
সময় আসন্ন। সব আয়োজনও সম্পন্ন। অপেক্ষা কেবল প্রীতিলতা পরীমণির জন্য। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘প্রীতিলতা’ ছবির টিম। এতে উপস্থিত ছিলেন পরীমণিসহ ছবিসংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ের মিনিট তিরিশেক পরে হাজির হলেন পরীমণি। মিষ্টি হাসি দিয়ে স্বাগত জানালেন সবাইকে। কালো শাড়ি, খোঁপায় ফুল, হাতভর্তি কাচের চুরি আর কপালের ছোট্ট টিপে পরীমণিকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল।
পূর্বঘোষণা অনুযায়ী প্রীতিলতা ছবির ‘প্রীতিলতা’ হয়েই কথা বলেন পরীমণি। তাই ব্যক্তিগত আলাপের চেয়ে উঠে এসেছে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গ।
দুই বছরের জার্নি। কেমন ছিল প্রীতিলতাকে ধারণ করা? পরীমণি বললেন, ‘প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমার তো দেখানোর কথা। প্রীতিলতাকে কতটুকু ধারণ করতে পারলাম, কীভাবে পারলাম সেই জবাব আমি পর্দায় দিতে চাই। প্রীতিলতা যেমন তার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমিও সবার কাছে আশীর্বাদ চাই। যাতে প্রীতিলতাকে সঠিকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি।’
পরিমণি আরও বলেন, ‘প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করেই প্রকাশ করতে পারব না। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের এই জার্নি। আমরা একটা সিনেমা বানাচ্ছি, সেখানে আমি প্রীতিলতার চরিত্রে নিজেকে তুলে ধরছি। সবাইকে অনুরোধ করব, আমাদের এই জার্নিটার সঙ্গে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এর মধ্যে ছবিটির ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘“প্রীতিলতা” আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন সময় নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। অক্টোবরের শেষ দিকে বাকি অংশের শুটিং শুরু করব।’
পরিচালক তাঁকে নিয়ে নাকি টেনশনে ছিলেন তিনি শেষ পর্যন্ত এই ছবিতে অভিনয় করবেন কি না। এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, ‘এই প্রশ্ন তো আমাকে কেউ কখনো করেনি। আমি কেন করব না? এমন চরিত্র একজন শিল্পীর জীবনে প্রতিদিন আসে না।’
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘অনেকেই অনেক কথা বলেছেন। তবে আমাদের টিম কাজের শুরু থেকে যেমন পরীমণিকে নিয়ে চিন্তা করছে, এখনো তাই করছে। পরীমণি যথাসময়ে শুটিং শুরু করেছেন। মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও আবার নতুন উদ্যোমে শুটিং শুরু করতে পারব বলে আশা রাখি।’
পরিচালকের কৃতজ্ঞতা রয়েছে তাঁর প্রতি। কেন এই কৃতজ্ঞতা? পরী বলেন, ‘কোনো কিছু ফুটিয়ে তোলার জন্য একটা ক্যানভাস লাগে। হয়তো সেটা আমি। হয়তো ওনার মনে হয়েছে সেটা আমিই সবচেয়ে ভালো করে করতে পারব। রংতুলি নিয়ে উনি বসে আছেন আমাকে আঁকবেন বলে। আমি হয়তো ওনার সেই কমফোর্ট জোন তৈরি করতে পেরেছি।’
ছবিতে দুটি চরিত্রে দেখা যাবে পরীমণিকে ‘অলিভিয়া’ ও ‘প্রীতিলতা’। ছবিতে অলিভিয়া কে জানতে চাইলে ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, ‘বর্তমান সময় থেকে গল্পটি শুরু করার জন্য অলিভিয়া চরিত্রটির জন্ম। এই চরিত্রটি মূলত এ সময়ের নায়িকা। তাই তার লুকটাও এ সময়ের। ধীরে ধীরে তাকেই প্রীতিলতা হয়ে উঠতে দেখবেন দর্শক। অলিভিয়া চরিত্রটির ব্যাপ্তি খুবই কম। এই চরিত্রটি প্রীতিলতা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সিনেমার গল্প এগিয়ে যাবে। যাঁরা মনে করছেন এটা পিরিয়ডিক সিনেমা কি না, কিংবা প্রীতিলতা চরিত্রটিকে আরও ফিকশনাল করা হলো কি না, সেসব ভাবার সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছবির অন্যতম অভিনেত্রী শম্পা রেজাসহ টিমের অন্য সদস্যরা।

