
২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
তিনি বলেন, ‘এতদিন বাদে আবার সিনেমা হল খুলছে। কিন্তু এই পরিস্থতিতে কজন হলে আসবেন? ঝুঁকি নিতে নারাজ প্রযোজক। আমাদের মনে হল, যে কজন মানুষ বড়ো পর্দায় দেখতে চান তাদের একটা সুযোগ তৈরি করে দিতেই হবে।’
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কিন্তু মাত্র একটি হলে মুক্তি দেওয়ায় দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, বলছেন নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটু ভেবে দেখুন। এক একটা হলে রিলিজ করতে বেশ কিছু টাকা লাগে। যদি দর্শক নন্দনে ছবি দেখতে যান, ছবিটা বড়ো পর্দায় থাকবে। হয়তোবা হলের সংখ্যা বাড়তেও পারে। নাহলে কি হবে আমরা সবাই জানি।’
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার:

২০১৯ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত ‘রবিবার’। এটিই এখন পর্যন্ত কলকাতায় জয়ার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ছবিটি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার পাওয়া নির্মাতা অতনু ঘোষ।
একই পরিচালকের কাজ দিয়ে আবারও ভারতের সিনেমা হলে ফিরছেন জয়া আহসান। ২০ আগস্ট হলে আসছে জয়া অভিনীত নতুন ছবি ‘বিনিসুতোয়’। এতে জয়া অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে।
তবে দীর্ঘদিন পর সিনেমা হলের মুখ দেখলেও, খানিকটা মন খারাপের খবর– মাত্র একটি হলেই মুক্তি পাচ্ছে ছবিটি। এ খবর জানিয়েছেন ছবির পরিচালক অতনু ঘোষ।
তিনি বলেন, ‘এতদিন বাদে আবার সিনেমা হল খুলছে। কিন্তু এই পরিস্থতিতে কজন হলে আসবেন? ঝুঁকি নিতে নারাজ প্রযোজক। আমাদের মনে হল, যে কজন মানুষ বড়ো পর্দায় দেখতে চান তাদের একটা সুযোগ তৈরি করে দিতেই হবে।’
সেই ভাবনা থেকে একান্ত নিজস্ব উদ্যোগে ছবির প্রদর্শনী করছেন তিনি। আগামী ২০ আগস্ট শুক্রবার থেকে কলকাতার নন্দন সিনেমা হলে স্থানীয় সময় দুপুর ৩টায় ছবির প্রদর্শন শুরু হবে।
কিন্তু মাত্র একটি হলে মুক্তি দেওয়ায় দর্শকদের হতাশ হওয়ার কিছু নেই, বলছেন নির্মাতা। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘একটু ভেবে দেখুন। এক একটা হলে রিলিজ করতে বেশ কিছু টাকা লাগে। যদি দর্শক নন্দনে ছবি দেখতে যান, ছবিটা বড়ো পর্দায় থাকবে। হয়তোবা হলের সংখ্যা বাড়তেও পারে। নাহলে কি হবে আমরা সবাই জানি।’
কী নিয়ে ‘বিনিসুতোয়’ ছবির গল্প? পরিচালক অতনু ঘোষ জানান, ছবির গল্প বোনা হয়েছে দুটি চরিত্র কাজল সরকার ও শ্রাবণী বড়ুয়াকে ঘিরে। গানের একটি রিয়েলিটি শোয়ের অডিশনে দেখা হয় দুজনের। অডিশন শেষ হওয়ার পর বাসে উঠতে গিয়ে শ্রাবণী আহত হয়। এগিয়ে আসে কাজল, তাঁকে হাসপাতালে নিয়ে যায়। এভাবে দুজনের মধ্যে তৈরি হয় যোগসূত্র। ছবিতে কাজল চরিত্রে আছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া আহসান।
তবে মোটাদাগে ছবির গল্পে লুকিয়ে আছে গভীর জীবনবোধ। স্থান, সময়, পরিস্থিতি বদলের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের সমীকরণ। আপাতদৃষ্টিতে যাকে দেখে সুখী মনে হয়, তার গভীরেও লুকিয়ে থাকে শূন্যতা। বাইরে থেকে দেখে তাই মানুষ চেনা কঠিন। যত সময় গড়াচ্ছে, ক্রমশ কঠিন হচ্ছে আরও। ‘বিনিসুতোয়’ জীবনের সেই বাস্তবতা তুলে আনবে।
দেখুন ‘বিনিসুতোয়’ ছবির ট্রেলার:

কয়েকজন তরুণ নাট্যকর্মী নতুন ধারার থিয়েটার নির্মাণের স্বপ্ন নিয়ে গঠন করেছেন ‘থেসপিয়ানস দ্য ঢাকা’ নামের নতুন নাট্যদল। এ মাসেই ঢাকার মঞ্চে যাত্রা শুরু করবে দলটি। থেসপিয়ানস দ্য ঢাকার প্রথম প্রযোজনার নাম ‘দ্য সি অব সাইলেন্স’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন তাজউদ্দিন তাজু।
৮ ঘণ্টা আগে
ফজলু নামের পেনশন অফিসের তৃতীয় শ্রেণির এক অসৎ কর্মচারী এবং তার পরিণতির গল্প নিয়ে তৈরি হয়েছিল নাটক ‘কাঁটা’। ২০২৪ সালে প্রচারিত হয়েছিল বঙ্গতে। এবার আসছে নাটকটির সিকুয়েল। ১৫ জানুয়ারি বঙ্গতে মুক্তি পাবে রিয়াদ মাহমুদ রচিত ও পরিচালিত ‘কাঁটা ২’।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পাঁচটি মিলনায়তন এবং কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী বিচ পয়েন্টে ১০ জানুয়ারি থেকে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় এই আয়োজনে দেখানো হচ্ছে দেশ-বিদেশের নির্মাতাদের কাজ।
৯ ঘণ্টা আগে
শুরু হয়ে গেছে হলিউডের পুরস্কারের মৌসুম। বছরভর যাঁদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের, এবার তাঁদের পুরস্কৃত করার পালা। গত সপ্তাহে ক্রিটিকস চয়েসের পর গতকাল অনুষ্ঠিত হলো ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস।
৯ ঘণ্টা আগে