
কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে থ্রিলারধর্মী সিনেমাটির ফার্স্টলুক মুক্তি পায় গত মাসে। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।

আজ শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার টিজার প্রকাশ করা হয়। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে।

চলচ্চিত্রটিতে জনপ্রিয় অভিনেতা অঞ্জনের চরিত্রে অভিনয় করা কৌশিক গাঙ্গুলি রহস্যময় এক চরিত্রে হাজির হয়েছেন। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জড়ানো ওভারকোটের সঙ্গে হাতে একটি ঝোলানো ব্যাগ নিয়ে পাহাড়ি পথে হেঁটে যেতে দেখা গেছে তাঁকে।
অন্যদিকে ডিকে ও শ্বেতা চরিত্রে যথাক্রমে অভিনয় করা সৌরভ দাস ও বুবলীকে দেখা গেছে বিভিন্ন রূপে। ভবঘুরে ডিকেকে কখনো দেখা গেছে শ্বেতাকে নিয়ে বনের ভেতর দৌড়াতে আবার কোনো ক্যাসিনোতে ফুর্তির মেজাজে। তবে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা চরিত্রটি রহস্যের জন্ম দিয়েছে। টিজারে নির্মাতা রাশেদ রাহা শ্বেতা চরিত্রটি খোলাসা না করলেও, তাকে ঘিরেই যে গল্প আবর্তিত হয়েছে তা আন্দাজ করা যাচ্ছে।
উল্লেখ্য, সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়িকা শবনম বুবলী। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। খায়রুল বাসার নির্ঝরের চিত্রনাট্যে থ্রিলারধর্মী সিনেমাটির ফার্স্টলুক মুক্তি পায় গত মাসে। এবার প্রকাশ্যে এসেছে সিনেমাটির টিজার।

আজ শনিবার বিকেলে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে সিনেমার টিজার প্রকাশ করা হয়। ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে সৌরভ-বুবলী ছাড়াও দেখা গেছে অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও রজতাভ দত্তকে।

চলচ্চিত্রটিতে জনপ্রিয় অভিনেতা অঞ্জনের চরিত্রে অভিনয় করা কৌশিক গাঙ্গুলি রহস্যময় এক চরিত্রে হাজির হয়েছেন। মাথায় কালো রঙের কাউবয় টুপি, গায়ে জড়ানো ওভারকোটের সঙ্গে হাতে একটি ঝোলানো ব্যাগ নিয়ে পাহাড়ি পথে হেঁটে যেতে দেখা গেছে তাঁকে।
অন্যদিকে ডিকে ও শ্বেতা চরিত্রে যথাক্রমে অভিনয় করা সৌরভ দাস ও বুবলীকে দেখা গেছে বিভিন্ন রূপে। ভবঘুরে ডিকেকে কখনো দেখা গেছে শ্বেতাকে নিয়ে বনের ভেতর দৌড়াতে আবার কোনো ক্যাসিনোতে ফুর্তির মেজাজে। তবে চলচ্চিত্র নির্মাতা শ্বেতা চরিত্রটি রহস্যের জন্ম দিয়েছে। টিজারে নির্মাতা রাশেদ রাহা শ্বেতা চরিত্রটি খোলাসা না করলেও, তাকে ঘিরেই যে গল্প আবর্তিত হয়েছে তা আন্দাজ করা যাচ্ছে।
উল্লেখ্য, সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে কলকাতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের ডুয়ার্সে। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে ভারতের বড় পর্দায়। এর যৌথ প্রযোজনায় আছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৭ ঘণ্টা আগে