বিনোদন ডেস্ক
আবার ফিরছে ‘হেরা ফেরি’। বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। ফির হেরা ফেরি এমনভাবে শেষ হয়েছিল, বোঝাই গিয়েছিল, আসবে পরের কিস্তি। তার পর থেকে কেবলই অপেক্ষা। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’।
সম্প্রতি এ সিনেমার শুটিংয়ে একত্র হয়েছেন হেরা ফেরির তিন কান্ডারি পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩ এপ্রিল হেরা ফেরি থ্রির প্রোমো শুটে আসেন সিনেমার তিন আলোচিত চরিত্র রাজু, শ্যাম ও বাবু ভাইয়া। এদিন প্রোমোর পাশাপাশি সিনেমার প্রথম দৃশ্যের শুটিংও করা হয়। এত দিন পর হেরা ফেরির গল্প নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ছিলেন পরেশ, অক্ষয় ও সুনীল। সঙ্গে পরিচালক প্রিয়দর্শনও।
২০১৭ সাল থেকেই হেরা ফেরির তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। ওই সময় নীরাজ ভোরার পরিচালনা করার কথা ছিল। ‘ফির হেরা ফেরি’ তিনিই বানিয়েছিলেন। তৃতীয় পর্বে অভিনয়ের কথা ছিল জন আব্রাহাম, নানা পাটেকর ও অভিষেক বচ্চনের। ওই বছর নীরাজ ভোরার মৃত্যু হয়, থমকে যায় সিনেমার কাজ। পরের বছর ইন্দ্র কুমার যুক্ত হন পরিচালক হিসেবে। তিনি পরেশ, অক্ষয় ও সুনীলকে রাজি করান এ গল্পে ফেরার ব্যাপারে। তবে ‘টোটাল ধামাল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কাজটি পিছিয়ে যায়। পরে করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ।
২০২২ সালে পরিচালক অনীশ বাজমিকে নিয়ে আবার শুটিং শুরুর উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাজু চরিত্রে অক্ষয়ের বদলে কার্তিক আরিয়ানকে নেওয়ার গুঞ্জন শোনা যায়। ফরহাদ সামজির পরিচালনা করবেন, এমন কথা শোনা গিয়েছিল পরের বছর।
অনেক অনিশ্চয়তা পেরিয়ে এ বছর আবার আলোচনায় হেরা ফেরি থ্রি। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য আবারও হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন। তিনি বলেন, ‘তৃতীয় পর্বটি বানানো খুব চ্যালেঞ্জের। কারণ, দর্শকের প্রত্যাশা অনেক বেড়েছে, অভিনেতাদেরও বয়স হয়ে গেছে। সে অনুযায়ী দর্শকের সামনে বিশ্বাসযোগ্য গল্প উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। এগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’
জানা গেছে, ক্যামেরা ওপেন হলেও এখনই চূড়ান্ত শুটিংয়ে যাচ্ছেন না প্রিয়দর্শন। অক্ষয়কে নিয়ে ‘ভূত বাংলা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করবেন আগামী জুনে। এরপর কয়েক মাসের বিরতি নিয়ে শুরু করবেন হেরা ফেরি থ্রির কাজ।
আবার ফিরছে ‘হেরা ফেরি’। বলিউডের কমেডি সিনেমার প্রসঙ্গ এলেই প্রথম দিকে থাকে প্রিয়দর্শন পরিচালিত হেরা ফেরির নাম। ২০০০ সালে মুক্তি পায় এ ফ্রাঞ্চাইজির প্রথম সিনেমা। ২০০৬ সালে আসে সিকুয়েল ‘ফির হেরা ফেরি’। এটিও সাফল্য পায়। ফির হেরা ফেরি এমনভাবে শেষ হয়েছিল, বোঝাই গিয়েছিল, আসবে পরের কিস্তি। তার পর থেকে কেবলই অপেক্ষা। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে ‘হেরা ফেরি থ্রি’।
সম্প্রতি এ সিনেমার শুটিংয়ে একত্র হয়েছেন হেরা ফেরির তিন কান্ডারি পরেশ রাওয়াল, অক্ষয় কুমার ও সুনীল শেঠি। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ৩ এপ্রিল হেরা ফেরি থ্রির প্রোমো শুটে আসেন সিনেমার তিন আলোচিত চরিত্র রাজু, শ্যাম ও বাবু ভাইয়া। এদিন প্রোমোর পাশাপাশি সিনেমার প্রথম দৃশ্যের শুটিংও করা হয়। এত দিন পর হেরা ফেরির গল্প নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত ছিলেন পরেশ, অক্ষয় ও সুনীল। সঙ্গে পরিচালক প্রিয়দর্শনও।
