
কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে।
মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....
অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে।
গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে।
এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।
মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’–এ নাম ভূমিকায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে কেমন দেখাবে তা নিয়ে অপেক্ষায় ছিলেন আগ্রহীরা। চলচ্চিত্রপ্রেমীদের সেই কৌতূহল মিটিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আজ বৃহস্পতিবার প্রযোজক ফ্রেন্ডস কমিউনিকেশনের ফেসবুকে মৃণাল চরিত্রে চঞ্চলের কী রূপে ধরা দিয়েছেন, তা প্রকাশ করা হয়। সেই সঙ্গে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে মনামী ঘোষের লুকও তুলে ধরা হয়েছে।
মৃণাল সেনের তিন বয়সের রূপ প্রকাশ পেয়েছে। সিগারেট হাতে ভাবুক মৃণাল সেন হিসেবে চঞ্চলকে দেখে চমকে গেছেন অনেকেই। ....
অন্যান্য লুকে পরিণত ও প্রবীণ মৃণাল হিসেবে দেখা গেছে চঞ্চল চৌধুরী। অন্যদিকে কিশোর মৃণাল হিসেবে দেখা গেছে কোরক সামন্তকে।
গীতা চরিত্রে মনামী ঘোষকেও বেশ মানিয়েছে। গীতা সেনের পুরো জীবনটাই তাকে ধারণ করতে হবে। সেজন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হতে পারে।
এরই মধ্যে ‘পদাতিক’–এর শুটিং শুরু হয়ে গেছে বলে জানিয়েছে প্রযোজক প্রতিষ্ঠান। এ মাসের শেষের দিকে কলকাতার উদ্দেশে উড়াল দেবেন চঞ্চল; যোগ দেবেন ‘পদাতিক’ দলের সঙ্গে।
মৃণাল সেনের ব্যক্তিগত ও পরিচালক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো ‘পদাতিক’ চলচ্চিত্রে তুলে আনার ভাবনা রয়েছে পরিচালকের। ১৯৬৯ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত মৃণাল সেনের নির্মিত ‘কলকাতা ট্রিলজি’ এই চলচ্চিত্রের অনেকটা জুড়ে থাকবে।
মৃণাল সেনের জীবনী নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের জন্য লকডাউনের সময় এর চিত্রনাট্যও তৈরি করে ফেলেছিলেন সৃজিত। কিন্তু এরপর চলচ্চিত্র বানানোর সিদ্ধান্ত নেন তিনি। এই চলচ্চিত্রে সৃজিতকে সহযোগিতা করছেন মৃণাল সেনের ছেলে কুণাল সেন।
কুণাল সৃজিতকে মৃণাল সেনের পরিবারের পক্ষ থেকে চলচ্চিত্রটি নির্মাণের অনুমতি দিয়েছেন।

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হলো সিনেমা। নাম কাট-পিস। বানিয়েছেন ইফফাত জাহান মম। সিনেমার কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালার ভূমিকায় অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। গত সোমবার এফডিসিতে এক অনুষ্ঠানে ফার্স্ট লুক টিজার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় কাট-পিস সিনেমার
৬ মিনিট আগে
একসময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতেন ডলি জহুর। মায়ের চরিত্রে অভিনয় করে যাঁরা জনপ্রিয়তা পেয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম ডলি জহুর। একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অনেকটা অভিমান থেকেই ২০১১ সালে সরে আসেন সিনেমা ইন্ডাস্ট্রি থেকে। নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমা থেকে ছিলেন দূরে। সিনেমায় আর কাজ
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘প্রথম ভোট’। ভোট দানে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। ফেরদৌসী আহমেদ চৌধুরীর উপস্থাপনায় এবং ইয়াসির আরাফাতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত ১০টায়। ১৩ জানুয়ারি
২৪ মিনিট আগে
নেটফ্লিক্সের সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ গত বছর হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। ১৩ বছর বয়সী এক স্কুলপড়ুয়ার হাতে তার সহপাঠী খুন হওয়ার গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজটি। তবে অ্যাডোলেসেন্সের উদ্দেশ্য ছিল, এই সময়ের কিশোরদের মনস্তত্ত্বের অনুসন্ধান। এই ব্রিটিশ সিরিজ সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, কত নীরবে কত ভয়ংকর
৩২ মিনিট আগে