সময় আসন্ন। সব আয়োজনও সম্পন্ন। অপেক্ষা কেবল প্রীতিলতা পরীমণির জন্য। এফডিসির জহির রায়হান কালার ল্যাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘প্রীতিলতা’ ছবির টিম। এতে উপস্থিত ছিলেন পরীমণিসহ ছবিসংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ের মিনিট তিরিশেক পরে হাজির হলেন পরীমণি। মিষ্টি হাসি দিয়ে স্বাগত জানালেন সবাইকে। কালো শাড়ি, খোঁপায় ফুল, হাতভর্তি কাচের চুরি আর কপালের ছোট্ট টিপে পরীমণিকে বেশ প্রফুল্ল দেখাচ্ছিল।
পূর্বঘোষণা অনুযায়ী প্রীতিলতা ছবির ‘প্রীতিলতা’ হয়েই কথা বলেন পরীমণি। তাই ব্যক্তিগত আলাপের চেয়ে উঠে এসেছে ব্রিটিশবিরোধী স্বাধীনতাসংগ্রামে আত্মাহুতিদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার তথা পর্দার পরীমণি প্রসঙ্গ।
দুই বছরের জার্নি। কেমন ছিল প্রীতিলতাকে ধারণ করা? পরীমণি বললেন, ‘প্রীতিলতাকে নিয়ে কি আমার বলার কথা? আমার তো দেখানোর কথা। প্রীতিলতাকে কতটুকু ধারণ করতে পারলাম, কীভাবে পারলাম সেই জবাব আমি পর্দায় দিতে চাই। প্রীতিলতা যেমন তার মায়ের কাছে আশীর্বাদ চেয়েছে, আমিও সবার কাছে আশীর্বাদ চাই। যাতে প্রীতিলতাকে সঠিকভাবে আমার মধ্যে ধারণ করতে পারি।’
পরিমণি আরও বলেন, ‘প্রীতিলতা আমার কাছে এমন একটা অনুভূতি, যেটা আমি হুট করেই প্রকাশ করতে পারব না। প্রীতিলতাকে ব্যাখ্যা করার জন্যই আমাদের এই জার্নি। আমরা একটা সিনেমা বানাচ্ছি, সেখানে আমি প্রীতিলতার চরিত্রে নিজেকে তুলে ধরছি। সবাইকে অনুরোধ করব, আমাদের এই জার্নিটার সঙ্গে থাকুন। অবশ্যই আমরা সুন্দর কিছু দেখাতে চাই।’
গোলাম রাব্বানীর চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। এর মধ্যে ছবিটির ৩৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি অংশের কাজ শুরু হবে অক্টোবরে। নির্মাতা রাশিদ পলাশ বলেন, ‘“প্রীতিলতা” আমার স্বপ্নের চলচ্চিত্র। অনেক দিন সময় নিয়ে ছবিটি নির্মাণের পরিকল্পনা করেছি। অক্টোবরের শেষ দিকে বাকি অংশের শুটিং শুরু করব।’
পরিচালক তাঁকে নিয়ে নাকি টেনশনে ছিলেন তিনি শেষ পর্যন্ত এই ছবিতে অভিনয় করবেন কি না। এ প্রসঙ্গে জানতে চাইলে পরীমণি বলেন, ‘এই প্রশ্ন তো আমাকে কেউ কখনো করেনি। আমি কেন করব না? এমন চরিত্র একজন শিল্পীর জীবনে প্রতিদিন আসে না।’
পরিচালক রাশিদ পলাশ বলেন, ‘অনেকেই অনেক কথা বলেছেন। তবে আমাদের টিম কাজের শুরু থেকে যেমন পরীমণিকে নিয়ে চিন্তা করছে, এখনো তাই করছে। পরীমণি যথাসময়ে শুটিং শুরু করেছেন। মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও আবার নতুন উদ্যোমে শুটিং শুরু করতে পারব বলে আশা রাখি।’
পরিচালকের কৃতজ্ঞতা রয়েছে তাঁর প্রতি। কেন এই কৃতজ্ঞতা? পরী বলেন, ‘কোনো কিছু ফুটিয়ে তোলার জন্য একটা ক্যানভাস লাগে। হয়তো সেটা আমি। হয়তো ওনার মনে হয়েছে সেটা আমিই সবচেয়ে ভালো করে করতে পারব। রংতুলি নিয়ে উনি বসে আছেন আমাকে আঁকবেন বলে। আমি হয়তো ওনার সেই কমফোর্ট জোন তৈরি করতে পেরেছি।’
ছবিতে দুটি চরিত্রে দেখা যাবে পরীমণিকে ‘অলিভিয়া’ ও ‘প্রীতিলতা’। ছবিতে অলিভিয়া কে জানতে চাইলে ছবির চিত্রনাট্যকার গোলাম রাব্বানী জানান, ‘বর্তমান সময় থেকে গল্পটি শুরু করার জন্য অলিভিয়া চরিত্রটির জন্ম। এই চরিত্রটি মূলত এ সময়ের নায়িকা। তাই তার লুকটাও এ সময়ের। ধীরে ধীরে তাকেই প্রীতিলতা হয়ে উঠতে দেখবেন দর্শক। অলিভিয়া চরিত্রটির ব্যাপ্তি খুবই কম। এই চরিত্রটি প্রীতিলতা হয়ে ওঠার সঙ্গে সঙ্গে সিনেমার গল্প এগিয়ে যাবে। যাঁরা মনে করছেন এটা পিরিয়ডিক সিনেমা কি না, কিংবা প্রীতিলতা চরিত্রটিকে আরও ফিকশনাল করা হলো কি না, সেসব ভাবার সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছবির অন্যতম অভিনেত্রী শম্পা রেজাসহ টিমের অন্য সদস্যরা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৮ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৮ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৮ ঘণ্টা আগে