
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে, যার প্রায় ৭৭ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। ডব্লিউএইচও আত্মহত্যার হারের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে দশম স্থানে রেখেছে। বাংলাদেশে প্রতি বছর অন্তত ১৩ হাজার মানুষ আত্মহত্যা করে। চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, আত্মহত্যা সমাধান নয় জীবনকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হয়।
কুষ্টিয়া ভেড়ামারা পরানখালী স্কুল মাঠে আত্মহত্যা-মাদক বাল্য বিবাহ প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি। অভিনেতা আহমেদ শরীফের কথায়, ‘মহান সৃষ্টিকর্তা আমাদের অসম্ভব সুন্দর জীবন দিয়েছেন। সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন ভুল সিদ্ধান্ত নতুন মহান আল্লাহর সম্পদকে আমরা বিনষ্ট করতে পারি না। তিনি যা দিয়েছেন তা সুন্দর ভাবে রক্ষা করে আমাদের চলা উচিত।’
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ শরীফ আরও বলেন, ‘জীবনের সমস্যায় আত্মহত্যা কোন সমাধান হতে পারে না। প্রত্যকের জীবন সুন্দর তাকে ভালোবাসতে শিখে সামনে এগিয়ে যেতে হয়। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের ভুলে সন্তানদের জীবন নষ্ট করে নদীতে ফেলে দেবেন না। একটু ভাবুন বিবেক দিয়ে বিবেচনা করুন প্রমুখ।’
কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস. এম সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা ডিজিএম ডিগ্রি কলেজের প্রফেসর রাশেদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি, তরুণ উদ্যোক্তা আলিমুল ইসলাম।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী প্রতি বছর বিশ্বব্যাপী ৭ লাখেরও বেশি মানুষ আত্মহত্যা করে, যার প্রায় ৭৭ শতাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। ডব্লিউএইচও আত্মহত্যার হারের দিক থেকে বাংলাদেশকে বিশ্বের মধ্যে দশম স্থানে রেখেছে। বাংলাদেশে প্রতি বছর অন্তত ১৩ হাজার মানুষ আত্মহত্যা করে। চলচ্চিত্র অভিনেতা আহমেদ শরীফ মনে করেন, আত্মহত্যা সমাধান নয় জীবনকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে হয়।
কুষ্টিয়া ভেড়ামারা পরানখালী স্কুল মাঠে আত্মহত্যা-মাদক বাল্য বিবাহ প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ বিষয়ে কথা বলেন তিনি। অভিনেতা আহমেদ শরীফের কথায়, ‘মহান সৃষ্টিকর্তা আমাদের অসম্ভব সুন্দর জীবন দিয়েছেন। সেটি রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কোন ভুল সিদ্ধান্ত নতুন মহান আল্লাহর সম্পদকে আমরা বিনষ্ট করতে পারি না। তিনি যা দিয়েছেন তা সুন্দর ভাবে রক্ষা করে আমাদের চলা উচিত।’
প্রধান অতিথির বক্তব্যে আহমেদ শরীফ আরও বলেন, ‘জীবনের সমস্যায় আত্মহত্যা কোন সমাধান হতে পারে না। প্রত্যকের জীবন সুন্দর তাকে ভালোবাসতে শিখে সামনে এগিয়ে যেতে হয়। এ সময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন নিজের ভুলে সন্তানদের জীবন নষ্ট করে নদীতে ফেলে দেবেন না। একটু ভাবুন বিবেক দিয়ে বিবেচনা করুন প্রমুখ।’
কুষ্টিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের সভাপতি এস. এম সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ভেড়ামারা সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রবিউল ইসলাম, ভেড়ামারা ডিজিএম ডিগ্রি কলেজের প্রফেসর রাশেদুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সহ সভাপতি মিলন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, প্রত্যয় যুব সংঘের সিনিয়র সহ সভাপতি শাহনাজ সুলতানা বনি, তরুণ উদ্যোক্তা আলিমুল ইসলাম।

রায়হান রাফীর ‘পরাণ’ সিনেমায় প্রথম জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সিনেমার ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি প্রশংসিত হয় রাজ-মিম জুটির রসায়ন। এরপর একই নির্মাতার ‘দামাল’ সিনেমাতেও দেখা যায় তাঁদের।
৪ ঘণ্টা আগে
২০০৮ সালের ১৪ জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান নাট্যাচার্য সেলিম আল দীন। এ বছর তাঁর ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যসংগঠন স্বপ্নদল ১৪ থেকে ১৬ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে আয়োজন করেছে তিন দিনব্যাপী নাট্যাচার্য সেলিম আল দীন স্মরণোৎসব।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৪ ঘণ্টা আগে
তামিল সুপারস্টার থালাপতি বিজয় ‘জন নায়াগন’ দিয়ে শেষ করবেন অভিনয়ের ক্যারিয়ার। এরপর পাকাপাকিভাবে নামবেন রাজনীতির ময়দানে। এরই মধ্যে শুটিং শেষ, ৯ জানুয়ারি মুক্তির তারিখ চূড়ান্ত ছিল। ভক্তদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল বিজয়ের শেষ সিনেমা নিয়ে। তবে শেষ মুহূর্তে সেন্সর বোর্ডের নিষেধাজ্ঞায় আটকে যায় সিনেমাটি।
৪ ঘণ্টা আগে