৌস আছেন সাংবাদিক চরিত্রে। আর এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। ফেরদৌস বলেন, ‘আমি সাংবাদিকতা নিয়ে পড়েছি। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। সাংবাদিকতার কৌশল, তাঁদের চলাফেরা-আচরণ সবই আমার জানা। তাই এ চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সহজই হয়েছে।’
নির্মাতা নেয়ামুল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আমরা কাজ করতে পারিনি। বিভিন্ন সময় শিল্পীদের অসুস্থতার কারণেও কয়েকবার শুটিং পেছাতে হয়েছে। সব মিলিয়ে বেশ
সময় লাগল ছবিটি শেষ হতে। এবার ঠিকঠাকভাবে এডিটিং, ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই।’
এ বছর ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন নির্মাতা নেয়ামুল। তিনি আশা করছেন, আগামী বছরের শুরুর দিকে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে পর্দায় আনতে পারবেন।

একটি চর। সেখানে বসবাস করা কিছু মানুষ আর তাঁদের জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে ‘গাঙচিল’। ছবিতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন অতিথি চরিত্রে। আনিসুর রহমান মিলন, তারিক আনাম খানও আছেন ‘গাঙচিল’-এ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে নোয়াখালীতে শুরু হয় ‘গাঙচিল’ ছবির শুটিং। এ ছবি দিয়ে কয়েক বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান ফেরদৌস-পূর্ণিমা। টানা কাজ শেষ করে ওই বছরই সিনেমা হলে দেখা দেওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু দুই বছর গড়িয়ে গেলেও কিছুতেই শেষ হচ্ছিল না ‘গাঙচিল’-এর কাজ। গতকাল দুপুরে ছবিটির নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘এত দিন পর ছবির শুটিং শেষ করতে পেরেছি। গত শুক্রবার পুবাইলে শেষ দৃশ্যের কাজ করেছি আমরা।’
শেষ দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন ফেরদৌস আহমেদ। তবে পূর্ণিমা সেদিন ছিলেন না। কয়েক দিন আগেই তাঁর দৃশ্যগুলোর কাজ শেষ হয়। এ ছবিতে ফেরদৌস আছেন সাংবাদিক চরিত্রে। আর এনজিওকর্মীর ভূমিকায় পূর্ণিমা। ফেরদৌস বলেন, ‘আমি সাংবাদিকতা নিয়ে পড়েছি। অনেক সাংবাদিক আমার ভালো বন্ধু। সাংবাদিকতার কৌশল, তাঁদের চলাফেরা-আচরণ সবই আমার জানা। তাই এ চরিত্রে অভিনয় করাটা আমার জন্য সহজই হয়েছে।’
নির্মাতা নেয়ামুল বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন আমরা কাজ করতে পারিনি। বিভিন্ন সময় শিল্পীদের অসুস্থতার কারণেও কয়েকবার শুটিং পেছাতে হয়েছে। সব মিলিয়ে বেশ
সময় লাগল ছবিটি শেষ হতে। এবার ঠিকঠাকভাবে এডিটিং, ডাবিং শেষ করে ছবিটি মুক্তি দিতে চাই।’
এ বছর ‘গাঙচিল’ মুক্তি দিতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয়ে আছেন নির্মাতা নেয়ামুল। তিনি আশা করছেন, আগামী বছরের শুরুর দিকে ফেরদৌস-পূর্ণিমা জুটিকে পর্দায় আনতে পারবেন।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৪ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৫ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
৫ ঘণ্টা আগে