
কঠোর লকডাউনের কারণে বন্ধ ছিল শুটিং। লকডাউন শিথিল হওয়ায় ১১ আগস্ট থেকে পুরোদমে শুরু হয়েছে টিভি নাটক ও ছবির শুটিং। আবারও কর্মব্যস্ততায় সরব হয়ে উঠেছে বিএফডিসিসহ উত্তরা, পুবাইলের শুটিংপাড়া।
লকডাউন শেষ হওয়ার পরদিন ১১ আগস্ট কাজ শুরু করেন শাকিব খান। এদিন ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। তপু খান পরিচালিত এই সিনেমার শুটিংয়ে ফিরেছেন নায়িকা শবনম বুবলীও। একই দিনে কাজ শুরু হয়েছে ‘অন্তর্জাল’ ছবির। ছবিটি বানাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তারকাবহুল এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ। শুটিং হচ্ছে মিরপুরে। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত মিম। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। এত দিন ঘরে আটকে ছিলাম। শুটিংয়ে ফেরার পর মনে হচ্ছে স্বাভাবিক জীবন ফিরে পেলাম।’
লকডাউন শিথিল হওয়ায় চলতি সপ্তাহেই সোলায়মান আলী লেবু পাবনার ঈশ্বরদিতে যাচ্ছেন ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির ইউনিট নিয়ে। এ ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর, আমান রেজা। ২৫ আগস্ট থেকে ‘অভিনয়’ ছবির শুটিং করবেন নির্মাতা অনন্য মামুন। এ ছাড়া নির্মাতা জুলফিকার জাহেদীর ‘কাগজ দ্য পেপার’ সহ বেশ কয়েকটি ছবির শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহেই।
অভিনেতা মোশাররফ করিম পুবাইলের একটি হাউসে শুরু করেছেন ‘প্রিয়জন’ নামের ধারাবাহিকের শুটিং। তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, আ খ ম হাসান প্রমুখ। এটি পরিচালনা করছেন শামীম জামান। পরিচালক বলেন, ‘ধারাবাহিক নাটকটির প্রচার চলছে। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি আমরা।’
জিয়াউল ফারুক অপূর্ব ১২ আগস্ট থেকে কাজ শুরু করেছেন উত্তরার একটি শুটিং হাউসে। অভিনয়ে ফিরেছেন তারিন। একটি মিউজিক্যাল ডকুফিল্মে পরপর দুদিন শুটিং করেছেন তিনি। পুবাইলে ‘মেহমান’ নামে ধারাবাহিক নাটক শুরু করেছেন আল হাজেন। ধারাবাহিকটিতে অভিনয় করছেন মাজনুন মিজান, তানজিকা, অপর্ণা ঘোষসহ অনেকে। অভিনেত্রী মনিরা মিঠু শুটিং শুরু করেছেন কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’ নামের ধারাবাহিক দিয়ে।
লকডাউনের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন বিটিভির জন্য ১৫ আগস্টের একটি অনুষ্ঠানে। গতকাল একটি এক ঘণ্টার নাটকেরও শুটিং করেছেন তিনি।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেছেন, ‘লকডাউন শিথিল হওয়ায় এখন শুটিং চলতে পারে। তবে সবাইকে স্বাস্থ্যবিধির বিষয়টা মেনে চলতে হবে।’ এ ছাড়া, সবাইকে করোনার টিকা নিয়ে শুটিংয়ে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শহীদুজ্জামান সেলিম।

কঠোর লকডাউনের কারণে বন্ধ ছিল শুটিং। লকডাউন শিথিল হওয়ায় ১১ আগস্ট থেকে পুরোদমে শুরু হয়েছে টিভি নাটক ও ছবির শুটিং। আবারও কর্মব্যস্ততায় সরব হয়ে উঠেছে বিএফডিসিসহ উত্তরা, পুবাইলের শুটিংপাড়া।
লকডাউন শেষ হওয়ার পরদিন ১১ আগস্ট কাজ শুরু করেন শাকিব খান। এদিন ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে অংশ নেন তিনি। তপু খান পরিচালিত এই সিনেমার শুটিংয়ে ফিরেছেন নায়িকা শবনম বুবলীও। একই দিনে কাজ শুরু হয়েছে ‘অন্তর্জাল’ ছবির। ছবিটি বানাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। তারকাবহুল এই ছবিতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ। শুটিং হচ্ছে মিরপুরে। দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরতে পেরে উচ্ছ্বসিত মিম। তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। এত দিন ঘরে আটকে ছিলাম। শুটিংয়ে ফেরার পর মনে হচ্ছে স্বাভাবিক জীবন ফিরে পেলাম।’
লকডাউন শিথিল হওয়ায় চলতি সপ্তাহেই সোলায়মান আলী লেবু পাবনার ঈশ্বরদিতে যাচ্ছেন ‘প্রেম প্রীতি বন্ধন’ ছবির ইউনিট নিয়ে। এ ছবিতে অভিনয় করছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মিশা সওদাগর, আমান রেজা। ২৫ আগস্ট থেকে ‘অভিনয়’ ছবির শুটিং করবেন নির্মাতা অনন্য মামুন। এ ছাড়া নির্মাতা জুলফিকার জাহেদীর ‘কাগজ দ্য পেপার’ সহ বেশ কয়েকটি ছবির শুটিং শুরু হচ্ছে চলতি সপ্তাহেই।
অভিনেতা মোশাররফ করিম পুবাইলের একটি হাউসে শুরু করেছেন ‘প্রিয়জন’ নামের ধারাবাহিকের শুটিং। তাঁর সঙ্গে আরও অভিনয় করছেন ফারুক আহমেদ, আ খ ম হাসান প্রমুখ। এটি পরিচালনা করছেন শামীম জামান। পরিচালক বলেন, ‘ধারাবাহিক নাটকটির প্রচার চলছে। স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছি আমরা।’
জিয়াউল ফারুক অপূর্ব ১২ আগস্ট থেকে কাজ শুরু করেছেন উত্তরার একটি শুটিং হাউসে। অভিনয়ে ফিরেছেন তারিন। একটি মিউজিক্যাল ডকুফিল্মে পরপর দুদিন শুটিং করেছেন তিনি। পুবাইলে ‘মেহমান’ নামে ধারাবাহিক নাটক শুরু করেছেন আল হাজেন। ধারাবাহিকটিতে অভিনয় করছেন মাজনুন মিজান, তানজিকা, অপর্ণা ঘোষসহ অনেকে। অভিনেত্রী মনিরা মিঠু শুটিং শুরু করেছেন কায়সার আহমেদ পরিচালিত ‘গোলমাল’ নামের ধারাবাহিক দিয়ে।
লকডাউনের মাঝেই স্বাস্থ্যবিধি মেনে ফজলুর রহমান বাবু অভিনয় করেছেন বিটিভির জন্য ১৫ আগস্টের একটি অনুষ্ঠানে। গতকাল একটি এক ঘণ্টার নাটকেরও শুটিং করেছেন তিনি।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম বলেছেন, ‘লকডাউন শিথিল হওয়ায় এখন শুটিং চলতে পারে। তবে সবাইকে স্বাস্থ্যবিধির বিষয়টা মেনে চলতে হবে।’ এ ছাড়া, সবাইকে করোনার টিকা নিয়ে শুটিংয়ে ফেরার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শহীদুজ্জামান সেলিম।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
১২ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
১৩ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
১৩ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
১৩ ঘণ্টা আগে