বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। বাংলা সিনেমায় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহের আগে প্রদর্শিত হয় টেলিভিশনে। হঠাৎ বৃষ্টি মুক্তির ২৭ বছর পর নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আজ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিনেমাটির।
১৯৯৮ সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ১৯৯৮ সালে বাংলাদেশে মাত্র দুটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। দুটি পুরস্কারই উঠেছিল হঠাৎ বৃষ্টির ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফেরদৌস আহমেদ ও চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছিলেন আখতার হোসেন।
২০২৩ সালে হঠাৎ বৃষ্টির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয় ‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’ নামের বই। সিনেমার মূল চিত্রনাট্যর সঙ্গে বইটিতে জায়গা পায় এর স্থিরচিত্র, শিল্পী-কলাকুশলীর অভিজ্ঞতার কথা। এবার তৈরি হচ্ছে সিনেমার সিকুয়েল। আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করবেন কামরুজ্জামান। এবার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নতুন অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও অনেকে। আজ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরতের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার শুটিং। সেখানেই প্রকাশ করা হবে নায়ক-নায়িকার নাম।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। বাংলা সিনেমায় পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছিল সিনেমাটি। প্রেক্ষাগৃহের আগে প্রদর্শিত হয় টেলিভিশনে। হঠাৎ বৃষ্টি মুক্তির ২৭ বছর পর নতুন অভিনয়শিল্পীদের নিয়ে তৈরি হচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম। আজ মহরতের মধ্য দিয়ে যাত্রা শুরু হবে সিনেমাটির।
১৯৯৮ সালের কোরবানির ঈদের দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয় হঠাৎ বৃষ্টির। দর্শক দারুণ পছন্দ করে সিনেমাটি। বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় হঠাৎ বৃষ্টিতে দেখা গিয়েছিল নতুন অভিনয়শিল্পীদের। বিশেষ করে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদীর রসায়ন মন জিতে নেয় দর্শকের। টিভির পর প্রেক্ষাগৃহে মুক্তির পর হলগুলোতে যেন দর্শকের বৃষ্টি নেমেছিল। বিশেষ করে তরুণ দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পায়। ব্যবসার পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছিল সিনেমাটি। ১৯৯৮ সালে বাংলাদেশে মাত্র দুটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছিল। দুটি পুরস্কারই উঠেছিল হঠাৎ বৃষ্টির ঝুলিতে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ফেরদৌস আহমেদ ও চিত্রগ্রাহকের পুরস্কার জিতেছিলেন আখতার হোসেন।
২০২৩ সালে হঠাৎ বৃষ্টির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশ করা হয় ‘চিত্রনাট্য ও অন্যান্য প্রসঙ্গ’ নামের বই। সিনেমার মূল চিত্রনাট্যর সঙ্গে বইটিতে জায়গা পায় এর স্থিরচিত্র, শিল্পী-কলাকুশলীর অভিজ্ঞতার কথা। এবার তৈরি হচ্ছে সিনেমার সিকুয়েল। আবার হঠাৎ বৃষ্টি পরিচালনা করবেন কামরুজ্জামান। এবার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নতুন অভিনয়শিল্পীরা। তাঁদের সঙ্গে থাকছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবিসহ আরও অনেকে। আজ উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউসে মহরতের মধ্য দিয়ে শুরু হবে সিনেমার শুটিং। সেখানেই প্রকাশ করা হবে নায়ক-নায়িকার নাম।

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
১৬ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
১৬ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৬ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
১৬ ঘণ্টা আগে