
ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।

ঢাকা: প্রেম, লালসা, বিশ্বাসঘাতকতা ও সত্য—এই চার থিমের ওপর ভিত্তি করে নেটফ্লিক্সের নতুন ছবি ‘রে’। চারটি থিম। চারটি গল্প। কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের চারটি গল্পের আশ্রয়ে বানানো এই ছবিকে বলা হচ্ছে অ্যান্থোলজি ফিল্ম। অর্থাৎ, এক ছবির মোড়কে কয়েকটি গল্প। সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে নেটফ্লিক্স।
শুক্রবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ‘রে’ ছবির প্রথম ঝলক। বানিয়েছেন তিনজন নির্মাতা—সৃজিত মুখার্জি, অভিষেক চৌবে ও ভাষাণ বালা। তবে বাংলা নয়, হিন্দিতেই নির্মিত হয়েছে ছবিটি। পাশাপাশি থাকবে ইংরেজি সাবটাইটেল।
‘রে’ ছবির প্রথম গল্পের নাম ‘হাঙ্গামা হ্যায় কিউ বরপা’। জনপ্রিয় এক গজলগায়ক ও কুস্তিগীর-ক্রীড়াবিদের গল্প। এক ট্রেনযাত্রায় তাদের পরিচয় হয়। অভিষেক চৌবে বানিয়েছেন গল্পটি। অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি ও গজরাজ রাও।
দ্বিতীয় পর্বের পরিচালক সৃজিত মুখার্জি। গল্পের নাম ‘ফরগেট মি নট’। থ্রিলার গল্প। একজন করপোরেট ব্যক্তিত্ব, তার সঙ্গে পরিচয় হয় রিয়া নামের এক নারীর। তাকে ঘিরে তৈরি হয় রহস্য। এই পর্বে অভিনয় করেছেন আলী ফজল ও শ্বেতা বসু প্রসাদ।
তৃতীয় গল্পটিও বানাচ্ছেন সৃজিত। নাম ‘বহুরূপী’। একজন মেকআপ আর্টিস্টের গল্প, যিনি নিজের অপছন্দের পেশায় আটকে আছেন। অভিনয়ে কেকে মেনন ও বিদিতা বাগ।
চতুর্থ গল্পের নাম ‘স্পটলাইট’। এটি এমন একজন অভিনেতার গল্প, যিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে করতে বিরক্ত। এবার নিজের ধরন বদলে ফেলতে মরিয়া তিনি। অভিনয় করেছেন হর্ষবর্ধন কাপুর। বানিয়েছেন ভাষাণ বালা।
নেটফ্লিক্সে আগামী ২৫ জুন মুক্তি পাবে সত্যজিৎ রায়ের গল্প নিয়ে সিনেমা ‘রে’।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ নিয়ে ২০০৪ সালে সিনেমা বানিয়েছিলেন চাষী নজরুল ইসলাম। একই গল্প আবার আসছে পর্দায়। তবে হুবহু নয়, গল্পটিকে এই সময়ের প্রেক্ষাপটে পরিবর্তন করে লেখা হয়েছে চিত্রনাট্য। ‘শাস্তি’ নামের সিনেমাটি বানাচ্ছেন লিসা গাজী। এর আগে ‘বাড়ির নাম শাহানা’ বানিয়ে প্রশংসিত হয়েছিলেন লিসা।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে থিয়েটার বিস্তারে এবং দক্ষ থিয়েটার কর্মী তৈরিতে দীর্ঘ ২৫ বছর কাজ করে চলেছে প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন। এই স্কুলের ৬ মাসের পাঠ্যসূচিতে প্রশিক্ষণার্থীরা থিয়েটারের আনুষঙ্গিক বিষয়ে স্পষ্ট ধারণা পায়। এরই মধ্যে এই স্কুলের ৪৮টি ব্যাচ সফলভাবে কোর্স সম্পন্ন করেছে।
১৭ ঘণ্টা আগে
সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত নেপালের মুস্তাং জেলার জমসম শহর। বিখ্যাত কালী গান্ধাকী নদীর তীরে গড়ে ওঠা এই শহরকে বলা হয় নেপালের সর্বোচ্চ তুষারপাতপ্রবণ নগর। তুষারে মোড়া পাহাড়, নীল আকাশ—সব মিলিয়ে প্রকৃতির অপূর্ব মেলবন্ধন।
১৭ ঘণ্টা আগে
কয়েক দিন আগেই তালিকার শীর্ষে জ্বলজ্বল করছিল ‘ইনসাইড আউট ২’-এর নাম। ২০২৪ সালে মুক্তি পাওয়া পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের এ সিনেমা আয় করেছিল ১ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। এ সিনেমাকে টপকে হলিউডের ইতিহাসের সর্বোচ্চ ব্যবসাসফল অ্যানিমেশন সিনেমার রেকর্ড গড়ল ডিজনির ‘জুটোপিয়া ২’।
১৭ ঘণ্টা আগে