বিনোদন প্রতিবেদক

ঢাকা: কয়েক বছর আগে সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসেছিলেন শবনম বুবলী। শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবির নায়িকা হয়েছেন বুবলী।
কিন্তু ‘বীর’ সিনেমার পর প্রায় বছরখানেকের বিরতি। তারপর প্রেম, বিয়ে নিয়ে এই দুই তারকার সংবাদ প্রকাশ হতে থাকে মিডিয়ায়। বরাবরই দুজন খবরগুলো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাছাড়া এক বছরেরও বেশি সময় ধরে বুবলী আত্মগোপনে ছিলেন।
সব জল্পনা সরিয়ে আবারও এই শাকিব-বুবলী একসঙ্গে অভিনয় করছেন। গত ২১ মে নতুন লুক নিয়ে হাজির হয়েছিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। নতুন গেটআপে লিডার হিসেবে ধরা দিয়েছিলেন তিনি।
এর দুদিন বাদে সোমবার (২৪ মে) পাওয়া গেলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ নায়িকা শবনম বুবলীর লুক। একটি নয়, তিনটি চরিত্রে পাওয়া গেল এই চিত্রনায়িকাকে। এতে সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন এই নায়িকা।
বুবলী জানান, আজ (২৫ মে) থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। তিনি বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ উত্তরায় আমরা সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়েছিল। ছবিটি পরিচালনা করছেন তপু খান।
শাকিব-বুবলী জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’। এরপর একসঙ্গে দশটি সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। ‘লিডার, আমিই বাংলাদেশ’ তাঁদের একসঙ্গে ১১তম সিনেমা।

ঢাকা: কয়েক বছর আগে সংবাদ পাঠিকা থেকে অভিনয়ে এসেছিলেন শবনম বুবলী। শুরু থেকেই শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে একাধিক সুপারহিট ছবির নায়িকা হয়েছেন বুবলী।
কিন্তু ‘বীর’ সিনেমার পর প্রায় বছরখানেকের বিরতি। তারপর প্রেম, বিয়ে নিয়ে এই দুই তারকার সংবাদ প্রকাশ হতে থাকে মিডিয়ায়। বরাবরই দুজন খবরগুলো মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। তাছাড়া এক বছরেরও বেশি সময় ধরে বুবলী আত্মগোপনে ছিলেন।
সব জল্পনা সরিয়ে আবারও এই শাকিব-বুবলী একসঙ্গে অভিনয় করছেন। গত ২১ মে নতুন লুক নিয়ে হাজির হয়েছিলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। নতুন গেটআপে লিডার হিসেবে ধরা দিয়েছিলেন তিনি।
এর দুদিন বাদে সোমবার (২৪ মে) পাওয়া গেলো ‘লিডার, আমিই বাংলাদেশ’ নায়িকা শবনম বুবলীর লুক। একটি নয়, তিনটি চরিত্রে পাওয়া গেল এই চিত্রনায়িকাকে। এতে সাধারণ সালোয়ার-কামিজ, পাশ্চাত্য ও শাড়িতে হাজির হয়েছেন এই নায়িকা।
বুবলী জানান, আজ (২৫ মে) থেকে সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে। তিনি বলেন, ‘চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং পিছিয়ে দেওয়া হয়েছিল। আজ উত্তরায় আমরা সিনেমার মহরত ও শুটিং শুরু করতে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।’
গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে ‘লিডার, আমিই বাংলাদেশ’-এর সাইনিং অনুষ্ঠিত হয়েছিল। ছবিটি পরিচালনা করছেন তপু খান।
শাকিব-বুবলী জুটির প্রথম সিনেমা ‘বসগিরি’। এরপর একসঙ্গে দশটি সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। ‘লিডার, আমিই বাংলাদেশ’ তাঁদের একসঙ্গে ১১তম সিনেমা।

রায়হান রাফীর ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয়ের কথা ছিল নিদ্রা নেহার। খবরটি নিজেই জানিয়েছিলেন সংবাদমাধ্যমে। আনুষ্ঠানিক ঘোষণার আগে এই খবর প্রকাশ করায় পরে সিনেমাটি থেকে বাদ দেওয়া হয় অভিনেত্রীকে।
১১ ঘণ্টা আগে
কবীর সুমনের সঙ্গে আসিফ আকবরের যুগলবন্দী অনেক দিনের। ছোটবেলা থেকেই কবীর সুমনের গানের বড় ভক্ত আসিফ। সে মুগ্ধতা থেকেই একসময় তাঁর কথা ও সুরে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন। তাঁর সঙ্গে যোগাযোগও হয়। কবীর সুমনেরও ভালো লাগে আসিফের গায়কি।
১১ ঘণ্টা আগে
পুরস্কার প্রদানের মধ্য দিয়ে গতকাল শেষ হলো সিনেমা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন আহমেদ হাসান সানি।
১১ ঘণ্টা আগে
দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় আবারও পর্দায় ফিরছে জনপ্রিয় ফ্যামিলি গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’। বঙ্গ প্রযোজিত এই শোয়ের সিজন ২-এর প্রচার শুরু হবে আগামীকাল ১৯ জানুয়ারি থেকে।
১ দিন আগে