বিনোদন প্রতিবেদক, ঢাকা
রোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। সেই বাগ্যুদ্ধ যেন আরও তাতিয়ে দিলেন শাকিব খান।
গতকাল ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’ প্রিয় নায়কের এমন কথার সঙ্গে একমত প্রকাশ করছেন শাকিবের ভক্তরা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এমন কথা শুধু শাকিব খানের মুখেই মানায়। অনেকে আবার তাঁর মন্তব্য ভালোভাবে নিতে পারছেন না। কেউ কেউ মনে করছেন, ঈদের সিনেমায় প্রতিযোগিতার আভাস পেয়েই এমন মন্তব্য করেছেন শাকিব খান।
মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব হাজির হচ্ছেন ভয়ংকররূপে। শাকিব অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তান। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিব। তিনি বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশে আলোচনা হতো। এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সব সময় এটাই চেয়েছিলাম। বরবাদ মুক্তির পর যাঁরাই দেখবেন, পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
সিনেমার পাশাপাশি ব্যবসায় নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সম্প্রতি বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পেয়েছে তাঁর কসমেটিকস ও স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
এ উপলক্ষে গত রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হয়ে শাকিব খান বলেন, ‘বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক-হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। রিমার্ক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
রোজার ঈদের এখনো বাকি প্রায় দুই সপ্তাহ। মুক্তির তালিকায় শোনা যাচ্ছে হাফ ডজনের বেশি সিনেমার নাম। শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগি’ ও সিয়াম আহমেদের ‘জংলি’ সিনেমা তিনটি রয়েছে আলোচনার কেন্দ্রে। ঈদের সেরা সিনেমা হবে কোনটি, তা নিয়ে ইতিমধ্যে তিন নায়কের ভক্তদের মাঝে শুরু হয়েছে বাগ্যুদ্ধ। সেই বাগ্যুদ্ধ যেন আরও তাতিয়ে দিলেন শাকিব খান।
গতকাল ইনস্টাগ্রামে নতুন লুকে ছবি প্রকাশ করেন শাকিব খান। ক্যাপশনে লেখেন, ‘আমি প্রতিযোগিতা করি না, শাসন করি।’ প্রিয় নায়কের এমন কথার সঙ্গে একমত প্রকাশ করছেন শাকিবের ভক্তরা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এমন কথা শুধু শাকিব খানের মুখেই মানায়। অনেকে আবার তাঁর মন্তব্য ভালোভাবে নিতে পারছেন না। কেউ কেউ মনে করছেন, ঈদের সিনেমায় প্রতিযোগিতার আভাস পেয়েই এমন মন্তব্য করেছেন শাকিব খান।
মেহেদী হাসান হৃদয়ের বরবাদ সিনেমায় শাকিব হাজির হচ্ছেন ভয়ংকররূপে। শাকিব অভিনীত চরিত্রটি গ্যাংস্টার বাবার বখে যাওয়া সন্তান। ভালোবাসার মানুষ নিতুকে পাওয়ার জন্য দুনিয়া বরবাদ করতেও রাজি সে। সিনেমাটি নিয়ে আশাবাদী শাকিব। তিনি বলেন, ‘আগে বাংলা সিনেমার টিজার ও গান নিয়ে দেশে আলোচনা হতো। এখন সারা বিশ্বের ফিল্ম ক্রিটিকসরা কথা বলেন। এর মানে বোঝা যাচ্ছে আমাদের সিনেমা বিশ্বের মানুষদের নজরে রয়েছে। আমি সব সময় এটাই চেয়েছিলাম। বরবাদ মুক্তির পর যাঁরাই দেখবেন, পছন্দ করবেন বলে আমি বিশ্বাস করি।’
সিনেমার পাশাপাশি ব্যবসায় নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সম্প্রতি বিএসটিআইয়ের ‘হালাল’ সার্টিফিকেট পেয়েছে তাঁর কসমেটিকস ও স্কিন কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
এ উপলক্ষে গত রোববার রাজধানীর পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। সেখানে উপস্থিত হয়ে শাকিব খান বলেন, ‘বিএসটিআই ৩৪টি পণ্যের পরীক্ষা করে দেখেছে আমদানিকৃত এসব পণ্যের অধিকাংশই ভেজাল ও নকল। সেখানে রিমার্ক-হারল্যান সাধারণ মানুষের স্বস্তির জায়গা নিশ্চিত করছে। এই অর্জন শুধু রিমার্কের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। রিমার্ক-হারল্যান বিশ্বাস করে পরিশুদ্ধতায়। আর তাই রিমার্ক-হারল্যান কাজ করছে পণ্যের হালাল সার্টিফিকেশন নিয়ে। রিমার্ক বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়।
৮ ঘণ্টা আগেমুহাম্মদ ইমরান হোসেনের ‘অন্তরালে প্রেম’ নাটকে প্রথম একসঙ্গে অভিনয় করেছিলেন তানিয়া বৃষ্টি ও পার্থ শেখ। আগামী কোরবানির ঈদের জন্য আবার তাঁরা একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘এই শহরে মেঘেরা একা’। মেহরাব জাহিদের রচনায় নাটকটি পরিচালনা করছেন সোহেল রানা ইমন। গত রোব ও সোমবার রাজধানীর উত্তরার দোলনচাঁপা শুটিং
৮ ঘণ্টা আগেঈদে মুক্তি পেয়েছিল সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। মুক্তির আগেই পড়েছিল পাইরেসির কবলে। তবু প্রথম কয়েক দিন হলে ভিড় ছিল ভালোই। কিন্তু সিকান্দারের গল্প, অভিনয় মন ছুঁতে পারেনি দর্শকের। ফলে প্রত্যাশিত ব্যবসা করতে ব্যর্থ হয়েছে এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি। ৩০ মার্চ মুক্তি পাওয়া সিকান্দার প্রায়
৮ ঘণ্টা আগেবছরের শুরুতে গত ৭ জানুয়ারি রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হয়েছিল বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রের নাটক ‘ক্রীতদাস কথা’। প্রথম প্রদর্শনীতে সুধীজনের নজর কেড়েছিল নাটকটি। এবার একই মঞ্চে নাটকটির দ্বিতীয় প্রদর্শনীর আয়োজন করেছে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র। আজ সন্ধ্যা ৭টায়
৮ ঘণ্টা আগে