বিনোদন প্রতিবেদক, ঢাকা

অভিনেত্রী হিসেবে আফসানা মিমি যেমন পরিচিত, তেমনি পরিচালক হিসেবেও তিনি সমান সফল। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর বানিয়েছেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘ডলস হাউস’, ‘সায়ংকাল’সহ বেশ কিছু ধারাবাহিক।
আফসানা মিমির নতুন প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার পেয়েছিল সিনেমাটি। এবার সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা হলো রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন।
৭ নভেম্বর থেকে ভিয়েতনামে শুরু হয় সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শেষ হয় ১১ নভেম্বর। পাঁচ দিনের এই উৎসবের প্রজেক্ট মার্কেটে এবার অংশ নেয় ২০টি দেশের ৭০টি সিনেমা। সেখান থেকে ৮টি প্রজেক্ট নির্বাচিত করে এসব সিনেমার নির্মাতাদের নিয়ে ৫ দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বিনিয়োগকারীদের সামনে নির্মাতারা তাঁদের প্রজেক্ট উপস্থাপন করেন। উৎসবের সমাপনী দিনে জানানো হয় বিজয়ীর নাম। এতে মিমির রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস ছাড়াও জয়ী হয়েছে ফয়সাল সয়লাল পরিচালিত তুরস্কের সিনেমা ‘রাহমা’। হ্যানয় টাইমস জানিয়েছে, বিজয়ী হওয়া সিনেমার নির্মাতা পাবেন ৫ হাজার ৩২০ মার্কিন ডলার। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট বিভাগের পুরস্কার ঘোষণার পর পরিচালক আফসানা মিমির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
ভিয়েতনামের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই প্রজেক্ট মার্কেট। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সিনেমাকে পরিচিত করানোর পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে ভিয়েতনামের স্থানীয় ইন্ডাস্ট্রির সংযোগ স্থাপনে এ প্রজেক্ট কার্যকর হবে বলে মত উৎসব কর্তৃপক্ষের। প্রজেক্ট মার্কেটে নির্বাচিত প্রকল্পগুলো নির্মাণের জন্য অর্থায়ন করেন উৎসবে অংশ নেওয়া প্রযোজক ও বিনিয়োগকারীরা।
সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ৫১টি দেশের ১১৭টি সিনেমা। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ইরানের ‘হার্ড শেল’। সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কারও গেছে হার্ড শেলের দখলে। ‘এইট ভিউস অব লেক বিওয়া’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এস্তোনিয়ার তিনা তোরাতে।

অভিনেত্রী হিসেবে আফসানা মিমি যেমন পরিচিত, তেমনি পরিচালক হিসেবেও তিনি সমান সফল। ধারাবাহিক নাটক ‘বন্ধন’ দিয়ে পরিচালনা শুরু করেন। এরপর বানিয়েছেন ‘গৃহগল্প’, ‘সাড়ে তিনতলা’, ‘কাছের মানুষ’, ‘পৌষ ফাগুনের পালা’, ‘ডলস হাউস’, ‘সায়ংকাল’সহ বেশ কিছু ধারাবাহিক।
আফসানা মিমির নতুন প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’, বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’। এ বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়েস্ট মিট ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব পুরস্কার পেয়েছিল সিনেমাটি। এবার সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রজেক্ট মার্কেট বিভাগে সেরা হলো রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস। সিনেমাটির প্রযোজক হিসেবে আছেন তানভীর হোসেন।
৭ নভেম্বর থেকে ভিয়েতনামে শুরু হয় সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, শেষ হয় ১১ নভেম্বর। পাঁচ দিনের এই উৎসবের প্রজেক্ট মার্কেটে এবার অংশ নেয় ২০টি দেশের ৭০টি সিনেমা। সেখান থেকে ৮টি প্রজেক্ট নির্বাচিত করে এসব সিনেমার নির্মাতাদের নিয়ে ৫ দিনের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে বিনিয়োগকারীদের সামনে নির্মাতারা তাঁদের প্রজেক্ট উপস্থাপন করেন। উৎসবের সমাপনী দিনে জানানো হয় বিজয়ীর নাম। এতে মিমির রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস ছাড়াও জয়ী হয়েছে ফয়সাল সয়লাল পরিচালিত তুরস্কের সিনেমা ‘রাহমা’। হ্যানয় টাইমস জানিয়েছে, বিজয়ী হওয়া সিনেমার নির্মাতা পাবেন ৫ হাজার ৩২০ মার্কিন ডলার। এদিন ফিল্ম প্রজেক্ট মার্কেট বিভাগের পুরস্কার ঘোষণার পর পরিচালক আফসানা মিমির হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
ভিয়েতনামের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে চালু করা হয়েছে এই প্রজেক্ট মার্কেট। আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সিনেমাকে পরিচিত করানোর পাশাপাশি বিভিন্ন দেশের নির্মাতাদের সঙ্গে ভিয়েতনামের স্থানীয় ইন্ডাস্ট্রির সংযোগ স্থাপনে এ প্রজেক্ট কার্যকর হবে বলে মত উৎসব কর্তৃপক্ষের। প্রজেক্ট মার্কেটে নির্বাচিত প্রকল্পগুলো নির্মাণের জন্য অর্থায়ন করেন উৎসবে অংশ নেওয়া প্রযোজক ও বিনিয়োগকারীরা।
সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছিল ৫১টি দেশের ১১৭টি সিনেমা। সেরা সিনেমার পুরস্কার জিতেছে ইরানের ‘হার্ড শেল’। সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কারও গেছে হার্ড শেলের দখলে। ‘এইট ভিউস অব লেক বিওয়া’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এস্তোনিয়ার তিনা তোরাতে।

মঙ্গলবার রাতে শুরু হয় জেফার ও রাফসানের বিয়ের গুঞ্জন। তবে চুপ ছিলেন রাফসান ও জেফার। যোগাযোগ করলেও কারও নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে তাঁদের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছিলেন, বুধবার বিয়ে করতে যাচ্ছেন রাফসান ও জেফার।
২৪ মিনিট আগে
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৭ ঘণ্টা আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
৭ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
৭ ঘণ্টা আগে