
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস ১৫ নভেম্বর। আবেগঘন দিবসটি উপলক্ষে সৌমিত্রের স্মৃতিচারণায় চরকি নিয়ে আসছে নতুন চমক। উন্মোচিত হতে যাচ্ছে তাঁর অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’র অফিশিয়াল পোস্টার।
ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। প্রতি মাসে নতুন ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি থেকেই এবার আসছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই একটি ছবিতে। ছবির ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে আরও দেখা যাবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।
‘রবিবার’ চলচ্চিত্রখ্যাত পরিচালক অতনু ঘোষ চরকিতে তাঁর ছবির রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর এই ষষ্ঠ চলচ্চিত্র খুলে দিল ফিল্ম, ফান, ফুর্তির অপার সম্ভাবনার দ্বার।
চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। ছবিটি দর্শক মাসিক, ছয় মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।
দর্শকদের জন্য প্ল্যাটফর্মটি প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে। নিয়মিত নতুন বাংলা কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন করে ফেলতে পারেন চরকি।
গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসার-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তাঁর অভিনীত অন্যতম ছবিগুলো হলো দেবী, তিন কন্যা, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনিসংকেত, ঝিন্দের বন্দী, অপরিচিত, তিন ভুবনের পাড়ে, আতঙ্ক, পারমিতার একদিন, বেলা শেষে ও ময়ূরাক্ষী।
চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।
চরকি এই অভিনেতাকে স্মরণ করছে শ্রদ্ধাভরে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রয়াণ দিবস ১৫ নভেম্বর। আবেগঘন দিবসটি উপলক্ষে সৌমিত্রের স্মৃতিচারণায় চরকি নিয়ে আসছে নতুন চমক। উন্মোচিত হতে যাচ্ছে তাঁর অভিনীত অপ্রকাশিত চলচ্চিত্র ‘৭২ ঘণ্টা’র অফিশিয়াল পোস্টার।
ভারতীয় নির্মাতা অতনু ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি চরকিতে মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
স্টোরি লাইন মুভিজ ও চরকি প্রথমবাবের মতো একসঙ্গে কাজ করছে। এই প্রযোজনার মধ্য দিয়ে ভারতীয় বাংলা কনটেন্টকে স্বাগত জানাচ্ছে চরকি। প্রতি মাসে নতুন ছবি উপহার দেওয়ার প্রতিশ্রুতি থেকেই এবার আসছে চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’।
একজন স্ট্যান্ডআপ কমেডিয়ানের আত্মহত্যার পর ৭২ ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া ছয়টি ঘটনাকে একসঙ্গে বাঁধা হয়েছে এই একটি ছবিতে। ছবির ফ্রেমে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। সেই সঙ্গে আরও দেখা যাবে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মুখ ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, অনন্যা চ্যাটার্জি, সুদীপ্তা, পরান বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জিসহ অনেককে।
‘রবিবার’ চলচ্চিত্রখ্যাত পরিচালক অতনু ঘোষ চরকিতে তাঁর ছবির রিলিজ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাঁর এই ষষ্ঠ চলচ্চিত্র খুলে দিল ফিল্ম, ফান, ফুর্তির অপার সম্ভাবনার দ্বার।
চরকি অরিজিনাল ফিল্ম ‘৭২ ঘণ্টা’ প্রিমিয়াম কনটেন্ট হিসেবে চরকির অ্যাপ ও ওয়েবসাইট থেকে দেখা যাবে। ছবিটি দর্শক মাসিক, ছয় মাস ও ১২ মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ কেনার মাধ্যমে দেখতে পারবেন। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে সাবস্ক্রিশন কেনার মধ্য দিয়ে শুধু এই ছবিটিই নয়, আরও দেখা যাবে চরকি অরিজিনাল ওয়েব সিরিজ, অ্যান্থলজি সিরিজ, বাংলায় ডাব করা ভিনদেশি চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্যসহ আরও অনেক ধরনের বৈচিত্র্যময় কনটেন্ট।
দর্শকদের জন্য প্ল্যাটফর্মটি প্রতি সপ্তাহে নতুন কনটেন্ট মুক্তি দিচ্ছে। নিয়মিত নতুন বাংলা কনটেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশন করে ফেলতে পারেন চরকি।
গত বছর করোনায় আক্রান্ত হয়ে ১৫ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের হাত ধরে অপুর সংসার-এ প্রবেশের পর একটানা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেন সৌমিত্র। তাঁর অভিনীত অন্যতম ছবিগুলো হলো দেবী, তিন কন্যা, চারুলতা, অরণ্যের দিনরাত্রি, অশনিসংকেত, ঝিন্দের বন্দী, অপরিচিত, তিন ভুবনের পাড়ে, আতঙ্ক, পারমিতার একদিন, বেলা শেষে ও ময়ূরাক্ষী।
চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও অভিনয় করেছেন; লিখেছেন গান ও নাটক। ছিলেন অসামান্য আবৃত্তিকার।
চরকি এই অভিনেতাকে স্মরণ করছে শ্রদ্ধাভরে।

গত বছর ঢালিউডে হিট সিনেমার সংখ্যা বাড়লেও কমেছে মুক্তিপ্রাপ্ত সিনেমা। তবে দুই ঈদে সিনেমা মুক্তির হিড়িক ছিল। নতুন বছরেও ঈদকে কেন্দ্র করে প্রস্তুত হচ্ছেন নির্মাতারা। এ বছর অবশ্য ঈদ ছাড়াও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। ২০২৬ সালে যেসব সিনেমার দিকে নজর থাকবে...
১৪ ঘণ্টা আগে
নতুন বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল সমতল। নাটকের নাম ‘লুৎফার প্রদীপ’। লিখেছেন তানভীর মোকাম্মেল। সগীর মোস্তফার নির্দেশনায় এ নাটকে একক অভিনয়ে দেখা যাবে চিত্রলেখা গুহকে। মঞ্চে এটি তাঁর প্রথম একক অভিনয়। ৩ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতিতে সন্ধ্যা ৬টায় দেখা...
১৮ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১৯ ঘণ্টা আগে
দুই বাংলার প্রেক্ষাগৃহে ২০২৫ সালজুড়ে নিয়মিত সিনেমা মুক্তি পেয়েছে জয়া আহসানের। ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’, ‘ডিয়ার মা’ দিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। নতুন বছরের প্রথম দিনে নতুন সিনেমা মুক্তির তারিখ জানালেন জয়া।
১৯ ঘণ্টা আগে