
গত সপ্তাহে নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক পাওনাসহ নানা অভিযোগ আনেন অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি জানান, মামুনের তিনটি সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত কোনো সিনেমার পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর সঙ্গে ফেসবুকে মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অনন্য মামুন দাবি করেন, আলোচনায় আসতেই এমনটা করছেন শাম্মী। এবার আনুষ্ঠানিকভাবে অনন্য মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শাম্মী। ক্ষমা না চাইলে নির্মাতার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।
গত মঙ্গলবার নির্মাতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলিনা শাম্মী। সেখানে তিনি বলেন, ‘ভারতে “দরদ” সিনেমায় ১৬ দিন শুটিং করার পর আমাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন, যা আমার সম্মানীর চেয়ে কম। এর আগে তাঁর “কসাই” ও “রেডিও” সিনেমার পারিশ্রমিকও এখনো পরিশোধ করেননি তিনি। সম্মানী নিয়ে নয়ছয় করে শেষে আমার অনুমতি না নিয়ে ব্যক্তিগত আলোচনার মেসেঞ্জার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।’
অনন্য মামুনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে শাম্মী বলেন, ‘তিনি দরদের শুটিংয়ের সময় আমার সঙ্গে অপমানজনক ব্যবহার করেছেন। আমি অসম্মানিত বোধ করেছি। এ ছাড়া আমাকে ডাবিংয়ে ডেকে দুই ঘণ্টা অপেক্ষা করিয়ে পরে অন্য এক নারীকে নিয়ে প্রবেশ করেন এবং তাঁর ডাবিং শুরু করেন। আমি এসবের বিচার চাই।’
অন্য শিল্পীদের সঙ্গেও মামুন এমন আচরণ করেন বলে জানান শাম্মী। সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনন্য মামুনকে ক্ষমা চাইতে হবে দাবি করে এলিনা শাম্মী বলেন, ‘তাঁকে সবকিছুর জন্য সরি বলতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

গত সপ্তাহে নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক পাওনাসহ নানা অভিযোগ আনেন অভিনেত্রী এলিনা শাম্মী। তিনি জানান, মামুনের তিনটি সিনেমায় অভিনয় করলেও এখন পর্যন্ত কোনো সিনেমার পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিনেত্রীর সঙ্গে ফেসবুকে মেসেজের স্ক্রিনশট শেয়ার করে অনন্য মামুন দাবি করেন, আলোচনায় আসতেই এমনটা করছেন শাম্মী। এবার আনুষ্ঠানিকভাবে অনন্য মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন শাম্মী। ক্ষমা না চাইলে নির্মাতার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অভিনেত্রী।
গত মঙ্গলবার নির্মাতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এলিনা শাম্মী। সেখানে তিনি বলেন, ‘ভারতে “দরদ” সিনেমায় ১৬ দিন শুটিং করার পর আমাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন, যা আমার সম্মানীর চেয়ে কম। এর আগে তাঁর “কসাই” ও “রেডিও” সিনেমার পারিশ্রমিকও এখনো পরিশোধ করেননি তিনি। সম্মানী নিয়ে নয়ছয় করে শেষে আমার অনুমতি না নিয়ে ব্যক্তিগত আলোচনার মেসেঞ্জার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।’
অনন্য মামুনের বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে শাম্মী বলেন, ‘তিনি দরদের শুটিংয়ের সময় আমার সঙ্গে অপমানজনক ব্যবহার করেছেন। আমি অসম্মানিত বোধ করেছি। এ ছাড়া আমাকে ডাবিংয়ে ডেকে দুই ঘণ্টা অপেক্ষা করিয়ে পরে অন্য এক নারীকে নিয়ে প্রবেশ করেন এবং তাঁর ডাবিং শুরু করেন। আমি এসবের বিচার চাই।’
অন্য শিল্পীদের সঙ্গেও মামুন এমন আচরণ করেন বলে জানান শাম্মী। সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। অনন্য মামুনকে ক্ষমা চাইতে হবে দাবি করে এলিনা শাম্মী বলেন, ‘তাঁকে সবকিছুর জন্য সরি বলতে হবে। না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১ দিন আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১ দিন আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১ দিন আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১ দিন আগে