খায়রুল বাসার নির্ঝর, ঢাকা

সন্ধ্যায় কনসার্ট ছিল। তাহসান তাই রেডি হয়ে বেরুচ্ছিলেন। হঠাৎ দেখলেন, বাসায় একটা কেক এসে হাজির। সাদা রঙের কেকটার গায়ে ইংরেজি হরফে লেখা ‘আ ফিল্ম বাই সাদিক আহমেদ, আ ব্লেসড ম্যান’।
কনসার্ট শেষে বাসায় ফিরে, হাতে কেক নিয়ে তাহসান অনেকগুলো সেলফি তুললেন। ফেসবুকে পোস্টও করলেন তিনটি ছবি। সঙ্গে একটা ভিডিও। এক মিনিটের ওই ভিডিওতে তাহসান বললেন বিস্তারিত। বাসায় হঠাৎ কেক এসে উপস্থিত হওয়া, এবং সেটা নিয়ে এত হইচইয়ের কারণ।
নতুন সিনেমায় অভিনয় করছেন তাহসান। ওই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাসায় কেক পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে চারদিকে এত হট্টগোলের মধ্যে, কেউ কেউ ঠিকই খেয়াল করেছিলেন যে, বাঁধন আগের চেয়ে শুকিয়েছেন। এবং ক্রমেই আরও মেদ ঝরছে।
অনেকে প্রশ্নও করেছেন। বাঁধন হয়তো কিছু একটা বলে পাশ কাটিয়েছেন, নয়তো নীরব থেকেছেন। এতদিনে এসে, ফেসবুক লাইভে দিলেন ঠিকঠাক উত্তর। জানালেন তাঁর এত শুকানোর কারণ।
নতুন যে সিনেমায় বাঁধন অভিনয় করছেন, সেটার জন্যই ওজন কমাচ্ছেন। আরও নাকি কমাতে হবে!
তাহসান ও বাঁধন, এ দুজন জুটি হয়ে সিনেমায় এই প্রথম অভিনয় করবেন। সিনেমার নাম ‘আ ব্লেসড ম্যান’।
রোববার রাতে দুজন কাছাকাছি সময়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন এ ঘোষণা। দুজনেই ভীষণ এক্সাইটেড। ভিডিওতে তাঁদের এক্সপ্রেশনে সেটা স্পষ্ট ধরা পড়েছে।
বাঁধন বলেছেন, ‘গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্রটি। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’
‘আ ব্লেসড ম্যান’ ছবির নির্মাতা সাদিক আহমেদ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, এটা জানিয়ে তাহসান বলেছেন, ‘সাদিক আহমেদ খুবই মেধাবি নির্মাতা। উনি বাংলাদেশে অলরেডি চলে এসেছেন। উনার সাথে এ সপ্তাহেই বসলাম। অ্যান্ড আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। স্ক্রিপ্ট ইজ অ্যামেজিং।’
শিগগিরই ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার শুটিং শুরু হবে। প্রযোজনা করছে বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খানের প্রতিষ্ঠান অ্যাপল বক্স ফিল্মস।

সন্ধ্যায় কনসার্ট ছিল। তাহসান তাই রেডি হয়ে বেরুচ্ছিলেন। হঠাৎ দেখলেন, বাসায় একটা কেক এসে হাজির। সাদা রঙের কেকটার গায়ে ইংরেজি হরফে লেখা ‘আ ফিল্ম বাই সাদিক আহমেদ, আ ব্লেসড ম্যান’।
কনসার্ট শেষে বাসায় ফিরে, হাতে কেক নিয়ে তাহসান অনেকগুলো সেলফি তুললেন। ফেসবুকে পোস্টও করলেন তিনটি ছবি। সঙ্গে একটা ভিডিও। এক মিনিটের ওই ভিডিওতে তাহসান বললেন বিস্তারিত। বাসায় হঠাৎ কেক এসে উপস্থিত হওয়া, এবং সেটা নিয়ে এত হইচইয়ের কারণ।
নতুন সিনেমায় অভিনয় করছেন তাহসান। ওই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বাসায় কেক পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
অন্যদিকে ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে চারদিকে এত হট্টগোলের মধ্যে, কেউ কেউ ঠিকই খেয়াল করেছিলেন যে, বাঁধন আগের চেয়ে শুকিয়েছেন। এবং ক্রমেই আরও মেদ ঝরছে।
অনেকে প্রশ্নও করেছেন। বাঁধন হয়তো কিছু একটা বলে পাশ কাটিয়েছেন, নয়তো নীরব থেকেছেন। এতদিনে এসে, ফেসবুক লাইভে দিলেন ঠিকঠাক উত্তর। জানালেন তাঁর এত শুকানোর কারণ।
নতুন যে সিনেমায় বাঁধন অভিনয় করছেন, সেটার জন্যই ওজন কমাচ্ছেন। আরও নাকি কমাতে হবে!
তাহসান ও বাঁধন, এ দুজন জুটি হয়ে সিনেমায় এই প্রথম অভিনয় করবেন। সিনেমার নাম ‘আ ব্লেসড ম্যান’।
রোববার রাতে দুজন কাছাকাছি সময়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন এ ঘোষণা। দুজনেই ভীষণ এক্সাইটেড। ভিডিওতে তাঁদের এক্সপ্রেশনে সেটা স্পষ্ট ধরা পড়েছে।
বাঁধন বলেছেন, ‘গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্রটি। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’
‘আ ব্লেসড ম্যান’ ছবির নির্মাতা সাদিক আহমেদ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ, এটা জানিয়ে তাহসান বলেছেন, ‘সাদিক আহমেদ খুবই মেধাবি নির্মাতা। উনি বাংলাদেশে অলরেডি চলে এসেছেন। উনার সাথে এ সপ্তাহেই বসলাম। অ্যান্ড আই অ্যাম রিয়েলি এক্সাইটেড। স্ক্রিপ্ট ইজ অ্যামেজিং।’
শিগগিরই ‘আ ব্লেসড ম্যান’ সিনেমার শুটিং শুরু হবে। প্রযোজনা করছে বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খানের প্রতিষ্ঠান অ্যাপল বক্স ফিল্মস।

মারা গেছেন বিশ্ব সিনেমার প্রখ্যাত পরিচালক বেলা তার। ৭০ বছর বয়সে প্রস্থান ঘটল এই হাঙ্গেরিয়ান পরিচালকের। ইউরোপিয়ান ফিল্ম একাডেমি এক বিবৃতিতে জানিয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বেলা তার।
৮ ঘণ্টা আগে
ইতিমধ্যে তুষির তিন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, রায়হান রাফীর ‘আন্ধার’ এবং এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। আগামী ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে আন্তর্জাতিক প্রিমিয়ার হবে রইদের।
২১ ঘণ্টা আগে
২০১৭ সালের ৫ জানুয়ারি কয়েকজন বন্ধু মিলে শুরু করেন ব্যান্ড কুঁড়েঘর। শুরুতে কাভার গান দিয়ে নজর কাড়লেও অল্প দিনেই মৌলিক গান দিয়েও জনপ্রিয়তা পায় ব্যান্ডটি। গতকাল প্রতিষ্ঠার ৯ বছর পূর্ণ করে ১০ বছরে পা দিল ব্যান্ড কুঁড়েঘর।
২১ ঘণ্টা আগে
দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে গত ডিসেম্বরে অনুমতি দেওয়া হয়নি ঢাকায় বিদেশি শিল্পীদের প্রায় অর্ধডজন কনসার্টের। স্বাভাবিকভাবেই তাই অনিশ্চয়তা আছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। ১০ জানুয়ারি থেকে উৎসবটি শুরু হওয়ার কথা।
২১ ঘণ্টা আগে