২০১৭ সাল থেকেই হেরা ফেরির তৃতীয় পর্ব নির্মাণের তোড়জোড় চলছিল। ওই সময় নীরাজ ভোরার পরিচালনা করার কথা ছিল। ‘ফির হেরা ফেরি’ তিনিই বানিয়েছিলেন। তৃতীয় পর্বে অভিনয়ের কথা ছিল জন আব্রাহাম, নানা পাটেকর ও অভিষেক বচ্চনের। ওই বছর নীরাজ ভোরার মৃত্যু হয়, থমকে যায় সিনেমার কাজ। পরের বছর ইন্দ্র কুমার যুক্ত হন পরিচালক হিসেবে। তিনি পরেশ, অক্ষয় ও সুনীলকে রাজি করান এ গল্পে ফেরার ব্যাপারে। তবে ‘টোটাল ধামাল’ নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় কাজটি পিছিয়ে যায়। পরে করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়ে হেরা ফেরি থ্রির ভবিষ্যৎ।
২০২২ সালে পরিচালক অনীশ বাজমিকে নিয়ে আবার শুটিং শুরুর উদ্যোগ নেওয়া হয়। ওই সময় রাজু চরিত্রে অক্ষয়ের বদলে কার্তিক আরিয়ানকে নেওয়ার গুঞ্জন শোনা যায়। ফরহাদ সামজির পরিচালনা করবেন, এমন কথা শোনা গিয়েছিল পরের বছর।
অনেক অনিশ্চয়তা পেরিয়ে এ বছর আবার আলোচনায় হেরা ফেরি থ্রি। ১৯ বছর পর ৬৮ বছর বয়সে তৃতীয় পর্ব পরিচালনার জন্য আবারও হেরা ফেরির ঘরে ফিরেছেন প্রিয়দর্শন। তিনি বলেন, ‘তৃতীয় পর্বটি বানানো খুব চ্যালেঞ্জের। কারণ, দর্শকের প্রত্যাশা অনেক বেড়েছে, অভিনেতাদেরও বয়স হয়ে গেছে। সে অনুযায়ী দর্শকের সামনে বিশ্বাসযোগ্য গল্প উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। এগুলোকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি।’
জানা গেছে, ক্যামেরা ওপেন হলেও এখনই চূড়ান্ত শুটিংয়ে যাচ্ছেন না প্রিয়দর্শন। অক্ষয়কে নিয়ে ‘ভূত বাংলা’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করবেন আগামী জুনে। এরপর কয়েক মাসের বিরতি নিয়ে শুরু করবেন হেরা ফেরি থ্রির কাজ।
কয়েক দিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘তাণ্ডব’ সিনেমার পাইরেসি ঠেকাতে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছিলেন, পাইরেসি ঠেকাতে কড়া নজরদারি করছেন তাঁরা। এরপরেও ঠেকানো গেল না। মুক্তির এক সপ্তাহের মাথায় পাইরেসির কবলে পড়ল শাকিব খান অভিনীত তাণ্ডব।
৯ ঘণ্টা আগেআজ বিশ্ব বাবা দিবস। জুন মাসের তৃতীয় রোববার বিশ্বব্যাপী পালন করা হয় দিনটি। পৃথিবীর সব বাবাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক ‘বাবার ছায়া’। ঈদ উৎসবে টিভিতে প্রচারের পর গতকাল হিয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নাটকটি।
৯ ঘণ্টা আগেদীর্ঘ সময় পর ঈদ উৎসবে নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হয়েছেন জয়া আহসান। এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা। একটি রায়হান রাফীর ‘তাণ্ডব’, অন্যটি তানিম নূরের ‘উৎসব’। সেই আমেজ না কাটতেই টালিউডে নতুন সিনেমার শুটিং শুরু করলেন জয়া। গতকাল মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছে কৌশিক গাঙ্গুলীর
১০ ঘণ্টা আগেঅভিনেত্রী ওয়ামিকা গাব্বি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার রাওয়ের কাছে জানতে চেয়েছিলেন, তাঁর দেখা সেরা পাঁচ সিনেমার নাম। যাতে তাঁর ভক্তরাও এসব সিনেমা দেখে সমৃদ্ধ হতে পারেন। রাজকুমার রাও পাঁচটি নয়, জানালেন তাঁর প্রিয় আটটি সিনেমার নাম। এর মধ্যে পাঁচটিই বাংলা সিনেমা।
১০ ঘণ্টা আগে