
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে