বিনোদন প্রতিবেদক, ঢাকা
মুক্তির আগে ঈদের সিনেমার প্রচার নিয়ে ছিল অনেক প্রশ্ন। অনেকটা প্রচারহীনতার মধ্য দিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তবে মুক্তির পর সিনেমা হলে দর্শক টানতে উঠেপড়ে লেগেছেন অভিনয়শিল্পীরা। ঈদের দিন থেকে প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন নানা বিষয় নিয়ে। এ ছাড়া এবার ঈদের সিনেমায় যোগ হয়েছে তারকাদের ক্যামিও। অল্প সময়ের পর্দা উপস্থিতি হলেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমার অতিথি চরিত্রগুলো।
প্রতিদিন হলে ছুটছেন তারকারা
ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সেগুলো হলো—‘তান্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিবারের মতো এবারের ঈদেও হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। নিজেদের সিনেমায় দর্শক টানতে মুক্তির প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করছেন তারকারা। ঈদের দিন তান্ডব সিনেমার প্রচারে গিয়ে অভিনেত্রী সাবিলা নূর জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়েছে।
জয়া আহসান বলেন, ‘সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাই বলে দেয়—তান্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’ ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে জয়া উপভোগ করেছেন উৎসব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উৎসবের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিরা।
নিজের প্রথম বানিজ্যিক সিনেমা ইনসাফের প্রচারে হলে হলে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে দেখা গেছে শরিফুল রাজসহ নির্মাতা ও প্রযোজককে।
এশা মার্ডার নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হলে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিন দর্শকের সংখ্যা বেশি থাকায় দারুণ খুশি এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘সময়ের সঙ্গে সিনেমাটির দর্শক বাড়ছে। তৃতীয় দিন হলভর্তি দর্শক দেখে আমার মন ভরে গেছে। এ সিনেমাটি আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে বানিয়েছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা সিনেমাটিকে এত ভালোবাসা দিচ্ছেন।’
বাঁধনের মতো মন্দিরা চক্রবর্তীও তাঁর অভিনীত নীলচক্র নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন বিভিন্ন হলে। কথা বলছেন দর্শকদের সঙ্গে। এ ছাড়া টগর সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আদর আজাদ ও পূজা চেরি সিনেমার প্রচারে হলে হলে ব্যস্ত সময় পার করছেন।
হাসপাতাল থেকে উৎসব দেখার আমন্ত্রণ জানালেন জাহিদ
ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ঈদের আগের দিন থেকে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান। তাই ঈদে মুক্তি পাওয়া উৎসব সিনেমার প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে হাসপাতাল থেকে দর্শকদের উৎসবসহ ঈদের সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সব সিনেমাই আমাদের। প্রতিটি সিনেমার নির্মাতা, অভিনেতা থেকে শুরু করে সব কলাকুশলী অনেক কষ্ট করেন। প্রতিটি সিনেমা যেন লগ্নিকৃত অর্থ ফিরে পায়। আমি চাই, আমার অভিনীত উৎসব সিনেমাটি যেন সবাই পরিবার নিয়ে উৎসবের মতো করে দেখে।’
হলে নেই শাকিব, শুভেচ্ছা জানালেন নীলচক্রকে
জয়া আহসান, সাবিলা নূররা তান্ডব নিয়ে ব্যস্ত সময় পার করলেও হলে দেখা যায়নি সিনেমার নায়ক শাকিব খানকে। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রচার করছেন তিনি। নিজের সিনেমার পাশাপাশি ফেসবুকে আরিফিন শুভর নীলচক্র সিনেমার টিমকে শুভকামনা জানিয়েছেন শাকিব। শাকিবের মতো আরিফিন শুভও হলে না গিয়ে নীলচক্রের প্রচার চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
আলোচনায় অতিথি চরিত্ররা
দর্শকদের চমকে দিতে হলিউড ও বলিউডের সিনেমায় ক্যামিও দিতে দেখা যায় তারকাশিল্পীদের। ঢাকাই সিনেমায় এটি খুব একটা দেখা যায় না। তবে এবার ঈদের সিনেমার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে অতিথি চরিত্ররা। শাকিব খানের তান্ডবে ক্যামিও দিয়ে চমক দেখিয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। শুরু থেকেই তাঁদের উপস্থিতির গুঞ্জন শোনা গেলেও বিষয়টি চমক হিসেবে গোপন রেখেছিলেন পরিচালক। পর্দায় যখন তাঁরা ধরা দিয়েছেন, উল্লাসে ফেটে পড়েছেন হলভর্তি দর্শক। সোশ্যাল মিডিয়ায় চলছে তাঁদের উপস্থিতি নিয়ে আলোচনা।
অন্যদিকে ইনসাফ সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি ছিল দর্শকদের জন্য বাড়তি পাওয়া। সিনেমা মুক্তির আগপর্যন্ত গোপন রাখা হয়েছে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা। ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা আর ভায়োলিন বাজানোর দৃশ্যে অভিনেতাকে দেখে অনেকে আঁতকে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমার আবহ বদলে দিয়েছে।
গত ঈদের সিনেমার মতো এবারও অতিথি চরিত্রে পাওয়া গেছে সুনেরাহ বিনতে কামালকে। ‘দাগি’র পর এবার তিনি হাজির হয়েছেন উৎসব সিনেমায়। পর্দায় উপস্থিতি কম হলেও প্রশংসিত হচ্ছেন সুনেরাহ।
মুক্তির আগে ঈদের সিনেমার প্রচার নিয়ে ছিল অনেক প্রশ্ন। অনেকটা প্রচারহীনতার মধ্য দিয়ে এবার ঈদে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। তবে মুক্তির পর সিনেমা হলে দর্শক টানতে উঠেপড়ে লেগেছেন অভিনয়শিল্পীরা। ঈদের দিন থেকে প্রতিদিন বিভিন্ন প্রেক্ষাগৃহে ছুটে বেড়াচ্ছেন, দর্শকদের সঙ্গে সিনেমা দেখছেন, কথা বলছেন নানা বিষয় নিয়ে। এ ছাড়া এবার ঈদের সিনেমায় যোগ হয়েছে তারকাদের ক্যামিও। অল্প সময়ের পর্দা উপস্থিতি হলেও আলোচনার কেন্দ্রে চলে এসেছে সিনেমার অতিথি চরিত্রগুলো।
প্রতিদিন হলে ছুটছেন তারকারা
ঈদের দিন থেকে প্রেক্ষাগৃহে ছয়টি সিনেমার প্রদর্শনী হচ্ছে। সেগুলো হলো—‘তান্ডব’, ‘ইনসাফ’, ‘টগর’, ‘উৎসব’, ‘নীলচক্র’ ও ‘এশা মার্ডার: কর্মফল’। প্রতিবারের মতো এবারের ঈদেও হলগুলোতে দেখা যাচ্ছে দর্শকদের উপচে পড়া ভিড়। নিজেদের সিনেমায় দর্শক টানতে মুক্তির প্রথম দিন থেকে দৌড়ঝাঁপ করছেন তারকারা। ঈদের দিন তান্ডব সিনেমার প্রচারে গিয়ে অভিনেত্রী সাবিলা নূর জানান, মুক্তির আগে নার্ভাস থাকলেও দর্শকদের ভালোবাসায় সেটা দূর হয়েছে।
জয়া আহসান বলেন, ‘সিনেপ্লেক্সের ভেতরেও দর্শক যেভাবে শিস বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, সেটাই বলে দেয়—তান্ডব মানুষের কতটা ভালোবাসা পাচ্ছে।’ ঈদের দ্বিতীয় দিন দর্শকদের সঙ্গে জয়া উপভোগ করেছেন উৎসব। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উৎসবের অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, অপি করিম, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিরা।
নিজের প্রথম বানিজ্যিক সিনেমা ইনসাফের প্রচারে হলে হলে ঘুরে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন তাসনিয়া ফারিণ। তাঁর সঙ্গে দেখা গেছে শরিফুল রাজসহ নির্মাতা ও প্রযোজককে।
এশা মার্ডার নিয়ে প্রতিদিন রাজধানীর বিভিন্ন হলে যাচ্ছেন আজমেরী হক বাঁধন। প্রথম দুই দিনের তুলনায় তৃতীয় দিন দর্শকের সংখ্যা বেশি থাকায় দারুণ খুশি এই অভিনেত্রী। বাঁধন বলেন, ‘সময়ের সঙ্গে সিনেমাটির দর্শক বাড়ছে। তৃতীয় দিন হলভর্তি দর্শক দেখে আমার মন ভরে গেছে। এ সিনেমাটি আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে বানিয়েছি। বাংলাদেশে ওই অর্থে নারীপ্রধান গল্প হয় না। আর হলেও ঈদের সময় রিলিজ হওয়ার প্রশ্নই ওঠে না। সে ক্ষেত্রে নির্মাতা ও প্রযোজককে অনেক ধন্যবাদ এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। দর্শকদের প্রতি অনেক কৃতজ্ঞতা। তাঁরা সিনেমাটিকে এত ভালোবাসা দিচ্ছেন।’
বাঁধনের মতো মন্দিরা চক্রবর্তীও তাঁর অভিনীত নীলচক্র নিয়ে প্রতিদিন হাজির হচ্ছেন বিভিন্ন হলে। কথা বলছেন দর্শকদের সঙ্গে। এ ছাড়া টগর সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আদর আজাদ ও পূজা চেরি সিনেমার প্রচারে হলে হলে ব্যস্ত সময় পার করছেন।
হাসপাতাল থেকে উৎসব দেখার আমন্ত্রণ জানালেন জাহিদ
ঠান্ডাজনিত সমস্যা নিয়ে ঈদের আগের দিন থেকে হাসপাতালে ভর্তি অভিনেতা জাহিদ হাসান। তাই ঈদে মুক্তি পাওয়া উৎসব সিনেমার প্রচারে দেখা যায়নি তাঁকে। তবে হাসপাতাল থেকে দর্শকদের উৎসবসহ ঈদের সিনেমা দেখার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘সব সিনেমাই আমাদের। প্রতিটি সিনেমার নির্মাতা, অভিনেতা থেকে শুরু করে সব কলাকুশলী অনেক কষ্ট করেন। প্রতিটি সিনেমা যেন লগ্নিকৃত অর্থ ফিরে পায়। আমি চাই, আমার অভিনীত উৎসব সিনেমাটি যেন সবাই পরিবার নিয়ে উৎসবের মতো করে দেখে।’
হলে নেই শাকিব, শুভেচ্ছা জানালেন নীলচক্রকে
জয়া আহসান, সাবিলা নূররা তান্ডব নিয়ে ব্যস্ত সময় পার করলেও হলে দেখা যায়নি সিনেমার নায়ক শাকিব খানকে। তবে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রচার করছেন তিনি। নিজের সিনেমার পাশাপাশি ফেসবুকে আরিফিন শুভর নীলচক্র সিনেমার টিমকে শুভকামনা জানিয়েছেন শাকিব। শাকিবের মতো আরিফিন শুভও হলে না গিয়ে নীলচক্রের প্রচার চালাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
আলোচনায় অতিথি চরিত্ররা
দর্শকদের চমকে দিতে হলিউড ও বলিউডের সিনেমায় ক্যামিও দিতে দেখা যায় তারকাশিল্পীদের। ঢাকাই সিনেমায় এটি খুব একটা দেখা যায় না। তবে এবার ঈদের সিনেমার আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে অতিথি চরিত্ররা। শাকিব খানের তান্ডবে ক্যামিও দিয়ে চমক দেখিয়েছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। শুরু থেকেই তাঁদের উপস্থিতির গুঞ্জন শোনা গেলেও বিষয়টি চমক হিসেবে গোপন রেখেছিলেন পরিচালক। পর্দায় যখন তাঁরা ধরা দিয়েছেন, উল্লাসে ফেটে পড়েছেন হলভর্তি দর্শক। সোশ্যাল মিডিয়ায় চলছে তাঁদের উপস্থিতি নিয়ে আলোচনা।
অন্যদিকে ইনসাফ সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি ছিল দর্শকদের জন্য বাড়তি পাওয়া। সিনেমা মুক্তির আগপর্যন্ত গোপন রাখা হয়েছে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা। ন্যাড়া মাথা, হাতে রক্তমাখা দা আর ভায়োলিন বাজানোর দৃশ্যে অভিনেতাকে দেখে অনেকে আঁতকে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, চঞ্চল চৌধুরীর উপস্থিতি সিনেমার আবহ বদলে দিয়েছে।
গত ঈদের সিনেমার মতো এবারও অতিথি চরিত্রে পাওয়া গেছে সুনেরাহ বিনতে কামালকে। ‘দাগি’র পর এবার তিনি হাজির হয়েছেন উৎসব সিনেমায়। পর্দায় উপস্থিতি কম হলেও প্রশংসিত হচ্ছেন সুনেরাহ।
আইনি জটিলতায় লন্ডনে আটকে আছে বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ধনকুবের সঞ্জয়ের মরদেহ। দুই সন্তানকে নিয়ে সাবেক স্বামীর মরদেহের অপেক্ষায় আছেন অভিনেত্রী।
১ ঘণ্টা আগেকোরবানির ঈদে মুক্তির তালিকায় ছিল ১০টি সিনেমা। শেষ মুহূর্তে চারটি সিনেমা পিছিয়ে যায়, মুক্তি পায় ছয়টি। মুক্তির তালিকা থেকে সরে যাওয়া সিনেমাগুলো হলো ‘নাদান’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’।
১১ ঘণ্টা আগেদুই বছরের বেশি সময় আগে শহীদ মাহমুদ জঙ্গীর লেখা দুটি গানে সুর করেছিলেন জয় শাহরিয়ার। অন্য শিল্পীর কণ্ঠে গানটি প্রকাশ করার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে দুটি গানেই কণ্ঠ দেন তিনি। সেই দুই গানের একটি সম্প্রতি প্রকাশ করলেন জয়। গানের শিরোনাম ‘কিছুই বদলায় না’।
১২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। ‘নো কিংস’ শিরোনামের এ বিক্ষোভে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নিয়েছেন মার্ক রুফালো, জিমি কিমেল, গ্রেসি আব্রামস, কেরি ওয়াশিংটন, নাতাশা রথওয়েল, অলিভিয়া রদ্রিগোর মতো হলিউড তারকারা।
১২ ঘণ্টা আগে