
কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’

কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কলমে সৃষ্ট ফেলুদার গল্পে বাঙালিরা বুঁদ হয়েছেন সব সময়। গল্পের শুরু থেকে ক্লাইম্যাক্স ফেলুদাপ্রেমীদের মুখস্থ। তাই বড় পর্দায় ফেলুদা এলেই সিনেমাপ্রেমীদের একটা বড় অংশের মনে হয়, সিনেমা হল অবধি পৌঁছাতেই হবে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় পরিচালক সন্দীপ রায় এবার তৈরি করেছেন টালিউড সিনেমা ‘নয়ন রহস্য’। ছবিটা মুক্তি পাচ্ছে আজ শুক্রবার।
সিনেমাটির গল্প এগিয়েছে একজন বাচ্চা ছেলেকে ঘিরে, এক্সেপশনাল নিউমারিক্যাল অ্যাবিলিটি আছে যার। হঠাৎ তার উধাও হয়ে যাওয়া আর একটা খুন, রহস্য তৈরি করে। তারপর ফেলুদা কীভাবে তোপসে আর জটায়ুকে নিয়ে সেই রহস্যের সমাধান করবে, সেটাই ছবির গল্প। ছবির নয়ন চরিত্রে দেখা গেছে অভিনভ বড়ুয়াকে। ছবিতে ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্ত আর তোপসের চরিত্র করছেন আয়ুষ দাস। জটায়ুর চরিত্রে দেখা যাবে অভিজিৎ গুহকে।
পরিচালক সন্দীপ রায় বলেন, “হত্যাপুরী’ ছবিতে অভিনভ একটা ছোট চরিত্র করেছিল। তখনই ওকে খুব পছন্দ হয়। ও বেশি বড় হয়ে গেলে তখন নয়ন খুঁজতে সমস্যা হবে, সেটা ভেবেও এই ছবিটা আগে করলাম।’
পরিচালক আরও বলেন, ‘ফেলুদার গল্প যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকের প্রিয় গল্প এটা। বড় পর্দায় এই ছবিটা দেখতে দর্শকদের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় রয়েছি।’
সিনেমাটি নিয়ে ইন্দ্রনীল বলেন, ‘এই ছবিতে শুধু ফেলুদা-তোপসে-জটায়ু নয়, অন্য চরিত্রগুলোও স্পেশাল। ‘‘হত্যাপুরী’’র জন্য আমরা দর্শকদের থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে, এবারও সেই সমর্থন পাব আশা করছি। ফেলুদার ম্যাজিক কোনো দিন কমেনি।’

কথা ছিল গত ডিসেম্বরে শুরু হবে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম’ সিনেমার শুটিং। তবে নির্ধারিত শিডিউলে ক্যামেরা ওপেন করতে পারেননি নির্মাতা আবু হায়াত মাহমুদ। গত সপ্তাহে গুঞ্জন ছড়ায়, ঠিক সময়ে কাজ শুরু করতে না পারায় রোজার ঈদে আসবে না প্রিন্স। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ...
১৫ ঘণ্টা আগে
জনপ্রিয় দক্ষিণি নির্মাতা প্রিয়দর্শনের মেয়ে কল্যাণী প্রিয়দর্শন। ২০১৭ সালে তেলুগু সিনেমা ‘হ্যালো’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি। এই আট বছরে এক ডজনের বেশি তেলুগু, তামিল ও মালয়ালম সিনেমায় দেখা গেছে তাঁকে। শুরু থেকেই গল্প ও চরিত্রের ব্যাপারে ভীষণ চুজি তিনি। সেই ধৈর্যের ফল কল্যাণী পেয়েছেন গত বছর।
১৬ ঘণ্টা আগে
সুমন ধরের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। আবারও এই নির্মাতার নতুন কাজে যুক্ত হয়েছেন দীঘি। ডার্ক থ্রিলার গল্পে নির্মিত এই ওয়েব ফিল্মে দীঘি ছাড়াও আছেন ইরফান সাজ্জাদ ও আশনা হাবিব ভাবনা।
১৭ ঘণ্টা আগে
কামরুল হাসান ফুয়াদের ‘দুর্বার’ সিনেমা দিয়ে বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অপু বিশ্বাস। থ্রিলার ঘরানার এ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ডিসেম্বরে। এতে অপুর নায়ক আবদুন নূর সজল। গতকাল সোশ্যাল মিডিয়ায় দুর্বার সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে নির্মাতা জানান, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দুর্বার।
১৭ ঘণ্টা আগে