
বাংলাদেশের যুবক মাহবুব লী। থাকেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির চলচ্চিত্র নির্মাতা সিন দং ইল পরিচালিত ‘বান্ধবী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বন্ধুত্বের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ‘বান্ধবী’ কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমাটি এবার আসছে বাংলা ভাষায়। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘বান্ধবী’।
সিনেমাটির করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লীকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন ছিল। অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়। এতদিন পর সিনেমাটি আমাদের দেশে মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।’
‘বান্ধবী’ সিনেমার গল্পে দেখা যাবে, পারিবারিক অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে দক্ষিণ কোরিয়ায় গেছে কাজের সন্ধানে। নিজের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করে যাচ্ছে করিম। এই ভিনদেশে একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?’
পরিচালক সিন দং ইল বাংলাদেশের দর্শকদের জন্য দেওয়া এক বার্তায় বলেন, ‘বান্ধবী সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়ায় আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা এটি পছন্দ করবেন।’
নির্মাতা আরো বলেন, ‘এ সিনেমায় স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণী সমস্যা, লিঙ্গ ভেদ ইত্যাদি সিরিয়াস বিষয় থাকলেও প্রাধান্য পেয়েছে ভালবাসার কথা। এখানে সকল ভিন্নতা হেরে গেছে ভালবাসার কাছে।’
‘বান্ধবী’ সিনেমায় মাহবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

বাংলাদেশের যুবক মাহবুব লী। থাকেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির চলচ্চিত্র নির্মাতা সিন দং ইল পরিচালিত ‘বান্ধবী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বন্ধুত্বের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ‘বান্ধবী’ কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমাটি এবার আসছে বাংলা ভাষায়। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘বান্ধবী’।
সিনেমাটির করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লীকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন ছিল। অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়। এতদিন পর সিনেমাটি আমাদের দেশে মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।’
‘বান্ধবী’ সিনেমার গল্পে দেখা যাবে, পারিবারিক অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে দক্ষিণ কোরিয়ায় গেছে কাজের সন্ধানে। নিজের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করে যাচ্ছে করিম। এই ভিনদেশে একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?’
পরিচালক সিন দং ইল বাংলাদেশের দর্শকদের জন্য দেওয়া এক বার্তায় বলেন, ‘বান্ধবী সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়ায় আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা এটি পছন্দ করবেন।’
নির্মাতা আরো বলেন, ‘এ সিনেমায় স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণী সমস্যা, লিঙ্গ ভেদ ইত্যাদি সিরিয়াস বিষয় থাকলেও প্রাধান্য পেয়েছে ভালবাসার কথা। এখানে সকল ভিন্নতা হেরে গেছে ভালবাসার কাছে।’
‘বান্ধবী’ সিনেমায় মাহবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই নতুন বছরে সুখে থাকুক, দেশে শান্তি ফিরে আসুক। খুব করে চাই, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়। আমরা সাধারণ মানুষ যেন নিরাপদ জীবন যাপন করতে পারি। ব্যক্তিজীবনে খুব শান্তিপূর্ণ জীবন যাপন করি। এটা সম্ভব হয়েছে আমার পরিবার এবং আশপাশের মানুষদের জন্য।
১৪ ঘণ্টা আগে
ছেলের অসুস্থতার জন্য দীর্ঘদিন ধরে কানাডায় আছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। সেখান থেকেই নিয়মিত গান করছেন তিনি। নিজের গানের পাশাপাশি অন্য শিল্পীর জন্য গান লিখছেন, সুর করছেন। এবার তিনি সুর করলেন মৌমিতা বড়ুয়ার একটি গানের। শিরোনাম ‘তোমায় রেখেছিলাম এগিয়ে’।
১৪ ঘণ্টা আগে
আজ বছরের প্রথম দিন মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। গ্রামের দুই পরিবারের বৈরিতার গল্পে ধারাবাহিকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। রচনা করেছেন বৃন্দাবন দাস। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায়, জয়রাজ, ফারজানা ছবি...
১৪ ঘণ্টা আগে
হলিউডের জন্য ২০২৬ সালটি হতে চলেছে একটি সমৃদ্ধ বছর। হরর, অ্যানিমেশন, সুপারহিরো, অ্যাকশন, ঐতিহাসিক—নানা জনরার সিনেমা মুক্তি পাবে হলিউডে। যারা ভৌতিক গল্পের ভক্ত, তাদের জন্য যেমন রয়েছে ‘স্ক্রিম ৭’, ‘রেডি অর নট ২’, ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার: দ্য বোন টেম্পল’-এর মতো সিনেমা, তেমনি রোমান্টিক গল্পের...
১৪ ঘণ্টা আগে