বিনোদন প্রতিবেদক, ঢাকা

শেষ হচ্ছে প্রতীক্ষা। মানবজাতির বিপদের বন্ধু হয়ে আবার ফিরছে সুপারম্যান। ১১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে সিনেমাটি। সুপারম্যানের সঙ্গে এ দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’।
সুপারম্যান
‘লুক অ্যাট দ্য স্কাই! ইজ ইট আ বার্ড? ইজ ইট আ প্লেন? নো, ইটস সুপারম্যান’। মেট্রোপলিসের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই এভাবেই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, এবারের সুপারম্যান একটু বেশিই রাজনৈতিক।
সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান জানান, নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসননীতির সমালোচনা রয়েছে এতে। সিনেমাটি এমন এক মানুষের গল্প, যে আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।
সুপারম্যান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।
ক্যারাটে কিড: লিজেন্ডস
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্যারাটে কিড’ সিনেমার সিকুয়েল ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। প্রথম পর্বের মতো এবারও জ্যাকি চ্যান অভিনয় করেছেন মিস্টার হান চরিত্রে। মিস্টার হান তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করে ডেনিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লিকে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে।
ক্যারাটে কিড: লিজেন্ডস সিনেমায় পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে একটি সংযোগ স্থাপন করা হয়েছে। গল্পে দেখা যাবে, কোবরা কাইয়ের পুরোনো শিষ্যদের একজন কিম তায় সাং একটি মার্শাল আর্ট একাডেমি খুলেছে, যা সারা বিশ্বের মার্শাল আর্টকে করপোরেটভাবে নিয়ন্ত্রণ করতে চায়। যা মার্শাল আর্টের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে লড়াই করতে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ভুলে হাত মেলায় দুই মার্শাল আর্ট মাস্টার ডেনিয়েল লারসো ও জনি লরেন্স। ডেনিয়েলের কন্যা সামান্থা এবং জনির ছেলে রবি একটি নতুন দল গঠন করে। তাদের সঙ্গে যোগ দেয় মিস্টার হানের শিষ্য লি হান। তাদের লক্ষ্য কিম তায় সাংয়ের একাডেমিকে থামানো এবং সত্যিকারের মার্শাল আর্ট চেতনা বাঁচিয়ে রাখা।
গত ৩০ মে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য অঞ্চলে ৪৬ মিলিয়ন ডলার আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯২ মিলিয়ন ডলার।

শেষ হচ্ছে প্রতীক্ষা। মানবজাতির বিপদের বন্ধু হয়ে আবার ফিরছে সুপারম্যান। ১১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে ডিসি স্টুডিওর ব্যানারে তৈরি প্রথম সিনেমা ‘সুপারম্যান’। একই দিন থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাবে সিনেমাটি। সুপারম্যানের সঙ্গে এ দিন স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মুক্তি পাচ্ছে মার্শাল আর্ট সুপারস্টার জ্যাকি চ্যানের নতুন সিনেমা ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’।
সুপারম্যান
‘লুক অ্যাট দ্য স্কাই! ইজ ইট আ বার্ড? ইজ ইট আ প্লেন? নো, ইটস সুপারম্যান’। মেট্রোপলিসের আকাশে, লাল-নীল কস্টিউমে সুপারম্যানকে উড়তে দেখে সবাই এভাবেই বিস্মিত হয়েছিল। সেই বিস্ময় এখনো ম্লান হয়ে যায়নি। জেরি সিগেল ও জো শাস্টারের তৈরি এই জনপ্রিয় চরিত্রকে নতুনভাবে পর্দায় নিয়ে আসছেন জেমস গান। নির্মাতা জানিয়েছেন, এবারের সুপারম্যান একটু বেশিই রাজনৈতিক।
সম্প্রতি দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেমস গান জানান, নতুন সিনেমায় সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট একজন অভিবাসী। যুক্তরাষ্ট্রের একটি সংবাদপত্রে কাজ করে। বর্তমানে যুক্তরাষ্ট্রের যে নীতি, সেখানকার সামাজিক ও রাজনৈতিক বলয়ে গভীর প্রভাব ফেলছে, সেই অভিবাসননীতির সমালোচনা রয়েছে এতে। সিনেমাটি এমন এক মানুষের গল্প, যে আরেকটি দেশে উন্নত জীবনের সন্ধান করছে।
সুপারম্যান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন ডেভিড কোরেন্সওয়েট, লুইস লেনের ভূমিকায় র্যাচেল ব্রোসনাহান। আর নেতিবাচক চরিত্র লেক্স লুথারের ভূমিকায় অভিনয় করেছেন নিকোলাস হল্ট।
ক্যারাটে কিড: লিজেন্ডস
২০১০ সালে মুক্তি পাওয়া ‘দ্য ক্যারাটে কিড’ সিনেমার সিকুয়েল ‘ক্যারাটে কিড: লিজেন্ডস’। এতে দেখা যাবে, লি নামের এক তরুণ তার মায়ের সঙ্গে বেইজিং থেকে নিউইয়র্কে আসে এবং সেখানে তার মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। প্রথম পর্বের মতো এবারও জ্যাকি চ্যান অভিনয় করেছেন মিস্টার হান চরিত্রে। মিস্টার হান তার অতীতের ব্যর্থতা ও ভয়কে জয় করে ডেনিয়েল লারসোর সঙ্গে হাত মিলিয়ে লিকে কারাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করে।
ক্যারাটে কিড: লিজেন্ডস সিনেমায় পুরোনো ও নতুন প্রজন্মের মধ্যে একটি সংযোগ স্থাপন করা হয়েছে। গল্পে দেখা যাবে, কোবরা কাইয়ের পুরোনো শিষ্যদের একজন কিম তায় সাং একটি মার্শাল আর্ট একাডেমি খুলেছে, যা সারা বিশ্বের মার্শাল আর্টকে করপোরেটভাবে নিয়ন্ত্রণ করতে চায়। যা মার্শাল আর্টের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে লড়াই করতে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব ভুলে হাত মেলায় দুই মার্শাল আর্ট মাস্টার ডেনিয়েল লারসো ও জনি লরেন্স। ডেনিয়েলের কন্যা সামান্থা এবং জনির ছেলে রবি একটি নতুন দল গঠন করে। তাদের সঙ্গে যোগ দেয় মিস্টার হানের শিষ্য লি হান। তাদের লক্ষ্য কিম তায় সাংয়ের একাডেমিকে থামানো এবং সত্যিকারের মার্শাল আর্ট চেতনা বাঁচিয়ে রাখা।
গত ৩০ মে মুক্তি পাওয়া সিনেমাটি এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় ৪৬ মিলিয়ন ডলার এবং অন্যান্য অঞ্চলে ৪৬ মিলিয়ন ডলার আয় করেছে। সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৯২ মিলিয়ন ডলার।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
২ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২ ঘণ্টা আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
২ ঘণ্টা আগে