বিনোদন প্রতিবেদক, ঢাকা

অভিনেত্রী হিসেবে আফসানা মিমি যেমন পরিচিত, তেমনি পরিচালক হিসেবেও তিনি সমান সফল। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর বানিয়েছেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘ডলস হাউস’, ‘সায়ংকাল’সহ বেশ কিছু ধারাবাহিক।
আফসানা মিমির নতুন প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার পেয়েছিল সিনেমাটি। এবার সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা হলো রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন।
৭ নভেম্বর থেকে ভিয়েতনামে শুরু হয় সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শেষ হয় ১১ নভেম্বর। পাঁচ দিনের এই উৎসবের প্রজেক্ট মার্কেটে এবার অংশ নেয় ২০টি দেশের ৭০টি সিনেমা। সেখান থেকে ৮টি প্রজেক্ট নির্বাচিত করে এসব সিনেমার নির্মাতাদের নিয়ে ৫ দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বিনিয়োগকারীদের সামনে নির্মাতারা তাঁদের প্রজেক্ট উপস্থাপন করেন। উৎসবের সমাপনী দিনে জানানো হয় বিজয়ীর নাম। এতে মিমির রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস ছাড়াও জয়ী হয়েছে ফয়সাল সয়লাল পরিচালিত তুরস্কের সিনেমা ‘রাহমা’। হ্যানয় টাইমস জানিয়েছে, বিজয়ী হওয়া সিনেমার নির্মাতা পাবেন ৫ হাজার ৩২০ মার্কিন ডলার। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট বিভাগের পুরস্কার ঘোষণার পর পরিচালক আফসানা মিমির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
ভিয়েতনামের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই প্রজেক্ট মার্কেট। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সিনেমাকে পরিচিত করানোর পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে ভিয়েতনামের স্থানীয় ইন্ডাস্ট্রির সংযোগ স্থাপনে এ প্রজেক্ট কার্যকর হবে বলে মত উৎসব কর্তৃপক্ষের। প্রজেক্ট মার্কেটে নির্বাচিত প্রকল্পগুলো নির্মাণের জন্য অর্থায়ন করেন উৎসবে অংশ নেওয়া প্রযোজক ও বিনিয়োগকারীরা।
সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ৫১টি দেশের ১১৭টি সিনেমা। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ইরানের ‘হার্ড শেল’। সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কারও গেছে হার্ড শেলের দখলে। ‘এইট ভিউস অব লেক বিওয়া’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এস্তোনিয়ার তিনা তোরাতে।

অভিনেত্রী হিসেবে আফসানা মিমি যেমন পরিচিত, তেমনি পরিচালক হিসেবেও তিনি সমান সফল। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর বানিয়েছেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘ডলস হাউস’, ‘সায়ংকাল’সহ বেশ কিছু ধারাবাহিক।
আফসানা মিমির নতুন প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার পেয়েছিল সিনেমাটি। এবার সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা হলো রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন।
৭ নভেম্বর থেকে ভিয়েতনামে শুরু হয় সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শেষ হয় ১১ নভেম্বর। পাঁচ দিনের এই উৎসবের প্রজেক্ট মার্কেটে এবার অংশ নেয় ২০টি দেশের ৭০টি সিনেমা। সেখান থেকে ৮টি প্রজেক্ট নির্বাচিত করে এসব সিনেমার নির্মাতাদের নিয়ে ৫ দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বিনিয়োগকারীদের সামনে নির্মাতারা তাঁদের প্রজেক্ট উপস্থাপন করেন। উৎসবের সমাপনী দিনে জানানো হয় বিজয়ীর নাম। এতে মিমির রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস ছাড়াও জয়ী হয়েছে ফয়সাল সয়লাল পরিচালিত তুরস্কের সিনেমা ‘রাহমা’। হ্যানয় টাইমস জানিয়েছে, বিজয়ী হওয়া সিনেমার নির্মাতা পাবেন ৫ হাজার ৩২০ মার্কিন ডলার। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট বিভাগের পুরস্কার ঘোষণার পর পরিচালক আফসানা মিমির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
ভিয়েতনামের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই প্রজেক্ট মার্কেট। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সিনেমাকে পরিচিত করানোর পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে ভিয়েতনামের স্থানীয় ইন্ডাস্ট্রির সংযোগ স্থাপনে এ প্রজেক্ট কার্যকর হবে বলে মত উৎসব কর্তৃপক্ষের। প্রজেক্ট মার্কেটে নির্বাচিত প্রকল্পগুলো নির্মাণের জন্য অর্থায়ন করেন উৎসবে অংশ নেওয়া প্রযোজক ও বিনিয়োগকারীরা।
সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ৫১টি দেশের ১১৭টি সিনেমা। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ইরানের ‘হার্ড শেল’। সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কারও গেছে হার্ড শেলের দখলে। ‘এইট ভিউস অব লেক বিওয়া’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এস্তোনিয়ার তিনা তোরাতে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৯ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৯ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৯ ঘণ্টা আগে