Ajker Patrika

অস্কারে যাচ্ছে অমিতাভের ‌‘রিকশা গার্ল’!

বিনোদন প্রতিবেদক
অস্কারে যাচ্ছে অমিতাভের ‌‘রিকশা গার্ল’!

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত ‘রিকশা গার্ল’ দক্ষিণ আফ্রিকার ডারবান ইন্টারন্যাশনাল চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে। ২২ জুলাই থেকে ‍১ অগস্ট পর্যন্ত আয়োজিত এ উৎসবে ছবিটি প্রদর্শনের সঙ্গে প্রতিযোগিতায়ও অংশ নেবে বলে জানিয়েছেন অমিতাভ।

সিনেমাটির মার্কিন প্রযোজক এরিক জে অ্যাডামসকে উদ্ধৃত করে অমিতাভ রেজা জানান, এখন সিনেমাটি অস্কারে জমা দেওয়া যাবে। হলিউডের সিনেমা হিসেবেই মুক্তি পাবে ও অস্কারে যাবে।

তিনি বলেন ‘ছবিটি ডারবান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা ও প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। তাদের এই স্বীকৃতির মাধ্যমে ছবিটি অস্কারে জমা দেওয়ার জন্য কোয়ালিফায়েড হলো।’

যোগাযোগ করা হলে অমিতাভ জানান, অস্কারে জমা দেওয়ার এই পদ্ধতি সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল নন। তবে এ আয়োজনের ফলে অস্কারে সিনেমা জমা দেওয়া সহজ হয়। ইংরেজি ভাষায় নির্মিত এ ছবিটি এখনও মুক্তি পায়নি।

ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের লেখা ‘রিকশা গার্ল’ অবলম্বনে চিত্রনাট্য তৈরি করেছেন নাসিফ আমীন।

এদিকে, সিনেমাটি বাংলাদেশে কবে মুক্তি পাচ্ছে, এ প্রসঙ্গে নির্মাতার উত্তর, ‘আমি সঠিক জানি না। পোস্ট প্রডাকশনের কাজ শেষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত