বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় চিত্রপরিচালক বদিউল আলম খোকন। একাধিক ব্যবসাসফল ছবি পরিচালনা করেছেন। তিনি প্রথমবার ওয়েব সিরিজ বানাবেন। ওয়েব সিরিজের নাম ‘তুমি কতো আপন’। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে ওয়েব সিরিজটির ‘খেলা হবে’ শিরোনামের একটি গান রেকর্ড হলো।
এই গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। মুরাদ নূরের সুরে গানটি লিখেছেন লিমন আহমেদ। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কিশোরের সহশিল্পী নকশী তাবাসসুম।
এই গান প্রসঙ্গে কিশোর বলেন, ‘খোকন ভাই বড় ক্যানভাসের ছবি বানান। তার ‘‘আগুন’’ সিনেমায় একটি গান গেয়েছিলাম। কাছ থেকে দেখেছি, ভীষণ ভালো মনের মানুষ। তার টিমের একজন হতে পেরে ভালো লাগছে। এই সেতুবন্ধনের জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। কথা, সুর ও সংগীতের বেশ সমন্বয় ছিল। নাচের গানটি আমার মতো নিশ্চয়ই সবার ভালো লাগবে।’
নকশী বলেন, ‘ভীষণ আনন্দ হচ্ছে। অসুস্থতার কারণে সবার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হতে পরিনি। এসব স্মৃতি মিস করলে নিজেকে অসহায় মনে হয়। খোকন ভাইয়ের টিমে থাকতে পারাটাই গর্বের। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’
সুরকার মুরাদ নূর বলেন, ‘খোকন ভাই আমার পিতৃ সমতুল্য, একজন বন্ধুও। তাঁর মতো সফল একজন নির্মাতা আমার ওপর আস্থা রেখে আমাকে গর্বিত করেছেন। আইটেম ঘরানার গানটি লিমন ভালো লিখেছেন। শ্রুতিমধুর করে গেয়েছেন কিশোর ও নকশী। বিশ্বাস করছি, অনেকেরই ভালো লাগবে এই গান।’
লিমন আহমেদ বলেন, ‘সময় ও ট্রেন্ড ধরে একটা উপভোগ্য গান করার চেষ্টা৷ দর্শক উপভোগ করলেই খুশি হব।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ করছি। 'তুমি কতো আপন'-এর গান রেকর্ডের কাজ শেষ করে শুটিংয়ে যাব। নায়ক-নায়িকাদের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। লিখিত চুক্তি হলেই প্রকাশ করব। আগে গানগুলো রেকর্ড করি।’
পরিচালক জানান, তার প্রথম ওয়েব ফিল্মে সময়ের সেরা তারকাদের দেখা যাবে।

জনপ্রিয় চিত্রপরিচালক বদিউল আলম খোকন। একাধিক ব্যবসাসফল ছবি পরিচালনা করেছেন। তিনি প্রথমবার ওয়েব সিরিজ বানাবেন। ওয়েব সিরিজের নাম ‘তুমি কতো আপন’। সম্প্রতি রাজধানীর ফোকাস স্টুডিওতে ওয়েব সিরিজটির ‘খেলা হবে’ শিরোনামের একটি গান রেকর্ড হলো।
এই গানে কণ্ঠ দিয়েছেন কিশোর। মুরাদ নূরের সুরে গানটি লিখেছেন লিমন আহমেদ। মুশফিক লিটুর সংগীতায়োজনে গানটিতে কিশোরের সহশিল্পী নকশী তাবাসসুম।
এই গান প্রসঙ্গে কিশোর বলেন, ‘খোকন ভাই বড় ক্যানভাসের ছবি বানান। তার ‘‘আগুন’’ সিনেমায় একটি গান গেয়েছিলাম। কাছ থেকে দেখেছি, ভীষণ ভালো মনের মানুষ। তার টিমের একজন হতে পেরে ভালো লাগছে। এই সেতুবন্ধনের জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ। কথা, সুর ও সংগীতের বেশ সমন্বয় ছিল। নাচের গানটি আমার মতো নিশ্চয়ই সবার ভালো লাগবে।’
নকশী বলেন, ‘ভীষণ আনন্দ হচ্ছে। অসুস্থতার কারণে সবার সঙ্গে স্টুডিওতে উপস্থিত হতে পরিনি। এসব স্মৃতি মিস করলে নিজেকে অসহায় মনে হয়। খোকন ভাইয়ের টিমে থাকতে পারাটাই গর্বের। আশা করছি গানটি ভালো লাগবে সবার।’
সুরকার মুরাদ নূর বলেন, ‘খোকন ভাই আমার পিতৃ সমতুল্য, একজন বন্ধুও। তাঁর মতো সফল একজন নির্মাতা আমার ওপর আস্থা রেখে আমাকে গর্বিত করেছেন। আইটেম ঘরানার গানটি লিমন ভালো লিখেছেন। শ্রুতিমধুর করে গেয়েছেন কিশোর ও নকশী। বিশ্বাস করছি, অনেকেরই ভালো লাগবে এই গান।’
লিমন আহমেদ বলেন, ‘সময় ও ট্রেন্ড ধরে একটা উপভোগ্য গান করার চেষ্টা৷ দর্শক উপভোগ করলেই খুশি হব।’
পরিচালক বদিউল আলম খোকন বলেন, ‘যুগের চাহিদায় বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে সেলুলয়েডের উপস্থাপনে বেশ পরিবর্তন এসেছে। তারই ধারাবাহিকতায় ওয়েব ফিল্ম নির্মাণ করছি। 'তুমি কতো আপন'-এর গান রেকর্ডের কাজ শেষ করে শুটিংয়ে যাব। নায়ক-নায়িকাদের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। লিখিত চুক্তি হলেই প্রকাশ করব। আগে গানগুলো রেকর্ড করি।’
পরিচালক জানান, তার প্রথম ওয়েব ফিল্মে সময়ের সেরা তারকাদের দেখা যাবে।

সংগীতশিল্পী হিসেবেই অঞ্জন দত্তের জনপ্রিয়তা বেশি। গান লেখা, সুর করা, গাওয়া ছাড়াও তিনি আপাদমস্তক সিনেমার মানুষ। অনেক জনপ্রিয় নির্মাতার সিনেমায় অভিনয় করেছেন। তিনি নিজেও পরিচালনা করেছেন। লেখালেখিও করেন নিয়মিত। নিজের জীবনের গল্প টুকরোভাবে বিভিন্ন সময়ে উঠে এসেছে অঞ্জনের কলমে।
১৬ ঘণ্টা আগে
‘জামাই বউ অতি চালাক’, ‘প্রেমের কোনো বয়স নাই’, ‘রঙ্গিলা মজিদ’, ‘ফিটফাট বাবু’, ‘বিড়ম্বনায় বাবু’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম ও লাক্স তারকাখ্যাত নীলাঞ্জনা নীলা। এবার আরও এক নাটকে জুটি বাঁধলেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মিশেল ইয়োর সঙ্গে জেমস ক্যামেরনের কাজ করার ইচ্ছা দীর্ঘদিনের। সদ্য মুক্তি পাওয়া ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় তাঁকে নিতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। সম্প্রতি জেমস ক্যামেরন জানিয়েছেন, সবকিছু পরিকল্পনা মতো এগোলে ‘অ্যাভাটার ৪’-এ মিশেল ইয়োর উপস্থিতি প্র
১৬ ঘণ্টা আগে
রাজধানীর কয়েকটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ। উৎসবে আজ যেসব সিনেমা প্রদর্শিত হবে, রইল সে তালিকা।
১৭ ঘণ্টা আগে