
বাংলাদেশের যুবক মাহবুব লী। থাকেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির চলচ্চিত্র নির্মাতা সিন দং ইল পরিচালিত ‘বান্ধবী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বন্ধুত্বের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ‘বান্ধবী’ কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমাটি এবার আসছে বাংলা ভাষায়। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘বান্ধবী’।
সিনেমাটির করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লীকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন ছিল। অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়। এতদিন পর সিনেমাটি আমাদের দেশে মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।’
‘বান্ধবী’ সিনেমার গল্পে দেখা যাবে, পারিবারিক অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে দক্ষিণ কোরিয়ায় গেছে কাজের সন্ধানে। নিজের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করে যাচ্ছে করিম। এই ভিনদেশে একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?’
পরিচালক সিন দং ইল বাংলাদেশের দর্শকদের জন্য দেওয়া এক বার্তায় বলেন, ‘বান্ধবী সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়ায় আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা এটি পছন্দ করবেন।’
নির্মাতা আরো বলেন, ‘এ সিনেমায় স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণী সমস্যা, লিঙ্গ ভেদ ইত্যাদি সিরিয়াস বিষয় থাকলেও প্রাধান্য পেয়েছে ভালবাসার কথা। এখানে সকল ভিন্নতা হেরে গেছে ভালবাসার কাছে।’
‘বান্ধবী’ সিনেমায় মাহবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

বাংলাদেশের যুবক মাহবুব লী। থাকেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির চলচ্চিত্র নির্মাতা সিন দং ইল পরিচালিত ‘বান্ধবী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বন্ধুত্বের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ‘বান্ধবী’ কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমাটি এবার আসছে বাংলা ভাষায়। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘বান্ধবী’।
সিনেমাটির করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লীকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন ছিল। অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়। এতদিন পর সিনেমাটি আমাদের দেশে মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।’
‘বান্ধবী’ সিনেমার গল্পে দেখা যাবে, পারিবারিক অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে দক্ষিণ কোরিয়ায় গেছে কাজের সন্ধানে। নিজের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করে যাচ্ছে করিম। এই ভিনদেশে একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?’
পরিচালক সিন দং ইল বাংলাদেশের দর্শকদের জন্য দেওয়া এক বার্তায় বলেন, ‘বান্ধবী সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়ায় আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা এটি পছন্দ করবেন।’
নির্মাতা আরো বলেন, ‘এ সিনেমায় স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণী সমস্যা, লিঙ্গ ভেদ ইত্যাদি সিরিয়াস বিষয় থাকলেও প্রাধান্য পেয়েছে ভালবাসার কথা। এখানে সকল ভিন্নতা হেরে গেছে ভালবাসার কাছে।’
‘বান্ধবী’ সিনেমায় মাহবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৭ ঘণ্টা আগে